17/07/2024
কোটা সুধু যারা এখন চাকরির প্রাথী তাদের সমস্যার কারন না আপনারো সমস্যা কারন। আজ হয়তো আপনার কোন সমস্যা হচ্ছে না কিন্তু কালকেই আপনার ছেলে, আপনার ভাই আপনার বোন আসবে চাকরির মার্কেটে তখন বুঝবেন এই কোটার কারনে কোন মেধাবীই চাকরি পাচ্ছে না।
আরে প্রতি মাসেই হাত খরচের টাকা থেকেই চাকরির জন্য ফরম পুরন করতে। ফি বাবদ ১২০০ টাকা দিয়েও একটা এপ্লিকেশন করতে হয় কখনো তা ছারা নবম গ্রেডের বেশির ভাগ চাকরির ফি ৫০০ থেকে ৬০০ টাকা। এত কিছুর পরেও যদি আমার মেধার মুল্য আমি না পাই তবে আর এ দেশে থেকে কি হবে। এ দেশ মুক্তিযুদ্ধের ছেলে, নাতি-পুতিদের দিয়ে আমরা দেশ ছেরে চলে যাই।