মুক্তির পয়গাম -Muktir Poygam

মুক্তির পয়গাম -Muktir Poygam মুক্তির পয়গাম -Muktir Poygam, is now the most popular online media from Bangladesh. You are invited to join us. Like, Comment & Share to stay with us.

Welcome to our official page❤️🌹

চাকসুতে জাতীয়তাবাদী গুপ্তদল জহিরুল হক বাবর।জহিরুল হক বাবর আব্দুর রব হলে দাঁড়িয়েছে স্বতন্ত্র প্যানেল থেকে। একদিকে গুপ্ত থ...
11/10/2025

চাকসুতে জাতীয়তাবাদী গুপ্তদল জহিরুল হক বাবর।

জহিরুল হক বাবর আব্দুর রব হলে দাঁড়িয়েছে স্বতন্ত্র প্যানেল থেকে। একদিকে গুপ্ত থেকে নিজেকে স্বতন্ত্র পরিচয় দিচ্ছে অন্যদিকে ফেসবুকে বিএনপির পক্ষে নানারকম প্রচরাণা ও একটিভিজম করছে।

অব্যাহত চাঁ’দাবাজি, ধ’র্ষণ, লুট’তরা’জ, ট্যাগিং ও মি’থ্যাচারের রাজনীতির কারনে শিক্ষার্থীরা যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন তারা ছাত্রদলের কলুষিত রাজনৈতিক পরিচয় ‍গুপ্ত রেখে মুনা’ফে’কির আশ্রয় নিয়ে স্বতন্ত্র পরিচয়ে নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছে।

খেয়াল করে দেখবেন এরা অন্যদের ওপর যে দায় চাপাইতে চায় এর প্রত্যেকটাই এদেরে নিজেদের মধ্যে বিদ্যামান। নিজেদের এই অপকর্ম আড়াল করতেই মূলত এরা দায় চাপানোর এই মুনা’ফেকি রাজনীতি বেছে নিয়েছে।


#গুপ্তদল

পিছনের দেয়াল টা দেখলে বোঝা যাচ্ছে কতটা পরিচ্ছন্ন জায়গায় দীর্ঘ ৩ বছর হুজুর কাটিয়েছেন😅যারা কিছু নাই হতে আমীর হামজাকে নিয়ে ...
11/10/2025

পিছনের দেয়াল টা দেখলে বোঝা যাচ্ছে
কতটা পরিচ্ছন্ন জায়গায় দীর্ঘ ৩ বছর হুজুর কাটিয়েছেন😅

যারা কিছু নাই হতে আমীর হামজাকে নিয়ে গালাগালি করেন তারা একদিন থাকলে বুঝতেন!

আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন!
আমীন!

ফলো করুন 👇

মুক্তির পয়গাম -Muktir Poygam

দাঁড়িপাল্লা- Vote For DariPalla

ইহসান- Ihsan

কি হতে পারে?? আর কোন দলের হতে পারে??
11/10/2025

কি হতে পারে?? আর কোন দলের হতে পারে??

এবার বুঝেন এরা ডাকসুতে নির্বাচিত হলে কি অবস্থা করতো। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী💚✅আলহামদুলিল্লাহ!
11/10/2025

এবার বুঝেন এরা ডাকসুতে নির্বাচিত হলে কি অবস্থা করতো।
নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী💚✅
আলহামদুলিল্লাহ!

আবু ত্বহা আদনানের স্ত্রী চাপের কারণে পূর্বের পোস্টটি ডিলেট করেছিলেন! আজ আবার সকল তথ্য শেয়ার করেছেন! সম্পুর্ন পোস্টটি পড়ু...
11/10/2025

আবু ত্বহা আদনানের স্ত্রী চাপের কারণে পূর্বের পোস্টটি ডিলেট করেছিলেন! আজ আবার সকল তথ্য শেয়ার করেছেন! সম্পুর্ন পোস্টটি পড়ুন👇

-এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ, আর সেলিব্রিটিগণও মেবি এয়ার হোস্টেস ডিজার্ব করে।

আপনাদের উস্তাদ Abu Taw Haa Muhammad Adnan প্রেমে মজেছেন জারিন জেবিন নামক তার ১৫ বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান এয়ার হোস্টেস এর।
তখন উস্তাদ ডেসপারেটলি তাকে চেয়েছিলেন নাকি, তখন তার টাকা নেই বলে পরিবার দেয়নি।
এখন আবার জারিন জাবিন নামক ভদ্র মহিলা ডেসপারেটলি আপনাদের উস্তাদকে চাচ্ছেন।
পুরাতন প্রেম নতুন রূপে, একটু বেশিই ফিলিংসে ডুবেছেন। তারা নিয়মিত চ্যাট বক্সে ফিলিংস আদান-প্রদান সহ ঘন্টার পর ঘন্টা তার যিন্নুরাঈন সেন্টারে বসে বসে ফোনে কথা বলছেন।
আবার সে তার সাথে লঙ ড্রাইভে যাওয়ার ইচ্ছে পোষণ করেন + সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎ করেন।

আসলে আপনাদের দেয়া টাকায় গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যেকোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা। নারী পুরুষ একসাথে ক্লাস নেয়া।
যে কো-এডুকেশন শিক্ষার বিরোধিতা তার জবানে অথচ তারই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধ মেলামেশার বিশাল আয়োজন। বিভিন্ন কোর্সের ক্লাসের নামে চলে মেয়েদের সাথে সরাসরি বসা আর আলোচনা করা, বেটার থেকে বেস্ট কাউকে খুঁজে নেয়া।
(এগুলো থেকে খুব তাকে বিরত রাখতে চেয়ে অস্থির হতাম বিধায় আমাকে তার আশপাশের সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছে, নিজেই চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করে, নানা তোহমত চাপিয়ে দেয়)

যাইহোক আমার বিছানায় বসে প্রেম করেন এ এয়ার হোস্টেস নারীর সাথে তিনি মা শা আল্লাহ।সেন্টারে কাজ আছে বলে রাত ৩টায় বাসায় আসেন এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন।
তিনি যা-ই করেন তা আবার গোপনের ধার ধারেন না, কারণ তিনিই সবচেয়ে বড়।

এছাড়াও এয়ার হোস্টেস জারিন জেবিনের সাথে এঙ্গেজ হওয়ার পূর্বে রংপুরের আরেক মেয়ে যে কিনা তাদের কোনো এক ওমরা প্রতিযোগিতার স্টুডেন্ট ছিলো আবার আলেমাও। আপনাদের উস্তাদ সে মেয়েকে ইফতা পড়াবে তাকে নিয়ে দ্বীনের কাজ করবে,বিয়ে করবে ইত্যাদি কথা দিয়ে তার বাবা ভাইয়ের সাথেও কথা বলেছে।

পরবর্তীতে যখন এই এয়ার হোস্টেসকে পেলো তখন আবার সেই আলেমা মেয়েকে নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে আপনি বিয়ে করে নিন ভালো পাত্র পেলে।
তখন সেই মহীয়সী নারী আবার উস্তাদের প্রেমে পাগল হয়ে ইন্তেজারের পথ বেছে নিয়েছে।
উস্তাদও কথা দিয়েছে বিয়ে করলে তাকেই করবে।

এমন লিস্ট অভাব নেই।
দেখা যাক ফাইনালি উস্তাদ কার হোন।

আমাকে প্রচন্ড প্রেশার দেয়া হয়েছে এবিষয়গুলোর সাথে একাত্মতা প্রকাশ এর জন্য। অনুকূলে না পেয়ে ২ বছর যাবৎ নানা রকম সিনক্রিয়েট করে তোহমত চাপিয়ে দেয়া হয়েছে।
এমতাবস্থায় মানসিক ও শারীরিকভাবে ফিট ফিল করছিনা বিধায় এবারের অনলাইন তালিম স্থগিত করা হলো।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা চাহেন তো আগামী মাসের প্রথম শনিবার সন্ধ্যা ৭ঃ৩০ ঘটিকায় যথারীতি অনলাইন তালিম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
উসমান আয়িশা সহ আমার জন্য দু'আর দরখাস্ত।
বে-শাক আমি গুনাহগার। রবের ক্ষমার মুখাপেক্ষী। দয়ার মুখাপেক্ষী।

কমেন্টে লিংক দেওয়া হলো!

"সেনাবাহিনীর মানবতাবি*রো-ধী অপ-রাধে যুক্ত সদস্যদের বি*রুদ্ধে আন্তর্জাতিক অ*পরাধ ট্রাইব্যুনাল গ্রে*ফতারি পরোয়ানা জারি করে...
10/10/2025

"সেনাবাহিনীর মানবতাবি*রো-ধী অপ-রাধে যুক্ত সদস্যদের বি*রুদ্ধে আন্তর্জাতিক অ*পরাধ ট্রাইব্যুনাল গ্রে*ফতারি পরোয়ানা জারি করেছে। ঘৃ*ণিত এসব অ*পরা*ধীদের অ*তিস*ত্বর গ্রেফতার করে বিচারের আওয়তায় আনতে হবে। সেনাবাহিনী আমাদের অহংকার। এ বাহিনীকে আমরা ক*লুষ*তা মুক্ত দেখতে চাই।"
- ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম

মুক্তির পয়গাম -Muktir Poygam

দাঁড়িপাল্লা- Vote For DariPalla

ইহসান- Ihsan

মন থেকে বলুন তো! বিগত ১৭ টি বছর ইকামাতে দ্বীনের কথা সবচেয়ে বেশী কে বলেছেন?এবং সবচেয়ে বেশী নির্যাতনের স্বীকার কে হয়েছেন?১...
10/10/2025

মন থেকে বলুন তো!

বিগত ১৭ টি বছর ইকামাতে দ্বীনের কথা সবচেয়ে বেশী কে বলেছেন?
এবং সবচেয়ে বেশী নির্যাতনের স্বীকার কে হয়েছেন?

১। ড. এনায়েতুল্লাহ্ আব্বাসী।

২। মুফতি গিয়াসউদ্দীন আত-তাহেরী।

৩। মুফতি আমির হামজা।

মুক্তির পয়গাম -Muktir Poygam

ইহসান- Ihsan

দাঁড়িপাল্লা- Vote For DariPalla

10/10/2025

আলহামদুলিল্লাহ!
মুক্তি পেয়েছেন বাংলাদেশি শহিদুল আলম পৌঁছেছেন তুরস্কে...

আলহামদুলিল্লাহ! হি*জ-রা*ইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের গর্ব শহিদুল আলম ভাই💝❤️মুক্তির পয়গাম -Muktir Poygam দ...
10/10/2025

আলহামদুলিল্লাহ!
হি*জ-রা*ইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের গর্ব শহিদুল আলম ভাই💝❤️

মুক্তির পয়গাম -Muktir Poygam

দাঁড়িপাল্লা- Vote For DariPalla

ইহসান- Ihsan

আজকের দিনের সেরা ছবি✅❤️নামাজের সুন্দর দৃশ্য💚ছবিটা দেখলেই মাশা-আল্লাহ বলতে ইচ্ছে করে🥰💝 #মাশাআল্লাহমুক্তির পয়গাম -Muktir P...
10/10/2025

আজকের দিনের সেরা ছবি✅❤️
নামাজের সুন্দর দৃশ্য💚
ছবিটা দেখলেই মাশা-আল্লাহ বলতে ইচ্ছে করে🥰💝
#মাশাআল্লাহ

মুক্তির পয়গাম -Muktir Poygam

ইহসান- Ihsan

দাঁড়িপাল্লা- Vote For DariPalla

জামায়াতের আহ্বানে তুরস্কের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতা ছেড়ে দেশে ফিরেছেন ড.হাফিজুর রহমান।আজকে গাজীপুর ৬ আসনে জামায়াত ইস...
10/10/2025

জামায়াতের আহ্বানে তুরস্কের বিশ্ববিদ্যালয়
থেকে শিক্ষকতা ছেড়ে দেশে ফিরেছেন ড.হাফিজুর রহমান।

আজকে গাজীপুর ৬
আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী দেওয়া
হয়েছে তুর্কী জামায়াতে কেন্দ্রীয় সভাপতি ড.হাফিজুর রহমান কে।

শিবিরের ঘাঁটি মিল্লাতের সাবেক ভিপি ছিলেন হাফিজুর রহমান।

নতুন এবং তরুণ প্রজন্মকে জামায়াত
ধারণ করা শুরু করেছে,এন্ড এইটা গুড মোভ।

জামায়াতের উচিত নতুন
এবং তরুণ প্রজন্ম কে আরোও কানেক্ট করা।

পাশাপাশি হাফিজুর রহমান তরুণ
লেখক,এরদোয়ান দ্যা চেঞ্জ মেকার বইয়ের লেখক।

এন্ড তার লেখা এরদোয়ান দ্যা চেঞ্জ মেকার বইটি
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কে গিফট করেছিলেন।

জামায়াত ক্ষমতায় আসলে তুর্কীর
সাথে জামায়াতের কূটনৈতিক সম্পর্ক আরোও জমবে ভালো।

তরুণ প্রজন্মের ভোটে
জামায়াত এইবার ইতিহাস তৈরি করবে ইনশাআল্লাহ।

তারুণ্যের প্রথম ভোট দাঁড়ি পাল্লার পক্ষে হোক।

আগামীর দিন শুধু সম্ভবনার।
দাঁড়িপাল্লা ✊
ইনশাআল্লাহ ✅

ফলো করুন 👇

মুক্তির পয়গাম -Muktir Poygam

দাঁড়িপাল্লা- Vote For DariPalla

ইহসান- Ihsan

10/10/2025

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে গাজীপুর—৬ আসনে এমপি পদে লড়তে দেশে ফিরলেন
ড. হাফিজুর রহমান ভাই

মুক্তির পয়গাম -Muktir Poygam

দাঁড়িপাল্লা- Vote For DariPalla
🔥❤️🔥

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুক্তির পয়গাম -Muktir Poygam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share