SM Darkness

SM Darkness Assalamu Alaikum Friends How are you all, hopefully everyone is good, one of my new pages, hopefully follow my page.

মেয়েদের ই'ন'ব'ক্সে হি°ন্দুদের পা'তা'নো ক'ঠি'ন ৭ টি ফাঁ*দ!রিপ্লাই দিলেই ফেঁ°সে যাবেন।১. আপু মন ভ|'ঙা আর ম°স°জি°দ ভ|'ঙা স...
06/05/2025

মেয়েদের ই'ন'ব'ক্সে হি°ন্দুদের পা'তা'নো ক'ঠি'ন ৭ টি ফাঁ*দ!
রিপ্লাই দিলেই ফেঁ°সে যাবেন।

১. আপু মন ভ|'ঙা আর ম°স°জি°দ ভ|'ঙা সমান কথা।
২. আপু অ*হং*কা*র করবেন না রিপ্লাই দেন, অ*হং*কা*র পতনের মূল।
৩. আপু আমি ই°স°লা°ম শিখতে চাই প্লিজ রিপ্লাই দেন।
৪. আপনি এতো কঠিন কেন। মানুষকে অ'ব'হে'লা করেন।
৫. যে দ্বী*ন শিখায় সে অনেক নেকি পায় প্লিজ আমাকে শিখান
৬. হা°শ°রে°র মাঠে আমি আপনাকে আ°ট°কে দেবো। বলবো পৃথিবীতে আমাকে দ্বী*ন শিখায় নাই।
৭. কি হবে একটা রিপ্লাই দিলে। আপনার বাবা মা কি এই শিক্ষা দিয়েছে।
আল্লাহ আমাদের বোনদেরকে এসকল নাস্তিকদের চক্রান্ত থেকে হেফাজত করুন আমিন।
সাবধান থাকুন 🙂

"যদি জীবনকে উপভোগ করতে চান, তাহলে ছাত্রাবস্থায় বিয়ে করুন!"এই কথার লজিক কি? দুইটা লজিক দেয়া যাক,লজিক১ঃ আপনি যৌবনের শুরুতে...
05/05/2025

"যদি জীবনকে উপভোগ করতে চান, তাহলে ছাত্রাবস্থায় বিয়ে করুন!"
এই কথার লজিক কি? দুইটা লজিক দেয়া যাক,

লজিক১ঃ আপনি যৌবনের শুরুতেই যদি বিবাহ করেন তাহলে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারবেন। একাকিত্ব কাকে বলে কখনই বুঝতে পারবেন না এবং যৌবনের উপযুক্ত ব্যবহার হবে।
লজিক২ঃ ধরুন আপনি ২১ বছরে বিয়ে করলেন। ২২ বছর বয়সে আপনার ছেলে সন্তান হলো। আপনার যখন ৪০ বছর বয়স সে তখন ১৮। আপনি দুই এক বছরের মাঝেই আপনার কাজের দায়িত্ব তাকে বুঝিয়ে দিয়ে আস্তে আস্তে নিজের দায়িত্ব কমাতে পারবেন ৪০ এর পরেই।

যৌবনেও জীবন উপভোগ করলেন, ৪০ এর পরে বাকি জীবনটাও উপভোগ করলেন। অপরদিকে বিয়েই যদি ৩০ এর পরে হয়। তাহলে সন্তানের ২০ বছর হলে আপনার বয়স হবে ৫০-৫৫!

কোনটাতে লাভ বেশি তা বুদ্ধিমানরা বুঝে ফেলেছেন।

তবে, ছাত্রাবস্থায় বিয়ে করলে স্ত্রী সন্তানের দায়িত্ব নেওয়ার মতো যথাপোযুক্ত মন মানষিকতা থাকতে হবে, ভরণপোষণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। মুমিনের জীবন তো অলস হবে না এটাই স্বাভাবিক।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছাত্রজীবনে বিয়ে করার জন্য যথেষ্ট পরিমাণ সাহস লাগবে। আর পরিবারকেও বুঝানোর মত ক্ষমতা লাগবে। তাই লজ্জা করলে সম্ভব না। এই ধরণের লজ্জা আসলে শয়তানের ওয়াসওয়াসা। আপনি চিন্তা করে দেখুন, হারাম রিলেশন করতে আপনার লজ্জা লাগে না অথচ হালালভাবে বিয়ে করতে কেন আপনার লজ্জা লাগবে?! এমন অহেতুক লজ্জা-ভয় দূর করতে আল্লাহর কাছে বেশি বেশি দো'আ ও ইস্তেগফার করে যান। ❣️💝

I've received 42,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
07/12/2024

I've received 42,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

আপনি দাজ্জালের ফেতনা নিয়ে মস্করা করেন! আর আমার নবী ﷺ ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন তার উম্মতদের, “তোমরা চারটা দোয়া ছাড়া নামা...
23/11/2024

আপনি দাজ্জালের ফেতনা নিয়ে মস্করা করেন!
আর আমার নবী ﷺ ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন তার উম্মতদের, “তোমরা চারটা দোয়া ছাড়া নামাজে সালাম ফেরাবে না৷ শেষ বইঠকে, সালাম ফেরানোর আগে- ১. আল্লাহ তুমি আমাকে আমার কবরের আযাব থেকে মুক্ত রেখো,
২. তোমার জাহান্নামের আযাব থেকে মুক্ত রেখো,
৩. জীবন ও মৃত্যুর ফেতনা থেকে হেফাজতে রেখো,
৪. দাজ্জালের ফেতনা থেকে আমাকে হেফাজতে রেখো৷”
[সহিহ বুখারী : ১৩৭৭]

দাজ্জালের ফেতনা কোনো মস্করা না৷ এর ফেতনার ভয়াবহতা আমাদের কল্পনারও বাহিরে৷ একবার শুধু চিন্তা করুন, যেই হারাম জিনিসে আপনার শরীর ছিঃ ছিঃ করে উঠে ঘেন্নায়, সেই জিনিস আপনার নেক্সট জেনারেশন হালাল মনে করলো! আর সেটা স্বাভাবিক হয়ে গেলো সমাজে!

দাজ্জালের ফেতনা কোনো জোকস না৷ আল্লাহ্ আমাদের ফেতনা থেকে হেফাজতে রাখুক৷ আমিন।
- সংগৃহীত ও সম্পাদিত

মেয়েদের সুগন্ধি ব্যবহার করা যাবে কি!
19/11/2024

মেয়েদের সুগন্ধি ব্যবহার করা যাবে কি!

যে মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মানে না সেই মেয়ে আমার যোগ্যতা রাখে না ।
18/11/2024

যে মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মানে না সেই মেয়ে আমার যোগ্যতা রাখে না ।

Followযাকে বিয়ে করবেন পুরোটা জীবন সে সুন্দরী লাস্যময়ী থাকবেনা এই কথাটা মাথায় নিয়ে এরপর বিয়েতে আগাবেন। সুন্দর, সুশ্রী, বয়...
17/11/2024

Follow

যাকে বিয়ে করবেন পুরোটা জীবন সে সুন্দরী লাস্যময়ী থাকবেনা এই কথাটা মাথায় নিয়ে এরপর বিয়েতে আগাবেন। সুন্দর, সুশ্রী, বয়স কুড়ির সৌন্দর্য তার সারাবছর থাকবেনা। যত দিন যাবে তার বয়স বাড়বে, সঙ্গীর আয়ূ কমবে, জীবনে সৌন্দর্যের সজ্ঞা পাল্টে যাবে। একেক বয়সের সৌন্দর্য একেকরকম এটা যারা মেনে নিতে পারেনা তারা বদ্ধ মূর্খ।

কাচ্চা হবার পর শরীর বলতে আর কখনো কখনো তাকে কাছেও পাবেন এখন মাতৃত্বে, সন্তানের মধ্যে। কেউ কেউ কাঠ হয়, শরীর ভেঙে যায় নয়ত মেদ । এরপর বয়স বাড়লে চুল কমতে Shareথকে ধূসর হতে থাকে, চোখের সমস্যা কত থাকে পরিবর্তন!!

বয়স পুরুষেরও বাড়বে, ইয়া বড় বন্ধু, কুচকানো চামড়া, টাক মাথা কিংবা দাড়ি মোছ পাকা অনেককিছুই হতে পারে। ছাব্বিশ বছরের ইয়াং বয় হয়ে সারাটিজীবন তো থাকা সম্ভব নয়।

এসব ঘটবে, এই পৃথিবীতে আপনার সংসারেই ঘটবে, আপনারই চোখের সামনে। চরিত্র, রুচি এবং নজর ঠিক না থাকলে সেসময় তাকে নাও ভালো লাগতে পারে। তখন ভালো লাগছেনা বললে তো হবেনা! সবকিছু মেনে নিয়েই জীবনে বিয়ের সিদ্ধান্ত নিন। নতুবা বিয়ে করে একজনের জীবন নষ্ট করবার প্রয়োজন নেই।


15/11/2024

কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন।




04/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Eyasfa Jannat, Md Abdul Ahad, ফাবিয়া আনবার রোদ, Md Naim Islam, MI MI

24/01/2024

সুবহানাল্লাহ 🌸💝🖤

Address

Rangpur
1456

Telephone

+8801876446130

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM Darkness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM Darkness:

Share

Category