সিনে বাংলা জগৎ

  • Home
  • সিনে বাংলা জগৎ

সিনে বাংলা জগৎ বাংলা সিনেমা, নাটকসহ আপনার পছন্দের তারকার সকল আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন

আহা, নায়িকা কাল একটু বাক স্বাধীনতার চর্চা করেছিলো আর আজকেই এই অবস্থা! পুরাতন মামলায় একদম সঠিক সময়ে সঠিক পরোয়ানা আদালত ধর...
26/01/2025

আহা, নায়িকা কাল একটু বাক স্বাধীনতার চর্চা করেছিলো আর আজকেই এই অবস্থা! পুরাতন মামলায় একদম সঠিক সময়ে সঠিক পরোয়ানা আদালত ধরিয়ে দিলো।

চারদিকে যা হচ্ছে কিছুই বলার নেই।

আচ্ছা মাহিয়া মাহি জাজ মাল্টিমিডিয়া ছাড়ার মূল  কারন কি? আর ছাড়ার পর জাজ মাল্টিমিডিয়া চাইলেই তো পরিমনিকে নিয়ে সিনেমা বানান...
25/01/2025

আচ্ছা মাহিয়া মাহি জাজ মাল্টিমিডিয়া ছাড়ার মূল কারন কি? আর ছাড়ার পর জাজ মাল্টিমিডিয়া চাইলেই তো পরিমনিকে নিয়ে সিনেমা বানানো কন্টিনিউ করতে পারতো কারন মাহিয়া মাহি পরিমনি দুইজনেই সৌন্দর্যে কেউ কারোর চেয়ে কম নয়। জাজের সাথে পরিমনির একটামাত্র সিনেমা হয়েছে "র ক্ত"।

অভিনয়ের কথা বাদ দিলাম, কিন্তু মুভি পাব্লিসিটির ক্ষেত্রে গান অনেক বড় একটা ফ্যাক্টর। খেয়াল করে দেখবেন ইউটিউবে পরিমনির অন্য সব সিনেমার গানের ভিউজ কিন্তু বেশ ভালোই।
জাজ মাল্টিমিডিয়া চাইলেই শাকিব খান আর পরিমনিকে নিয়ে আরো কমার্শিয়াল মুভি বানাতে পারতো।

মাহি জাজ মাল্টিমিডিয়া ছাড়ার পর থেকে জাজ অনেকটাই ডাউনফলে গিয়েছে।©

24/01/2025

শুভ জন্মদিন " সালাউদ্দিন লাভলু"

ছোট পর্দায় বিখ্যাত পরিচালক সালাউদ্দিন লাভলু। তিনি টিভিতে অসংখ্য কালজয়ী নাটক সিরিয়াল পরিচালনা করেন। তারপর ২০০৫ সালে "মোল্লা বাড়ির বউ" নামে একটি সিনেমা বানান যেটাতে নাম ভুমিকায় অভিনয় করে শাবনূর। শাবনূর ওনার খুবই প্রিয় অভিনেত্রী। তাই প্রায় সময়ই শাবনূরের ছবির পোস্টার, গানের লিরিক, ছবির সিকোয়েন্স তার নাটকে দেখা যায়। লাভলুর অনেক ইচ্ছা ছিলো শাবনূরকে নিয়ে আরও সিনেমা বানানোর বাট হয়নি। এখনও যেহেতু ওনি কাজ করতেছে সুতরাং চাইলেই শাবনূরকে নিয়ে ক্লাসিক সিনেমা বানাতে পারে।
যাহোক আজ সালাউদ্দিন লাভলুর জন্মদিন। আজকের এই বিশেষ দিনে ওনার জন্য শুভেচ্ছা রইলো ওনি ভালোথাকুক

শিল্পী সমিতিতে আজীবনের জন্য বহিষ্কার নায়িকা নিপুণ। এই খুশিতে আমেরিকায় ডিগবাজি দিলেন জাতির ক্রাস জায়েদ খান
23/01/2025

শিল্পী সমিতিতে আজীবনের জন্য বহিষ্কার নায়িকা নিপুণ। এই খুশিতে আমেরিকায় ডিগবাজি দিলেন জাতির ক্রাস জায়েদ খান

দুদিন আগের 'গ্লোবার স্টার' এওয়ার্ডে ৮০ দশকের সুপারহিট নায়িকা রোজিনা।
22/01/2025

দুদিন আগের 'গ্লোবার স্টার' এওয়ার্ডে ৮০ দশকের সুপারহিট নায়িকা রোজিনা।

তাঁর সিনেমায় বহুবার উঠে এসেছে বঞ্চিত নি/পীড়িত মানুষের কথা। বঞ্চিত মানুষের কথা সিনেমার পর্দায় সুনিপুণভাবে তুলে ধরে জয় ...
21/01/2025

তাঁর সিনেমায় বহুবার উঠে এসেছে বঞ্চিত নি/পীড়িত মানুষের কথা। বঞ্চিত মানুষের কথা সিনেমার পর্দায় সুনিপুণভাবে তুলে ধরে জয় করে নিয়েছিলেন সবার মন। হয়ে উঠেছিলেন জনতার নায়ক। তিনি আসলাম তালুকদার মান্না। ঢালিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল নায়ক। যিনি ‘মান্না’ নামেই ভক্তদের কাছে পেয়েছিলেন পরিচিতি।

সামাজিক, রোমান্টিক, অ্যাকশন সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে মান্না এখনো ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল। টং ঘরের চা দোকানে এখনো তাঁর সিনেমা দলবেঁধে দেখে ভক্তরা।©

বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় খল অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম,বিশেষ করে সাপুড়ে চরিত্রে তিনি ছিলেন অনবদ্য।প্রথম ছবি স্বরলিপি,এ...
15/01/2025

বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় খল অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম,বিশেষ করে সাপুড়ে চরিত্রে তিনি ছিলেন অনবদ্য।

প্রথম ছবি স্বরলিপি,এর পর নায়ক হিসেবে অভিনয় করে বিখ্যাত ছবি 'অরুণোদয়ের অগ্নিসাক্ষী' ছবিতে। 'বন্দুক' ছবির মাধ্যমে প্রথম খল চরিত্রে অভিনয় করেন,এরপর নিয়মিতভাবে খল চরিত্রে অভিনয় করে গেছেন।আশি ও নব্বই দশকে খল চরিত্রে তিনি বেশ আলোচিত ছিলেন,বিশেষ করে জসিমের সাথে দ্বৈরথ ভাব দর্শকরা বেশ উপভোগ করেছিলেন।শোনা যায়,আশির দশকে উনাকে অনেকে ভারতের অভিনেতা অমরেশ পুরির সাথে তুলনা করতেন।ক্যারিয়ারে উল্লেখযোগ্য ছবি ক্ষতিপূরণ,মোহনা,তিনকন্যা,মহানায়ক,নাগ নাগিনীর প্রেম,শীষ নাগ,রুপসী নাগিন,রাজনন্দিনী,কেয়ামত থেকে কেয়ামত,দেনমোহর,মহেশখালীর বাঁকে,শেষ খেলা,শাস্তি,মেঘের কোলে রোদ, মিস ললিতা,চাওয়া থেকে পাওয়া,বিষে ভরা নাগিন অন্যতম।শিল্পী সমিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক দুই পদেই দায়িত্ব পালন করেছিলেন।বেশকিছু নাটক নির্মান করেছিলেন।উনার এই দীর্ঘ ক্যারিয়ারে এখনো জাতীয় পুরস্কার পান নি।©

তবে কি শাবনূর কলকাতার শ্রীলেখা বা স্বস্তিকাকে অনুসরণ করছে?পিক টাইমে ক্লিভেজ না দেখালেও বয়স্ক শাবনূর হরহামেশেই হট লুকে হা...
14/01/2025

তবে কি শাবনূর কলকাতার শ্রীলেখা বা স্বস্তিকাকে অনুসরণ করছে?
পিক টাইমে ক্লিভেজ না দেখালেও বয়স্ক শাবনূর হরহামেশেই হট লুকে হাজির হোন।

আমাদের পিচ্চি শাবনূর, ভালোবাসার শাবনূর।কতো কিউট,কতো ইনোসেন্ট  লাগছে দেখতে। একদম ন্যাচারাল বিউটি। তখন কেউ ভাবতেও পারেনি ছ...
13/01/2025

আমাদের পিচ্চি শাবনূর, ভালোবাসার শাবনূর।
কতো কিউট,কতো ইনোসেন্ট লাগছে দেখতে।
একদম ন্যাচারাল বিউটি। তখন কেউ ভাবতেও পারেনি ছোট্ট মেয়েটি একদিন বাংলা সিনেমার অভিনয়ের রানি হবে, দেশসেরা নায়িকা হবে।

নব্বই দশকের জনপ্রিয় ৪ নায়িকার একজন ধরা হয় মৌসুমিকে। এরা চার জনই বানিজ্যিক অফট্রাক সবরকম সিনেমায় কাজ করেই সফল (যদিও পূর্ণ...
11/01/2025

নব্বই দশকের জনপ্রিয় ৪ নায়িকার একজন ধরা হয় মৌসুমিকে। এরা চার জনই বানিজ্যিক অফট্রাক সবরকম সিনেমায় কাজ করেই সফল (যদিও পূর্ণিমা,মৌসুমির প্রায় ছবি নায়ক নির্ভর+ ব্যবসায়ের ক্রেডিট নায়কের)। নব্বইয়ের নায়িকাদের মধ্যে শাবনূরের পর মৌসুমিকে স্থান দেওয়া হয়। সেই সুবাদে মাঝেমধ্যে মৌসুমিকে আলোচনায় দেখা যায়।কিন্তু আমার কথা হচ্ছে যে নায়িকার পর তাকে স্থান দেওয়া হয় সেই শাবনূর প্রথম আলো থেকে যেকোনো জরিপ হওয়া মানেই নিশ্চিত বিজয়ী হওয়া। কিন্তু তার পরে স্থান মৌসুমি যে কিনা তার সমসাময়িক থেকে শুরু করে তার জুনিয়র অপু বিশ্বাস এমনকি এই প্রজন্মের কোনো নায়িকার সাথে জরিপ করলেই বিশাল ব্যবধানে তিনি (মৌসুমি) হেরে যান।আজ পর্যন্ত কোথাও দেখলাম না কোনো জরিপে মৌসুমিকে জিততে। এমনকি মৌসুমির ফ্যানপেজধারী বড় পেজ ''মৌসুমি 43'' পেজেও জরিপে হেরে গেলো মৌসুমি (জরিপের ৪ জন নায়িকার মধ্যে মৌসুমির অবস্থান ৪ নাম্বারে)।মৌসুমির জনপ্রিয়তা এমন ভাঁটা কেনো?? একাধিক নায়িকার অপশন থাকলে তাকে কেউ বেছে নেয় না কেনো? তাহলে কি ধরে নেবো মৌসুমির জনপ্রিয়তা নায়ককেন্দ্রীক যেমনটা নিরপেক্ষ দর্শকরা বলে।

কিছুক্ষণ আগে বর্ষীয়ান গুনি অভিনেতা প্রবীন মিত্র মারা গেছেন। একের পর এক গুনিজন আমাদের ছেড়ে চলে যাচ্ছেন খুব খারাপ লাগতেছে।...
05/01/2025

কিছুক্ষণ আগে বর্ষীয়ান গুনি অভিনেতা প্রবীন মিত্র মারা গেছেন। একের পর এক গুনিজন আমাদের ছেড়ে চলে যাচ্ছেন খুব খারাপ লাগতেছে। সৃষ্টিকর্তা ওনাকে স্বর্গবাসী করুক

না ফেরার দেশে চলে গেলেন সত্তর এবং আশি দশকের সুপারহিট নায়িকা এবং নৃত্যশিল্পী অঞ্জনা রহমান।বাংলা চলচ্চিত্র পরিবার আজ শোকাহ...
04/01/2025

না ফেরার দেশে চলে গেলেন সত্তর এবং আশি দশকের সুপারহিট নায়িকা এবং নৃত্যশিল্পী অঞ্জনা রহমান।
বাংলা চলচ্চিত্র পরিবার আজ শোকাহত। আপনার
পরিণীতা’ ও ‘গাঙচিল’ এর অভিনয় দর্শক কখনো ভুলবেনা।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে অঞ্জনা পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক, বাচসাস পুরস্কার পেয়েছেন কয়েকবার। নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি।

রাজধানীর পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন নায়িকা অঞ্জনা রহমান। তার জীবন এখন অনেকটা সংকটে। গত বছরের ডিসেম্বর থেকেই জ্ব...
03/01/2025

রাজধানীর পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন নায়িকা অঞ্জনা রহমান। তার জীবন এখন অনেকটা সংকটে। গত বছরের ডিসেম্বর থেকেই জ্বরে আক্রান্ত হন তিনি। পরবর্তীতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকের পরামর্শে চেকআপের পরে তার রক্তে ইনফেকশন ধরা পড়ে।

এক সপ্তাহের বেশি সময় চিকিৎসা নিলেও কোনো উন্নতি হয়নি অঞ্জনার। পরে বুধবার (১ জানুয়ারি) তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে অঞ্জনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক

দিতি প্রিয় নায়িকা/অভিনেত্রীদের একজন। দিতি বাণিজ্যিক, গল্পনির্ভর সব ধরনের ছবিতে নিজের সাবলীল অভিনয় দিয়ে সমৃদ্ধ একটি ক্যার...
02/01/2025

দিতি প্রিয় নায়িকা/অভিনেত্রীদের একজন। দিতি বাণিজ্যিক, গল্পনির্ভর সব ধরনের ছবিতে নিজের সাবলীল অভিনয় দিয়ে সমৃদ্ধ একটি ক্যারিয়ার গড়েছিল। মৃত্যুর আগে যতদিন সুস্থ ছিল অভিনয় করে গেছে। চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও তার সফল ক্যারিয়ার ছিল। দিতির ইন্টারভিউগুলো এত মার্জিত যে এমনিতেই শ্রদ্ধা চলে আসে। পজেটিভ ইমেজের তারকা ছিল। ব্যক্তিত্ব আর কাজ সব মিলিয়ে কমপ্লিট প্যাকেজ তারকা ছিল দিতি। ব্যক্তিগতভাবে দিতি অভিনীত ছবিগুলোর মধ্যে আমার পছন্দের ছবিগুলো - স্বামী স্ত্রী, চরম আঘাত, অচল পয়সা, সৎ মানুষ, বেঈমানী, হীরামতি, হিংসার আগুন, প্রেমের প্রতিদান, অজানা শত্রু, আজকের হাঙ্গামা, ভাইবন্ধু, আসামী গ্রেফতার, প্রিয়শত্রু, স্নেহের প্রতিদান, দুই জীবন, সুখের ঘরে দুখের আগুন, কাল সকালে।
[সংগৃহীত]

পূজা চেরীই যদি " তান্ডব " সিনেমায় নায়িকা হয় আমি বলবো অবশ্যই ভাল হবে। কারন ডিজিটাল সময়ে মাহি, আঁচলের পরে কমার্শিয়াল সিনেম...
28/12/2024

পূজা চেরীই যদি " তান্ডব " সিনেমায় নায়িকা হয় আমি বলবো অবশ্যই ভাল হবে। কারন ডিজিটাল সময়ে মাহি, আঁচলের পরে কমার্শিয়াল সিনেমার জন্য পূজা পারফেক্ট প্যাকেজ৷ তার অভিনয়ে, কথা বলার স্টাইলে, নাচে একটা নায়িকা নায়িকা এটিটিউড আছে। বেসামাল এবং প্রেমের দোকানদার গানদুটো দেখে বুঝা যায় পূজা বলিউড নায়িকাদের চেয়ে কম নয়। সামনে রায়হান রাফির " তান্ডব" সিনেমায় শাকিব খানের সাথে তাকে দেখা গেলে আর " দুষ্টু কোকিল" এর মতো উড়াধুরা গান থাকলে পূজা চেরীর দারুন একটা কামব্যাক হয়ে যাবে। পূজার অভিনয় নিয়ে সংশয় নেই। পরিচালক হিসেবে রায়হান রাফি হলে তো কথাই নেই।
©তানভীর রাহমান

শাবনূর এমন এক শক্তিশালী অভিনেত্রী, যে তার জাদুকরী অভিনয়ের দ্বারা কমার্শিয়াল ছবিকেও শিল্পে পরিণত করেছে। যারা কমার্শিয়াল...
27/12/2024

শাবনূর এমন এক শক্তিশালী অভিনেত্রী, যে তার জাদুকরী অভিনয়ের দ্বারা কমার্শিয়াল ছবিকেও শিল্পে পরিণত করেছে। যারা কমার্শিয়াল ছবি দেখে নাক সিঁটকানোর সুযোগ খোঁজে শাবনূরের কমার্শিয়াল ছবিগুলো তাদেরকে সে সুযোগ দেবে না।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সিনে বাংলা জগৎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share