Najmul

Najmul চলো আকাশ ছুয়ে দেখি ❤️

09/11/2025

🌿✨ ১০ নভেম্বর — জীবন নামের এক অন্তহীন যাত্রার আরেকটি মাইলফলক ✨🌿

সময় সত্যিই কত দ্রুত বয়ে যায়!
একদিন যে সকালগুলো ছিল স্বপ্নে ভরা, সেগুলো আজ স্মৃতির পাতায় শুকিয়ে গেছে।
জীবন কখনো থামে না, শুধু মানুষ বদলায়, সম্পর্ক বদলায়,
কিন্তু অনুভবগুলো থেকে যায় — নীরব, গভীর, অথচ অর্থবহ।

আজ যখন পেছনে তাকাই, দেখি—
কত কিছু হারিয়েছি, তবু কিছু না কিছু শিখেছি প্রতিটি হারানোর ভেতর থেকে।
ভালোবাসা পেয়েছি, কষ্টও পেয়েছি,
কিন্তু প্রতিটি অভিজ্ঞতা আমার ভিতরে এক নতুন আলো জ্বালিয়েছে।

বুঝেছি—
মানুষ যত বড় হয়, তত বেশি নীরব হয়ে যায়।
কারণ তখন আর প্রমাণ নয়, বোঝাপড়াই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
হয়তো সময় আমাদের কেড়ে নেয় কিছু মানুষ, কিছু মুহূর্ত,
কিন্তু বদলে দিয়ে যায় এক গভীর উপলব্ধি—
“সব কিছু থাকার নয়, কিছু হারানোও আশীর্বাদ।”

আজ নিজের জন্মদিনে নিজের কাছে একটা প্রতিজ্ঞা —
আমি আর সময়ের পেছনে ছুটবো না,
বরং প্রতিটি মুহূর্তকে আপন করবো।
যারা ছিল, তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো;
যারা নেই, তাদের স্মৃতিকে শ্রদ্ধা করবো।

জীবন ঠিক এমনই—
প্রতিটি বছর একেকটা পাঠ, প্রতিটি ব্যথা একেকটা শক্তি,
আর প্রতিটি নতুন সকাল একেকটা সম্ভাবনা।

নতুন বছরের সূচনায় চাই —
মন যেন আরও শান্ত হয়, হৃদয় আরও নম্র হয়,
আর জীবনের প্রতিটি অভিজ্ঞতা যেন আমাকে আরও মানুষ করে তোলে।

ইনশাআল্লাহ, নতুন আলোয় শুরু হবে নতুন পথচলা 🌸

06/11/2025

যা হচ্ছে হোক, আর কোন অভিযোগ নেই। আমিও দেখতে চাই, আমার ঠিক কতটা সহ্য ক্ষমতা আছে।
শুনেছিলাম ভাগ্যে তার সাথেই খেলা যে ভালো খেলতে পারে।
অপেক্ষায় আছি্,,,,,,আজ না হয় কাল শেষ টা ভালো হবে।
কারন অপেক্ষা কাউকে খালি হাতে ফেরায় না।
ভালো - মন্দ দুই নিয়েই যদি জিবন হয়, তাবে মন্দের শেষ টা তো ভালো হওয়ারি কথা - তাই কি?

01/11/2025

খুব দ্রুত হবে মনে হয় 💓

মা ছাড়া সেভাবে কেউ কখনো বুঝলোই না রাগ, জেদ, অভিমান। দু হাতা ভাত নিলেই পেট ভরে যাবে কি না! মা জানে কখন আমি সহজ হই, মেনি ব...
28/10/2025

মা ছাড়া সেভাবে কেউ কখনো বুঝলোই না রাগ, জেদ, অভিমান। দু হাতা ভাত নিলেই পেট ভরে যাবে কি না! মা জানে কখন আমি সহজ হই, মেনি বিড়ালের মতো তার গায়ে গাল ঘষি।
মা জানে রাতের গাঢ় ঘুম নেই আমার আগের মতো, থেমে যেতে ভয় পাই ইদানিং,, একটা খারাপ দিনের পর মাথায় হাত বুলিয়ে দেওয়া লাগবে কি না!
“আমি তোর পেটে না, তুই আমার পেটে হয়েছিস” বলে কিরম যেন জেনে যায় সবকিছু, যতটা আমারও নিজেকে জানা হয়নি এতকাল!

কোথাও একটা পড়েছিলাম, "ঈশ্বর পৃথিবীর সমস্ত জায়গায় একসাথে থাকতে পারবেন না, তাই তিনি মা-কে পাঠিয়েছেন....."

Ayan Mukherjee Nil

Hey....  #আকাশেরঅলৌকিকতা
18/10/2025

Hey....
#আকাশেরঅলৌকিকতা

14/10/2025

এই যে সব কেমন ঠিক ঠিক মনে হয় #আকাশেরঅলৌকিকতা

এই যে সাদা কালো জীবনের জন্য এত কিছু - মরন তো ডাকছে আমায় 💔
12/10/2025

এই যে সাদা কালো জীবনের জন্য এত কিছু - মরন তো ডাকছে আমায় 💔

তিন জন তিন ধরনের মানুষ,, 🙂 #আকাশেরঅলৌকিকতা
10/10/2025

তিন জন তিন ধরনের মানুষ,, 🙂
#আকাশেরঅলৌকিকতা

01/10/2025

কয়েক মিনিটে সব কেমন এলো মেলো 😭
আল্লাহ রহমত করেন 🤲🤲

30/09/2025

আল্লাহর রহমত ছাড়া মানুষ অসহায়।

সব মেনে নিতে পারলেই জীবন সুন্দর
30/09/2025

সব মেনে নিতে পারলেই জীবন সুন্দর




Address

Rangpur

Telephone

+8801696969696

Alerts

Be the first to know and let us send you an email when Najmul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share