23/07/2025
বাঙালিকে চেতানা/আবেগ দিয়ে উজ্জীবিত করা সহজ। বাঙালি যুক্তি নিয়ে মাথা ঘামাতে চায় না। যুক্তিতে যদি নিজের ধারণা ভুলও হয় তারপরও সে চেতনা / আবেগ দিয়ে সেটা আঁকড়ে ধরে রাখে।
একারণে, বাঙালির রাজনীতি হয়ে ওঠে চেতানা/আবেগ নির্ভর, ধর্মীয় বিশ্বাস হয়ে ওঠে চেতানা/আবেগ নির্ভর, এমনকি শিক্ষাও হয়ে ওঠে চেতানা/আবেগ নির্ভর।
আর তাইতো রাজনীতিবিদরা, ধর্মীয় গুরুরা, শিক্ষা গুরুরা এই চেতানা/আবেগকে সুন্দর করে চালিয়ে দেন বাঙালির উপর। চেতানা/আবেগের পরশে তাকে বশ করা খুব সহজ। সে এই চেতানা/আবেগে বশবর্তী হয়ে সব কিছু বিলিয়ে দিয়েও আনন্দ পায়।
একটা সময় পরে সে এই চেতনা/আবেগকেই যুক্তি মনে করে। এবং আস্তে আস্তে সে যুক্তি দিয়ে যাচাই করার শক্তি হারিয়ে ফেলে।