Didar Hossain

Didar Hossain আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ (সা:) উম্মত।

কার জনপ্রিয়তা বেশি দেখা যাক?
24/09/2024

কার জনপ্রিয়তা বেশি দেখা যাক?

পুরুষের এক চোখে পরিবার, অন্য চোখে ক্যারিয়ার,তৃতীয় কোন চোখ নেই নিজেকে দেখিবার! পুরুষ বাঁচে অন্যের জন্য 😭পুরুষ সফল হতে চায়...
23/09/2024

পুরুষের এক চোখে পরিবার,
অন্য চোখে ক্যারিয়ার,
তৃতীয় কোন চোখ নেই নিজেকে দেখিবার!
পুরুষ বাঁচে অন্যের জন্য 😭
পুরুষ সফল হতে চায়,
মা-বাবার জন্য!
স্ত্রী-সন্তানদের জন্য!

19/09/2024

কুকরুল বিলে কি পরিমাম মাছ আছে সেটা দেখতে চাইলে পুরো ভিডিওটি দেখনেন।

13/09/2024

বিগত ৫০ বছর যাবৎ দেশের সকল সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে কথিত প্রগতিশীল শক্তি। এরা সব সময়ই ধর্মকে রাষ্ট্রের কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছে।

শুধু তাই নয়, তারা ইনিয়ে-বিনিয়ে বলার চেষ্টা করেছে— উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হলো ধর্ম।

অথচ ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে, তার বড় উদাহরণের নাম মালয়েশিয়া।

তাদের সংবিধানের ৩ (১) ধারায় রাষ্ট্রধর্ম ইসলাম উল্লেখ করে অন্যান্য ধর্মের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে।

সেখানকার মোট জনগোষ্ঠীর ৬০-৬৫% মুসলমান। তার ওপর ভিত্তি করে তারা যদি ইসলামকে রাষ্ট্রের কেন্দ্রে রাখতে পারে, সকল কাজে ইসলামকে ধারণ করে তারা যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, তবে বাংলাদেশে সমস্যাটা ঠিক কোন জায়গায়?

শুধু মালয়েশিয়াই নয়, এমন আরো বহু দেশ রাষ্ট্রধর্মকে স্বীকার করে তার আলোকে দেশ পরিচালনা করে এগিয়ে গেছে।

চোখের সামনে উন্নতির এমন জ্বলজ্যান্ত উদাহরণ থাকার পরও ধর্মই এদেশের প্রগতিশীলদের প্রধান শত্রু।

অথচ যুগের পর যুগ রাষ্ট্র থেকে ধর্মের বিযুক্তি আমাদের দেশকে কী দিয়েছে, কতটুকু উন্নত করেছে, এটা সময়ের বড় প্রশ্ন।

এরচেয়ে যদি রাষ্ট্র পরিচালনায় সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে অগ্রাধিকার দেয়া হতো, তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হতো, যদি তাদের ভেতর এই অনুভব ছড়িয়ে দেয়া যেত যে, তারা বাইরের কেউ নয়, তারা এই দেশের মালিক, তবে দেশের উন্নতি ও অগ্রগতির জন্য তারা সবকিছু উজাড় করে দিত।

এতে দিনশেষে লাভবান হতো আমাদের এই দেশটাই।
Copy: Ahmadullah

04/09/2024

কুকরুল বিলে খারাপ রেজাল্ট শেষ বিকালে এই ব্রিগেড মাছটি ধরা পড়ে ওজন ১২কেজি ৬০০গ্রাম||fishing video




31/08/2024

Fish video||MDH fishing|| kukrulbill fishing Rangpur||fish hunter||rohufishing||mass dorar video🐬🐬🐬

আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ
23/08/2024

আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ

18/08/2024

কুকরুল বিলে রুই মাছের টানে শিকারী দিশেহারা ||kukrulbill Rangpur ||fishing video ||rohu fishing ||

09/10/2023

সামাজিক অবক্ষয়ের পরিমান আঁচ করেছেন??-
সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কোনো স্যারকে দেখলে দ্রুত সাইকেল ব্রেক করে সালাম দিতাম। একদিন ক্লাসে স্যার বলেই ফেললেন -রাস্তায় হঠাৎ দেখলে সাইকেল ব্রেক করার দরকার নাই,যেভাবে আছো সেভাবেই সম্মান প্রদর্শন করবা কেননা ওভাবে দ্রুত সাইকেল ব্রেক+ সালাম দেওয়াতে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের সময় স্যারদের সামনে দেখলে ভয় পেতাম -কিভাবে যে অসম্মান করা হয়ে যায়। আর বর্তমান অবস্থা দেখুন!!!
পরিবার থেকে নৈতিক শিক্ষার অভাব ও মাদকাসক্ত আমাদের সমাজকে গ্রাস করে ফেলছে।
#আসুন আমরা নৈতিক শিক্ষায় আলোকিত হই এবং মাদকমুক্ত সমাজ গড়ি।

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
28/08/2023

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

19/08/2023
16/08/2023

fishing video|কুকরুল বিলে কাতলা মাছ শিকার #মাছ_ধরার_ভিডিও #কুকরুল_বিল

Address

Paker Mohammed Rode Jummapara Rungpur
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Didar Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Didar Hossain:

Share

Category