
09/08/2025
মেডিসিন ক্লাব, রংপুর মেডিকেল কলেজ ইউনিট থেকে গিয়েছিলাম প্রাইম মেডিকেল কলেজ, রংপুরে। আমরা সেখানে হেপাটাইটিস বি এর উপরে একটি সেমিনার এর আয়োজন করি।
দেখলাম,অনেক বিদেশী শিক্ষার্থী পড়ছে সেখানে। ভারত থেকে আসা দুই - একজনের সঙ্গে আলাপ হলো। বাড়ি আসাম রাজ্যে। ভাষা আমাদের মতোই। কিছু উচ্চারণে পার্থক্য আছে। আরেক ভাই আবার কাশ্মীর থেকে এসেছেন।তাদের সমাজ, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো কিছুক্ষণ। গদবাধা জীবনের স্রোতে মাঝে মধ্যে এমন নতুন কিছুর অভিজ্ঞতা ভালোই লাগে।