01/11/2025
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি।
উজ্জীবন প্যান্ট হাউজ,গুপ্তপাড়া,রংপুর-এ জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আগ্রহী ব্যক্তিদের আগামী ০৭/১১/২০২৫ ইং তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত জীবন বৃত্তান্ত প্রদানের জন্য অনুরোধ করা হলো।
শর্তসমূহ:
১/ সেলস/মার্কেটিংয়ে ন্যূনতম ২/৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২/শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচ এস সি পাশ হতে হবে।তবে অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
৩/ মটর সাইকেল চালোনায় পারদর্শী হতে হবে।
পণ্যের ধরণ:
গার্মেন্টস আইটেম (প্যান্ট,শার্ট ও গেঞ্জি)
সেলস/মার্কেটিং এলাকা:
রংপুর বিভাগ (রংপুর বিভাগের সকল জেলা এবং উপজেলা/থানা)
বয়স:
সর্বনিম্ন: ২৫ বৎসর।
বেতন:
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা :
১/ দুই ঈদে দুটি বোনাস প্রদান করা হবে।
২/ মাসিক মোট টার্গেটের অতিরিক্ত বিক্রয় করলে অতিরিক্ত হারে কমিশন প্রদান করা হবে।
৩/ সেলস/মার্কেটিংয়ের প্রয়োজনে অফিস হতে কাভার্ড ভ্যান প্রদান করা হবে।
৪/ অফিস হতে টিএডিএ এবং মোবাইল বিল প্রদান করা হবে।
যোগাযোগের ঠিকানা:
বাসা # ৩৯,
মন্ত্রী রোড, দক্ষণ গুপ্তপাড়া, রংপুর।
মোবাইল: ০১৭২৪-৪২৫৪৮৮,০১৯৪৪-৩৮৬৯৭৪
*** নিয়োগ সংক্রান্ত সকল দায়দায়িত্ব উজ্জীবন প্যান্ট হাউজের। নিয়োগ সংক্রান্ত কোন দায়ভার Shopaxi Online-বহন করবে না।