28/12/2025
বুড়া বয়সে একটা মাস্টার্স করার শখ হইছে। কালকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। সন্ধ্যা থেকে একটানা নাকেমুখে পড়তেছি। মেয়ে এসে দেখে যাচ্ছে পড়া বাদ দিয়ে রিলস দেখছি কি না। এইদিকে ছেলে এসে বলে গেল, আগে কি করছি? বললাম ভুল হইছে। ছেলে পিঠ চাপড়ে শান্তনা দিয়ে বলে গেল, 'সমস্যা নাই, আমিও ভুল করি।'😑