Amader Songbad

Amader Songbad Bangla News 24 is one of the most popular online News Portal.

একটাই ঘড়ি, কিন্তু ভেতরে লুকিয়ে আছে ইতিহাস!প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গেছে পরতে Roman Baagh স্টিল-প্লেটেড ঘড়ি।এই ...
25/11/2025

একটাই ঘড়ি, কিন্তু ভেতরে লুকিয়ে আছে ইতিহাস!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গেছে পরতে Roman Baagh স্টিল-প্লেটেড ঘড়ি।
এই ঘড়ির বিশেষত্ব— এর ডায়ালের মধ্যে বসানো আছে ভারতের ১৯৪৭ সালের এক টাকার আসল মুদ্রা।

সময়ের কাঁটা নয়, ইতিহাসই এখানে বলে— “স্বাধীনতার সেই প্রথম বছরের গল্প”।

ইতিহাসে প্রথমবারের মতো ১০০ বছরে বিরল ঘটনা!হিন্দুস্তান টাইমস আজ রূপ নিল “রজনীকান্ত টাইমস” —সমস্ত ফ্রন্ট পেজ উৎসর্গ এক এবং...
25/11/2025

ইতিহাসে প্রথমবারের মতো ১০০ বছরে বিরল ঘটনা!
হিন্দুস্তান টাইমস আজ রূপ নিল “রজনীকান্ত টাইমস” —
সমস্ত ফ্রন্ট পেজ উৎসর্গ এক এবং অদ্বিতীয় সুপারস্টারের প্রতি! 🌟

রজনীকান্তের ৫০ বছরের মহাজয়যাত্রা
নমনে নয়, শ্রদ্ধা ও ভালবাসার স্যালুট! 🙏🔥

সুপারস্টার কা স্টাইল — আজও অনবদ্য, আজও অপ্রতিদ্বন্দ্বী!
✨ থলাইভা ফোরএভার ✨

চমকপ্রদ ঘোষণা!Indian Ocean এর গভীরে ৬,০০০ মিটার ঘন গভীরে পৃথিবীর সর্বোচ্চ গভীরতার উপগহ্বর গবেষণা ল্যাব (under­water lab)...
25/11/2025

চমকপ্রদ ঘোষণা!
Indian Ocean এর গভীরে ৬,০০০ মিটার ঘন গভীরে পৃথিবীর সর্বোচ্চ গভীরতার উপগহ্বর গবেষণা ল্যাব (under­water lab) গড়ার পরিকল্পনা করছে India।
🔍 কী ধরণের ফিচার থাকবে?

এই প্রকল্পটি Deep Ocean Mission–এর অংশ।

প্রথম পর্যায়ে আরও কম গভীরে একটি প্রোটোটাইপ তৈরি হবে, এরপর ধাপে ধাপে ৬,০০০ মিটার হোমের দিকে এগোবে।

লক্ষ্য: সামুদ্রিক জীববিজ্ঞান, মেরুপ্রযুক্তি, উদ্ভাবনী গবেষণা, আলোচনা—সবই একসঙ্গে।
“৬ কিমি গভীরতায় যাত্রা—সমুদ্রের গহীন রহস্য উন্মোচনে ভারতের নতুন অধ্যায়!”

ঘুমিয়েও আয়!— কাজলের স্মার্ট ইনভেস্টমেন্টের দাপটকাজল তাঁর রিটেইল স্পেস ভাড়া দিয়েছেন HDFC Bank-কে।পরবর্তী ৯ বছরে মোট ভাড়া ...
25/11/2025

ঘুমিয়েও আয়!— কাজলের স্মার্ট ইনভেস্টমেন্টের দাপট

কাজল তাঁর রিটেইল স্পেস ভাড়া দিয়েছেন HDFC Bank-কে।
পরবর্তী ৯ বছরে মোট ভাড়া প্রায় ₹৮.৬ কোটি!

মানুষ কাজ করে টাকা আয় করে,
আর কাজল ঘুমিয়েও আয় করছেন—
এটাই স্মার্ট মাইন্ডসেট, এটাই রিয়েল পাওয়ার!

বিশ্বের সবচেয়ে শুষ্ক ভূমির এক কোণে এক অনাবিল রূপান্তর!Atacama Desert, চিলির মরুকোণ, দশ বছর পর আবার ফুলে ফেঁসে উঠেছে — রে...
25/11/2025

বিশ্বের সবচেয়ে শুষ্ক ভূমির এক কোণে এক অনাবিল রূপান্তর!
Atacama Desert, চিলির মরুকোণ, দশ বছর পর আবার ফুলে ফেঁসে উঠেছে — রেকর্ডবিহীন বৃষ্টিতে হাজারো বীজ একসঙ্গে জেগে উঠেছে।

“শুষ্কতার নির্জন রাজ্যে রঙের উৎসব!”
তিন–চার মিলিমিটার বার্ষিক বৃষ্টিপাতে সঙ্ঘবদ্ধ না হলেও, এবার ৪০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি অনেক অঞ্চলে হয়েছে — আর তা ফুলসম মঞ্চে পরিণত হয়েছে।

এই মুহূর্তে মরুপ্রান্তর যেন বিলাসবহুল বাগানে রূপান্তরিত হয়েছে — সূর্য রোদ, ঠাণ্ডা বাতাস ও বৃষ্টি মিলেমিশে সৃষ্টি করেছে এক বিরল চিত্র, যা বহু বছর পর ঘটলো।

বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের লক্ষ্যে ইউনুস সরকারের উদ্যোগে মোট ৬২টি আধুনিক যুদ্ধবিমান, ৬টি সাবমেরিন, এবং স...
25/11/2025

বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের লক্ষ্যে ইউনুস সরকারের উদ্যোগে মোট ৬২টি আধুনিক যুদ্ধবিমান, ৬টি সাবমেরিন, এবং সেনাবাহিনীর জন্য লং রেঞ্জ মিসাইলসহ উন্নত সমরাস্ত্র সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিমান বাহিনীর জন্য উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করার সিদ্ধান্ত সামরিক কাঠামোকে আরও সুদৃঢ় করবে।
এই সামরিক আধুনিকায়ন দেশের আকাশ, স্থল ও নৌ প্রতিরক্ষায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষজ্ঞদের মতে, এমন সাহসী বিনিয়োগ আঞ্চলিক নিরাপত্তা এবং দেশের সার্বভৌম সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোটকথা পাশ্ববর্তী দেশ গুলোর সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হতে চাইলে সামরিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প কিছু নাই ।

বিশেষ করে বর্তমান এ সংঘাত পূর্ণ মায়ানমার সীমান্তের থ্রেড মোকাবেলা করতে সশস্ত্র বাহিনীকে আরো আগেই উন্নত সামরিক সক্ষমতা বাড়ানো উচিত ছিল। যদিও সেটি বিগত একটি দেশের প্রক্সি সরকার এর কারণে সেরকম কিছু হয়নি।

তবে বর্তমানের নেওয়া সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গুলো যেন কোনো ভাবেই থমকে না যায় সে বিষয়টি নিয়ে দেশের জনগণকেই সোচ্চার হতে হবে ।

❌আদিতমারী থানা ওলামা দলের সদস্য সচিব জনাব, আব্দুল হান্নানের পরক্রিয়ার ডকুমেন্টারি  ❌উনি বেশ কিছুদিন ধরে কুমড়ীরহাটের এক ম...
04/11/2025

❌আদিতমারী থানা ওলামা দলের সদস্য সচিব জনাব, আব্দুল হান্নানের পরক্রিয়ার ডকুমেন্টারি ❌

উনি বেশ কিছুদিন ধরে কুমড়ীরহাটের এক মেয়ের সাথে নিয়মিত ভাবে পরক্রিয়া করে আসছেন।
মেয়ের সম্মানার্থে নাম প্রকাশ করলাম না।

ঔ মেয়ের একটি ছেলে সন্তান রয়েছে মেয়েটির স্বামী অনেক দিন কুমড়ীরহাট এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এই নিয়ে অনেক বিচার দিয়েছেন।

মেয়েটির স্বামী বলেন আমাদের বিয়ের ১২ বছর পর একটি ছেলে সন্তান হয়েছে। তার বউ তাকে দুরে ঠেলে দিচ্ছে। সে বলেন আমি ঢাকায় ছিলাম দীর্ঘ দিন সে খান থেকে অনেক টাকা পয়সা রোজগার করে স্রীর কাছে জমা করেছি।

সেই টাকা পয়সা চাইতে গেলে বলে টাকা পয়সা নাই।
সেই টাকা গুলোও হান্নানকে দিয়েছে মেয়েটি।

এলাকার ব্যাক্তিবর্গ অনেক ভাবে হান্নানকে বলার পরেও ও এই পথ থেকে সরছেনা।

মেয়েটির স্বামী প্রায় পাগলের মতো হয়ে এদিক সেদিক ঘুরাফিরা করে এবং কাকে বল্লে এর সমাধান পাওয়া যাবে এই ভেবে।

কুমড়ীরহাট এলাকার অনেকেই হান্নান কে নানান ভাবে হুমকি ধামকি দিয়েও এর প্রতিকার হয়নি। হান্নান সে নিয়মিত ভাবেই ঔ মেয়েকে এদিক সেদিক নিয়ে ঘুরাফেরা করেই চলেছেন।

হান্নানের বাসায় সুন্দরী বউ ও ৪/৫ সন্তানের জনক হয়েও সে এই পরক্রিয়ায় আসক্ত।

মেয়েটির স্বামী বলেন এর প্রতিকার যদি না পাই তাহলে আমি মৃত্যুর পথ বেছে নেয়া ছাড়া আমার আর কোন উপায় থাকবে না।

মেয়েটির স্বামী দীর্ঘ দিন থেকে বিএনপির হাইকমান্ড এর সাথে যোগাযোগ করতে চাচ্ছে বাট হান্নান দলীয় প্রভাবশালী হওয়ায় তাকে নানান ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে এবং থানায় অভিযোগ দিলে তাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। বলেন তুমি যদি থেমে না যাও তাহলে তোমার পিঠের চামড়া তুলে ফেলবো।

মেয়েটির স্বামীকে তার স্রীকে তার কাছে থেকে ছুটিয়ে আনার জন্য বিএনপির হাইকমান্ড ও হান্নানের পরিবারের হস্তক্ষেপ কামনা করেছেন।
তানা হলে তার অকাল মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা করতে পারবেন না।

পরিশেষে, এই মৃত্যুর দায় কে নিবেন??

অ/নৈ/তি/ক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল নেতা মুকুল আটক​লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অ...
02/11/2025

অ/নৈ/তি/ক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল নেতা মুকুল আটক

​লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অ/নৈ/তি/ক কাজে লিপ্ত থাকা অবস্থায় মুকুল নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। স্থানীয় জনতা তাঁকে হাতেনাতে ধরে পরে পুলিশে সোপর্দ করে।
​ঘটনাস্থল: লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন, ৮নং ওয়ার্ড।
​আটককৃত: মুকুল, যিনি যুবদল নেতা হিসেবে পরিচিত।
​ঘটনা: জানা গেছে, মুকুল দুই মহিলার সাথে অ/নৈ/তি/ক কার্যকলাপে জড়িত ছিলেন।
​গ্রেফতার: স্থানীয়রা এই ঘটনা দেখতে পেয়ে মুকুলকে আটক করে। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে হেফাজতে নেয়।
​বর্তমানে আটককৃত যুবদল নেতা মুকুল পুলিশ হেফাজতে রয়েছেন এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

31/10/2025

আনসার খাঁ পুকুরপাড় সংলগ্ন ভয়াভহ রোড এ/ক্সি/ডে/ন্ট ,😓
একজন নিহত হয়েছেন ।
🛑মৃত ব্যক্তি মহিষখোচা কচুমুড়া সাত-আট কালি এলাকায় তার শশুরবাড়িতে বসবাস করতেন বলে জানা যায় ।
মৃত ব্যক্তির নাম আতিক ।
নিজ বাড়ি : চন্ডিমারী ।

আমি ম'দ খাই, আমার লাইসেন্স আছে; ভোররাতে হাজীগঞ্জ চেকপোস্টে গা'জা, ফে'ন'সি ডিল ও ই'য়া'বা সহ আট'ক হওয়া মিরপুরের জুথি  ゚vir...
29/10/2025

আমি ম'দ খাই, আমার লাইসেন্স আছে; ভোররাতে হাজীগঞ্জ চেকপোস্টে
গা'জা, ফে'ন'সি ডিল ও ই'য়া'বা সহ
আট'ক হওয়া মিরপুরের জুথি

゚viralシfypシ゚

লালমনিরহাটের ডিডি অনাস্থা আনায় কর্মচারীদের বিরুদ্ধে  করলেন জিডি!SBNews24নারী কর্মচারীদের কু-প্রস্তাবসহ শিষ্ঠাচার বহির্ভু...
29/10/2025

লালমনিরহাটের ডিডি অনাস্থা আনায় কর্মচারীদের বিরুদ্ধে করলেন জিডি!SBNews24

নারী কর্মচারীদের কু-প্রস্তাবসহ শিষ্ঠাচার বহির্ভুত আচরনে অতিষ্ঠ কর্মচারীরা অনাস্থা জ্ঞাপনে ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরি(জিডি) করেন লালমনিরহাট পরিবার পরিকল্পনার উপ পরিচালক(ডিডি) মোঃ শাহজালাল।

বুধবার(২৯ অক্টোবর) লালমনিরহাট সদর থানায় ১৭৬৮ নং জিডিটি দাখিল করেন ডিডি শাহজালাল।

জিডি ও কর্মচারীদের লিখিত অনাস্থায় জানা গেছে, লালমনিরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক হিসেবে গত ২০২৪ সালের ৮ এপ্রিল যোগদান করেন মোঃ শাহজালাল। যোগদানের পর থেকে সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমত অফিস পরিচালনা করে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন ভাবে হয়রানী ও হেনস্থা শুরু করেন। জিপিএফ, উচ্চতর স্কেল, পিআরএল এবং পেনশনে ফাইল অনুমোদনেও উৎকোচের জন্য হয়রানী করেন। চাহিদামত উৎকোচ পেলে ফাইল অনুমোদন করেন নয়তো নানান অজুহাতে হয়রানী করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ উঠেছে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং মাঠ পরিদর্শনে ইচ্ছাকৃত ভাবে সন্ধ্যাকালিন সময় পর্যন্ত অতিবাহিত করে সুন্দরী নারী কর্মচারীদের উত্তাক্তসহ কু প্রস্তাব দেন ডিডি শাহজালাল। একই সাথে তার ব্যাক্তিগত ফেসবুক পেজে নারী কর্মচারীদের ছবি আপলোড দিয়ে তাদের সংসারে অশান্তি সৃষ্টি করেন।

এ ছাড়াও, অফিসের সভায় তার স্ত্রীসহ আত্নীয় স্বজনদের সাথে রাখেন এবং তাদের সামনে কর্মচারীদের সাথে আন অফিসিয়াল ও শিষ্ঠাচার বহির্ভুত অশোভন আচরন করেন ডিডি। শুধু তাই নয়, নিজের লেখা বিভিন্ন বই কর্মকর্তা কর্মচারীদের ক্রয় করতে বাধ্য করেন। তার কথার বিরোধিতা করলে বদলিসহ শোকজের হুমকী দেন ডিডি শাহজালাল।

উপ পরিচালক শাহজালালের এমন আচরনে অতিষ্ঠ হয়ে গোটা জেলার কর্মকর্তা কর্মচারীরা প্রথমে কয়েক দফায় মৌখিক এবং পরে গত ২৬ অক্টোবর পরিবার পরিকল্পনা রংপুর বিভাগের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে ৭টি অনিয়ম তুলে ধরে ১৮৭ জন কর্মকর্তা কর্মচারী তার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেন।

এ অভিযোগের প্রেক্ষিতে ডিডি শাহজালালকে নিজ অফিসে ডেকে নিয়ে তিরস্কার করেন পরিবার পরিকল্পনার রংপুর বিভাগের পরিচালক। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার গোটা জেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি সাধারন ডায়েরি(জিডি) করেন ডিডি শাহজালাল। যা নিয়ে গোটা জেলায় সমালোচনার ঝড় উঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাতীবান্ধা উপজেলার এক নারী কর্মচারী বলেন, ডিডি স্যার পরিদর্শনে এলে ইচ্ছাকৃত ভাবে সন্ধ্যা করেন এবং উত্ত্যাক্তসহ বিভিন্ন অঙ্গভগ্নি করে কু-প্রস্তাব দেন। তার লোলুপ দৃষ্টিতে তার সামনে যেতে ভয় করে। অল্প বয়সী সুন্দরী কর্মচারীদের ক্ষেত্রে তিনি এমনটাই করেন। প্রতিবাদ করলে বদলিসহ শোকজের হুমকী দেন। পুর্বের স্টেশনগুলোতেও এমন আচরন করায় তাকে শাস্তি বদলি হিসেবে লালমনিরহাটে পাঠিয়েছে।

লালমনিরহাট পরিবার পরিকল্পনার উপ পরিচালক মোঃ শাহজালাল বলেন, পরিদর্শনে গিয়ে কতিপয় কর্মচারীর অনিয়ম পেয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখতে প্রস্তুতি নেয়ায় তারা ক্ষেপে গিয়ে আমার বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছেন। তারা মব সৃষ্টি করে গাড়ি ভাংচুরসহ আমাকে হেনস্থা করার পরিকল্পনা করছে জন্য নিরাপত্তা চেয়ে জিডি করেছি।

লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসার এএসআই নুরীমা বলেন, ডিডি শাহজালালের লিখিত অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

প্রতিদিন এইসব কি চলছে.. ? আমরা প্রশ্ন করবো কার কাছে..? কবে বন্ধ হয়ে আমরা একটা ভালো দিন দেখতে পাবো। কারুর ঘরের মেয়ে, বা...
28/10/2025

প্রতিদিন এইসব কি চলছে.. ? আমরা প্রশ্ন করবো কার কাছে..? কবে বন্ধ হয়ে আমরা একটা ভালো দিন দেখতে পাবো। কারুর ঘরের মেয়ে, বাবা, বোন হাত পা বাধা অবস্থায় কাথি 2 নম্বর ব্লকের জঙ্গল এর মধ্যে - কবে এর থেকে মুক্তি পাবো!
সরকার এবং প্রশাসন হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে যে পর্যন্ত আরো কঠোর না হবে সে পর্যন্ত বাংলার জনগণ কোনদিন এই বাংলার জমিনে জান মালের নিরাপত্তা পাবে না।

Address

Bicone More, Sadar
Rangpur
5403

Alerts

Be the first to know and let us send you an email when Amader Songbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share