
03/05/2024
ফেসবুকে হুট করেই কারো সাথে পরিচয়,
তার সাথে হটাৎ চ্যাটিং এর পরিমাণ বেড়ে যায়।
অপরিচিত,একেবারেই অচেনা,
তারপরেও দুইজন দুই জনের সাথে সব কথা শেয়ার করে।
- তুমুল স্পিডে টাইপিং,সাথে সাথে রিপ্লাই,নোটিফিকেশন
চেক জানিয়ে দেয় দুজনই বন্ধুত্ব টা কে উপভোগ করছে খুব।
- তাদের সম্পর্ক টা না প্রেমের,না বন্ধুত্বের! কয়েকদিন...
- কয়েক মাস খুব কথাবার্তা হয়।
- হোক সেটা মেসেজে কিংবা কমেন্টবক্স,
মাঝেমাঝে কমেন্টবক্স টা তো ইনবক্স হয়ে যায়।
- কিন্তু ধিরে ধিরে চ্যাটিংয়ের পরিমান কমতে থাকে!!
- ফ্রেন্ডলিস্টে আস্তে আস্তে নতুন লোকজন আসে!
সেই পুরাতন নামটা!!
-মেসেজ বক্স এ তলানির দিকে চলে যায় আস্তে আস্তে!
- হাজারো ব্যস্ততা,ক্লাস,প্রাক্টিকেল করে ক্লান্ত..!
- কমেন্টবক্স এ আড্ডা জমেনা আর!!
-আস্তে আস্তে সম্পর্ক টা জাষ্ট রিয়েক্ট আদান প্রদান এ চলে যায়।
- কথা হয়না বহুদিন!!
-দুজনেই ভুলে যায়! কিংবা ভুলে না!
- ফেসবুকের On this day জানিয়ে দেয়
গতোবছর এই মানুষটার সাথে কত্তো কথা হতো!
- আজকাল তো আইডি টা চোখেই পড়ে না!
- খোঁজ করলে দেখা যায়
নামের পাশে Add Friend লেখা কিংবা,,,block করা..
-ফ্রেন্ড লিস্টে আইডি টা আছে!
- তবে সেই মানুষটা আগের মতো নেই!
জীবন থেমে থাকে না,
এগিয়ে যায় কথা বলার মতো নতুন নতুন লোকের অভাব নেই!
তবুও,
হাজারো ব্যস্ততার ভিড়ে
সেই পুরাতন মানুষটা কে প্রায়ই নক দিয়ে বলতে ইচ্ছে করে!
-অনেক দিন কথা হয় না,মনে পরে সেই !!!
এটাই তো ভার্চুয়াল! 🥰
কি অদ্ভুত তাই না,
একসময় যার সাথে কথা না বললেই নয়,
আজ সে আমায় চিনে-ই না,এটাই কঠিন বাস্তব💔