04/01/2025
৪৩তম বিসিএস, বাবা-চাচা, মামার রাজনৈতিক পরিচয়ের কারণে কেন চাকরি থেকে বঞ্চিত হবে: সারজিস
#সারজিস
িসিএসের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া চাকরিপ্রত্যাশীদের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘কোনো চাকরিপ্রার্থী যদি নিজ যোগ্যতায় প্রিলিমিনারি, লিখিত ও ভাইভায় পাস করে সুপারিশপ্রাপ্ত হন এবং যদি পূর্বে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা না থাকে, তাহলে তাঁর বাবা, চাচা, মামা, নানার রাজনৈতিক পরিচয়ের কারণে কেন তাঁকে চাকরি থেকে বঞ্চিত করা হবে? আমি কী করব, সেটা কি আমার চাচা নির্ধারণ করতে পারে কিংবা আমার চাচা কী করবে, সেটা কি আমি নির্ধারণ করতে পারি?’
খবরটি দেখতে চোখ রাখুন job app bd