Sadekul.shawon

Sadekul.shawon assalamualikum
please support My page

26/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! সাথী সাথী, Mijanur Rahman

06/10/2023

আমার বন্ধুদের বিশেষ সময়ের ছবি 🤭🥲

06/10/2023

Dst ra just chill 😅😅

সবাই এগিয়ে আসি প্রকৃতি রক্ষার্থে❤️❤️
09/06/2023

সবাই এগিয়ে আসি প্রকৃতি রক্ষার্থে❤️❤️

20/04/2023

বিয়াইন তোমার হাসি গো দেইখা।

উৎসাহ পেলে আরো আঁকবো 🤭🤭🤭
18/04/2023

উৎসাহ পেলে আরো আঁকবো 🤭🤭🤭

17/04/2023
09/12/2022

❤️❤️অভিনন্দন প্রিয় টিম ❤️❤️
🇦🇷🇦🇷আর্জেন্টিনা 🇦🇷🇦🇷

কেডি আলম 😂😂
14/11/2022

কেডি আলম 😂😂

কে কোন দলের সাপোর্টার React এ বুজান
11/11/2022

কে কোন দলের সাপোর্টার React এ বুজান

10/11/2022

মাত্র ১০ মিনিট দেরি হওয়ার কারণে কেন্দ্রে ঢুকতে দেয়নি শিক্ষার্থীকে😓😓

ইনি সেই জমিদার অন্নদা মোহন রায় চৌধুরী, যিনি কারমাইকেল কলেজ প্রতিষ্ঠায় ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা দিলেও লিখতে গিয়ে একটি...
18/10/2022

ইনি সেই জমিদার অন্নদা মোহন রায় চৌধুরী, যিনি কারমাইকেল কলেজ প্রতিষ্ঠায় ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা দিলেও লিখতে গিয়ে একটি শূন্য বেশী লিখে ফেলায় তা হয়ে যায় এক লক্ষ টাকা। পরে অবশ্য তিনি অঙ্গীকারকৃত টাকার অংকই (এক লক্ষ) দান করেছিলেন ।

১৯১৩-১৪ সালে রংপুরে একটি প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠার জন্য রংপুর জেলা কালেক্টর জে.এন গুপ্ত সক্রিয়ভাবে উদ্যোগী হয়ে উঠেন। কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য তিনি রংপুর অঞ্চলের রাজা, জমিদার, বিত্তবান ব্যাক্তি ও শিক্ষানুরাগীদের নিয়ে সভা ডাকেন। তার এই উদ্যোগে সাড়া দিয়ে অর্থ প্রদান করেন শীর্ষস্থানীয় জমিদারবৃন্দ। অর্থ সংগ্রহের জন্য ডাকা সভায় একটি মজার ঘটনা ঘটেছিল যা উল্লেখ্য না করলে অসম্পূর্ণ থেকে যাবে এই কলেজের ইতিকথা।

সেদিনের সেই সভায় তৎকালীন দানশীল জমিদার ও বিত্তবান ব্যক্তিবর্গ কে কত টাকা দিবেন তা মুখে বলে অঙ্গীকার করেন এবং কাগজে লিপিবদ্ধ করেন। এক্ষেত্রে টেপার জমিদার তার মুখে উচ্চারিত ১০,০০০ টাকা লিখতে গিয়ে টাকার অংকের জায়গায় ভুল করে ডান পাশে একটি শূন্য বেশী বসিয়ে দিয়েছিলেন। ফলে তার টাকার পরিমাণ দাড়ায় এক লক্ষ টাকা। সভা শেষে সকলের লিখিত টাকার অংক যখন পড়ে শোনানো হচ্ছিল তখন অন্নদা মোহন রায় চৌধুরী (টেপার জমিদার) তার অঙ্গীকারকৃত টাকার অংক শুনে বিচলিত হয়ে পড়েছিলেন। কারও কারও মতে তিনি মূর্ছা গিয়েছিলেন। তবে তিনি কলেজ প্রতিষ্ঠায় অঙ্গীকারকৃত টাকার অংকই দান করেছিলেন । তার এই দানকে স্মরণীয় করে রাখার জন্যই কারমাইকেল কলেজে প্রাচীন স্থাপত্য শৈলীর নিদর্শন দর্শনীয় মূল ভবনের ঠিক মাঝের হল ঘরটির নামকরণ করা হয় তার নামানুসারে। অর্থাৎ “অন্নদা মোহন হল”। সেখানেই কলেজ প্রতিষ্ঠার জন্য যারা অর্থ এবং জমি দান করেছিলেন তাদের সকলের নাম পাথরে খোদাই করে লেখা আছে। ২৮ জন দাতাগণের মধ্যে সর্ব প্রথম নামটিই হলো অন্নদা মোহন রায় চৌধুরী বাহাদুর।

টেপার জমিদারের বাগান বাড়িতেই আজকের সোনালী ব্যাংক দাঁড়িয়ে আছে। রংপুরের অনেক জনহিতকরর কাজের সাথে এই জমিদারের নাম মিশে আছে। যাদের মধ্যে রয়েছে, কারমাইকেল কলেজ ছাড়াও রয়েছে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, টেপা মধুপুর এলাকায় ইংরেজি স্কুল, পোস্ট অফিস, অন্নদানগর রেল ষ্টেশন।

16/10/2022

বন্ধু যখন নতুন নতুন প্রেমে পরে😂😂😂

12/10/2022

বিদায় স্কুল লাইফ 😞😞😞
Ssc batch 2022

10/10/2022

ধোঁকা 😂😂

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Sadekul.shawon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share