Bangla waz

Bangla waz সময় হয়েছে ইতিহাসের দেয়া দায়িত্ব
কাধে তুলে নেওয়ার। ✊

যদি আমরা না হই, তাহলে কারা ❓
যদি এখন না হয়, তাহলে কখন ❓

23/07/2025

বাঙালিকে চেতানা/আবেগ দিয়ে উজ্জীবিত করা সহজ। বাঙালি যুক্তি নিয়ে মাথা ঘামাতে চায় না। যুক্তিতে যদি নিজের ধারণা ভুলও হয় তারপরও সে চেতনা / আবেগ দিয়ে সেটা আঁকড়ে ধরে রাখে।

একারণে, বাঙালির রাজনীতি হয়ে ওঠে চেতানা/আবেগ নির্ভর, ধর্মীয় বিশ্বাস হয়ে ওঠে চেতানা/আবেগ নির্ভর, এমনকি শিক্ষাও হয়ে ওঠে চেতানা/আবেগ নির্ভর।

আর তাইতো রাজনীতিবিদরা, ধর্মীয় গুরুরা, শিক্ষা গুরুরা এই চেতানা/আবেগকে সুন্দর করে চালিয়ে দেন বাঙালির উপর। চেতানা/আবেগের পরশে তাকে বশ করা খুব সহজ। সে এই চেতানা/আবেগে বশবর্তী হয়ে সব কিছু বিলিয়ে দিয়েও আনন্দ পায়।

একটা সময় পরে সে এই চেতনা/আবেগকেই যুক্তি মনে করে। এবং আস্তে আস্তে সে যুক্তি দিয়ে যাচাই করার শক্তি হারিয়ে ফেলে।

17/07/2025

ফিলিস্তিন, লেবানন, ইরান, সিরিয়া
পরবর্তী টারগেট তাহলে মিসর??

আপনারা কে ক্ষমতায় যাবেন, যান। আমরা জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চাই। যারা ক্ষমতায় আছেন, দরকার হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর...
11/07/2025

আপনারা কে ক্ষমতায় যাবেন, যান। আমরা জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চাই। যারা ক্ষমতায় আছেন, দরকার হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরও চারটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। কিন্তু আমরা আমাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চাই।

যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, তারা ভোটের আগে জানমালের নিরাপত্তার নিশ্চয়তা দিন। চাঁদাবাজি বন্ধের নিশ্চয়তা দিন, দুর্নীতি বন্ধের নিশ্চয়তা দিন। ভঙ্গ হলে কী করবেন, তার গ্যারান্টি জনগণকে এখন থেকেই দিন।

আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।

জুলাই অভ্যুত্থানে এত রক্ত দিয়ে কী লাভ হল!!

দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে একজন মানুষকে উলঙ্গ করে ইট দিয়ে মাথা থেতলে হত্যা করে তার দেহের উপর নাচানাচি দেখতে হল, এই ২০২৫ সালের এই সময়ে এসে!!

একজন মানুষ এগিয়ে যায়নি। একজন মানুষ বাধা দেয়নি। কী বর্বর আর অসভ্য সমাজ। কী বর্বর জাতি!!

কেয়ামত পর্যন্ত এই জাতিকে কেউ ঠিক করতে পারবে না। কেউ সভ্য ও উন্নত বানাতে পারবে না আমাদের। বসবাসের অযোগ্য এক দেশ।

ভারত কি তাহলে পূর্ব প্রান্তের ইসরায়েল? ২০২৫ সালের এপ্রিল-মে মাসে মাত্র তিন সপ্তাহে ভারতের বিভিন্ন রাজ্যে ১০,০০০টিরও বেশি...
09/07/2025

ভারত কি তাহলে পূর্ব প্রান্তের ইসরায়েল?

২০২৫ সালের এপ্রিল-মে মাসে মাত্র তিন সপ্তাহে ভারতের বিভিন্ন রাজ্যে ১০,০০০টিরও বেশি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে, যার অধিকাংশই মুসলিম-অধ্যুষিত এলাকায়।

সরকার একে “ঝুপড়ি উচ্ছেদ” বা “স্লাম ক্লিয়ারেন্স” হিসেবে ব্যাখ্যা করলেও বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে, এটি একতরফা ও বৈষম্যমূলক দমননীতি।

উল্লেখযোগ্য তথ্য:
২০২২–২০২৩ সালের মধ্যে ১,৫৩,৮২০টি ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে।

৭,৩৮,৪৩৮ মানুষ উচ্ছেদ হয়েছে তাদের বাসস্থান থেকে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এক্ষেত্রে মুসলিম পাড়া-মহল্লাগুলোই বেশি টার্গেট করা হয়েছে।

এতে প্রশ্ন উঠেছে—
🔹 প্রশাসনিক আইন প্রয়োগ কি সকল সম্প্রদায়ের প্রতি সমভাবে হচ্ছে?

🔹 মানবাধিকার ও বসবাসের অধিকার কি ভারতীয় সংবিধান ও আন্তর্জাতিক চুক্তির আলোকে বজায় রাখা হচ্ছে?

অনেক বিশ্লেষক এই ঘটনাগুলোকে "পূর্ব প্রান্তের ইসরায়েল" উপাধি দিয়ে অভিহিত করছেন, যেখানে বিশেষ টার্গেট করা জনগোষ্ঠীকে লক্ষ্য করে অবকাঠামো ধ্বংস ও উচ্ছেদ চালানো হচ্ছে।

সূত্র: TRT
[mh]

09/07/2025

Glজার শিশুরা!

খাবার খেতে বসলে আপনাদের চোখে এই দৃশ্যগুলো ভেসে উঠেনা?🥺🥺

08/07/2025

এরই নাম দুনিয়া 🥲🌸

#ইসলামিক_ভি

প্রায় ৪০ বছর ও ৪০০ মিলিয়ন ডলার ব্যয় করার পর, ভারতের ‘কাবেরী জেট ইঞ্জিন’ প্রকল্প এখন আনুষ্ঠানিকভাবে ব্যর্থ বলে ঘোষণা করা...
03/07/2025

প্রায় ৪০ বছর ও ৪০০ মিলিয়ন ডলার ব্যয় করার পর, ভারতের ‘কাবেরী জেট ইঞ্জিন’ প্রকল্প এখন আনুষ্ঠানিকভাবে ব্যর্থ বলে ঘোষণা করা হয়েছে।

👉 এই ইঞ্জিনটির লক্ষ্য ছিল — ভারতীয় তেজস যুদ্ধবিমানকে দেশীয় প্রযুক্তিতে চালিত করা।

কিন্তু বহু বছরের গবেষণা, উন্নয়ন ও খরচের পরেও ইঞ্জিনটি তেজস বিমানের জন্য প্রয়োজনীয় শক্তি বা মান পূরণ করতে পারেনি।

🔹 ভারতীয় প্রতিরক্ষা শিল্পে ‘স্বনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তি’ অর্জনের পথে এটি একটি ব্যয়বহুল ব্যর্থতা।

উল্লেখ্য, বর্তমানে তেজস যুদ্ধবিমান বিদেশি নির্মিত জেট ইঞ্জিন (GE F404) দিয়ে চালিত হচ্ছে।

03/07/2025

এগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় মিথ্যা?

১। রাশিয়া: আমরা ইউক্রেনের শান্তির জন্য যুদ্ধ করছি
২। আমেরিকা: আমরা বিশ্বের শান্তির জন্য যুদ্ধ করছি
৩। ইসরাইল: আমরা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য যুদ্ধ করছি
৪। ইউরোপ: আমরা বিশ্বের গরিবদের বাঁচাতে লড়াই করছি।
৫। চীন: আমি সবার স্বার্থ রক্ষায় কাজ করছি।
৬। OIC: আমরা ফিলিস্তিনিদের রক্ষায় সব কিছু করছি।

01/07/2025

নিউইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানি:
মোদী এমন একজন ব্যক্তি, যাকে আমাদের নেতানিয়াহুর মতোই দেখা উচিত। তিনি একজন যুদ্ধাপরাধী।
💥💥

gIজায় প্রতিনিয়ত বোম্বিং চলছে। এমনকি ত্রাণ নিতে আসা মানুষরাও এর থেকে রেহাই পাচ্ছে না।Aমেরিকা এক হাতে তার ত্রাণ সংস্থাগুলো...
29/06/2025

gIজায় প্রতিনিয়ত বোম্বিং চলছে। এমনকি ত্রাণ নিতে আসা মানুষরাও এর থেকে রেহাই পাচ্ছে না।

Aমেরিকা এক হাতে তার ত্রাণ সংস্থাগুলো দিয়ে ত্রাণ দেওয়াচ্ছে আবার অন্য হাতে iসরাইলকে দিয়ে মিসাইল মারাচ্ছে।

এই ছবিই তার বাস্তব উদাহরণ।

🥺🥺

28/06/2025

ইরানের বিপ্লবী গার্ডের কুদুস ফর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি আজ তেহরানে জনসম্মুখে এসেছেন।

এর আগে ১২ দিনের যুদ্ধে ইসরাইল তাকে হত্যা করেছে বলে দাবি করেছিল।

28/06/2025

"আমরা যদি সন্তানকে শুধু মেধাবী বানানোর জন্য চেষ্টা করি। তাকে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, বিজ্ঞানী, ইতিহাসবিদ, ভাষাবিদ, ইত্যাদি বানানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করি। তাকে পয়সা উপার্জনের হাতিয়ার বানাই। কিন্তু তাকে যদি সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি, তাকে সেই সঠিক শিক্ষাটা তার শিক্ষা জীবনের শুরু থেকে প্রতি ধাপে ধাপে না দিতে পারি। তাহলে তার ওই মেধা, ওই শিক্ষা একদিন সমাজের অনেক বড় ক্ষতি করবে। যা হাজার হাজার অশিক্ষিত বা কম শিক্ষিত ব্যক্তির ক্ষতির চেয়েও ঢের গুন বেশি।"

- সরোয়ার আলম

Address

Rangpur

Telephone

+8801797471075

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla waz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla waz:

Share