
23/09/2024
তুমি পাহাড়ি, তুমি বাংলাদেশের ৬৪ জেলায় যেকোনো সময় যেতে পার, চাকরি করতে পার, পড়ালেখা করতে পার। তাহলে সমতলের আমি কেন তোমার পাহাড়ে ঘুরতে গেলে আর্মির পাহারা লাগে? আমি কেন সেখানে ইচ্ছেমতো ঘুরতে পারিনা? আমি কেন পার্বত্য চট্টগ্রামে যেতে হলে বারৈয়ারহাটে অনেক বাস একসাথে হয়ে বিজিবির কড়া পাহাড়ায় যেতে হয়? তাও আবার বিকেলের মধ্যেই আমাকে ঢুকতে হবে।
তুমি পাহাড়ি, কিন্ত তুমি এদেশের যেকোন জায়গায় থাকতে পার, বাড়ি করতে পার। কিন্ত আমার পাহাড়ে থাকার অধিকার কেন তুমি মান না???