NOTE BOOK

NOTE BOOK ""Come to learn, go to serve""

চলো বাংলাদেশ, চলো বহুদুর!এগিয়ে যাক তরুনদের বাংলাদেশ
26/08/2024

চলো বাংলাদেশ, চলো বহুদুর!এগিয়ে যাক তরুনদের বাংলাদেশ

06/05/2024
06/05/2024

🎯মানব দেহে পানির পরিমান দৈনিক-৩ লিটার
🎯মানব দেহে শতকরা পানির পরিমান ৬০-৭০%
দেহকোষের প্রায় শতকরা ৮০% পানি আর রক্তে ৯১-৯২%

স্বপ্ন ছোটো রাখতে নেই🤭
01/06/2023

স্বপ্ন ছোটো রাখতে নেই🤭

চরের নাম উড়ি🥰কিন্তু কেন🙄🙄১৯৭০-৭১ সালের দিকে সন্দ্বীপের উত্তর-পশ্চিম দিকে মেঘনা মোহনায় একটি দ্বীপ জেগে উঠে। দ্বীপের জন্ম...
17/08/2021

চরের নাম উড়ি🥰কিন্তু কেন🙄🙄
১৯৭০-৭১ সালের দিকে সন্দ্বীপের উত্তর-পশ্চিম দিকে মেঘনা মোহনায় একটি দ্বীপ জেগে উঠে। দ্বীপের জন্মের কিছুদিন পর সন্দ্বীপের জনগণ এই দ্বীপে গিয়ে দেখতে পায় সমস্ত দ্বীপে ঘাস আর ঘাস। এই ঘাসকে সন্দ্বীপের আঞ্চলিক ভাষায় উড়ি বলা হয়। আর এই উড়ি ঘাস থেকে এর নাম হয় 'উড়ির চর'।

দুবলার চর🥰সুন্দরবন🥰দুবলার চর শুঁটকি মাছ, রাসমেলা ও চিত্রা হরিণের জন্য বিখ্যাত। দুবলার চর মূলত জেলে গ্রাম। মাছ ধরার সঙ্গে...
16/08/2021

দুবলার চর🥰সুন্দরবন🥰
দুবলার চর শুঁটকি মাছ, রাসমেলা ও চিত্রা হরিণের জন্য বিখ্যাত। দুবলার চর মূলত জেলে গ্রাম। মাছ ধরার সঙ্গে চলে শুঁটকি মাছ উৎপাদন প্রক্রিয়া। বর্ষা মরসুমের ইলিশ মাছ ধরার পর বহু জেলে চার মাসের জন্য এখানে সাময়িক বসতি গড়ে তোলে।

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের টোনোটিওয়াট নামের এক ম্যানগ্রোভ বনে শুধু মেয়েরাই প্রবেশ করতে পারে। টোনোটিওয়াট অর্থ 'ফিম...
14/08/2021

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের টোনোটিওয়াট নামের এক ম্যানগ্রোভ বনে শুধু মেয়েরাই প্রবেশ করতে পারে। টোনোটিওয়াট অর্থ 'ফিমেল ফরেস্ট' বা নারীদের বন।এই বনে পুরুষ প্রবেশ করলেই জরিমানা করা হয়। এই বনে কয়েক প্রজন্ম এর মেয়ে সমবেত হয় তাদের জীবনকাহিনী একে অপরকে শোনানোর জন্য।🥰🥰

অবাক শাস্তি 😂যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় সাবান চুরিতে ধরা পড়লে তার শাস্তি হলো ওই সাবান দিয়েই নিজেকে ধুতে থাকবে যতক্ষণ না ...
20/07/2021

অবাক শাস্তি 😂
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় সাবান চুরিতে ধরা পড়লে তার শাস্তি হলো ওই সাবান দিয়েই নিজেকে ধুতে থাকবে যতক্ষণ না সাবান পুরো শেষ হয়।

হাতি না অন্য কিছু🥰🥰অদ্ভুত কিন্তু সত্য, হাতির বাচ্চা দিনে প্রায় ৮০ লিটার দুধ পান করতে পারে।
20/07/2021

হাতি না অন্য কিছু🥰🥰
অদ্ভুত কিন্তু সত্য, হাতির বাচ্চা দিনে প্রায় ৮০ লিটার দুধ পান করতে পারে।

পিঁপড়া এমনও🥰পরিশ্রমী পিঁপড়াদের সঙ্গে কমবেশি সবাই পরিচিত। কিন্তু অনেকে জেনে অবাক হবেন, পিঁপড়ারা কখনো ঘুমায় না।
20/07/2021

পিঁপড়া এমনও🥰
পরিশ্রমী পিঁপড়াদের সঙ্গে কমবেশি সবাই পরিচিত। কিন্তু অনেকে জেনে অবাক হবেন, পিঁপড়ারা কখনো ঘুমায় না।

অপরাধ নেই বললেই চলে🥰নিশীথ সূর্যের দেশ নরওয়ের অভিযোগ করার কিছু নেই। নরওয়ে বললে নোবেল শান্তি পুরস্কারের কথাও মনে আসে। রাজধ...
19/07/2021

অপরাধ নেই বললেই চলে🥰
নিশীথ সূর্যের দেশ নরওয়ের অভিযোগ করার কিছু নেই। নরওয়ে বললে নোবেল শান্তি পুরস্কারের কথাও মনে আসে। রাজধানী অসলোতে রয়েছে ‘নোবেল পিস সেন্টার’৷ সেখানে শান্তিতে নোবেলজয়ীদের বিশেষভাবে স্মরণ করা হয়। অসলোর গ্র্যান্ড হোটেলের ঝুল বারান্দায় দাঁড়িয়ে দর্শকদের অভিনন্দন গ্রহণ করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা।

সবচেয়ে বৃহৎ গাছ জানি কী🥰পৃথিবীর সবচেয়ে বড় জীবিত গাছের বয়স ২ হাজার বছর!জেনারেল শেরম্যান হলো পৃথিবী গ্রহের সবচেয়ে বৃহৎ...
19/07/2021

সবচেয়ে বৃহৎ গাছ জানি কী🥰
পৃথিবীর সবচেয়ে বড় জীবিত গাছের বয়স ২ হাজার বছর!
জেনারেল শেরম্যান হলো পৃথিবী গ্রহের সবচেয়ে বৃহৎ জীবিত বৃক্ষের নাম। এর বয়স প্রায় দুই হাজার বছর। এটি ২৭৪ দশমিক ৯ ফুট লম্বা।

বাংলাদেশের বৃহত্তম ঈদগাহ মাঠ।কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শ...
17/07/2021

বাংলাদেশের বৃহত্তম ঈদগাহ মাঠ।
কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। ... বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরের "গোর-এ-শহীদ বড় ময়দানের" পর দ্বিতীয় সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় এখানে। এ ময়দানের বিশাল জামাত গৌরবান্বিত ও ঐতিহ্যবাহী করেছে কিশোরগঞ্জকে।

তিমি কী মাছ নাকি মাছ নাহ🙄তিমি সিটাসিয়া বর্গভুক্ত জলজ স্তন্যপায়ী যারা না ডলফিন না শুশুক। যদিও তিমিকে প্রায়ই তিমি মাছ ব...
16/07/2021

তিমি কী মাছ নাকি মাছ নাহ🙄
তিমি সিটাসিয়া বর্গভুক্ত জলজ স্তন্যপায়ী যারা না ডলফিন না শুশুক। যদিও তিমিকে প্রায়ই তিমি মাছ বলা হয়, এরা কিন্তু মোটেও মাছ নয়, বরং মানুষের মতই স্তন্যপায়ী প্রাণী।তিমিকে আরেকটি কারণেও মাছ বলা যায় না। সেটি হল, মাছেদের শ্বাস নেওয়ার জন্য ফুলকা থাকে, কিন্তু তিমির শ্বাস নেওয়ার জন্য থাকে ফুসফুস। 🥰

Address

Gaibandha
Rangpur

Telephone

+8801783503448

Website

Alerts

Be the first to know and let us send you an email when NOTE BOOK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NOTE BOOK:

Videos

Share