Ruma-রুমা

Ruma-রুমা শিখতে ভালোবাসি!
(1)

বিজ্ঞানের সঠিক ইতিহাস নিয়ে আমাদের ধারণা খুবই ঠুনকো। যতটুকু জানি, তার মধ্যেও থেকে যায় ভুলের ছড়াছড়ি; অবাঞ্ছিত কিংবা অতিরঞ্...
23/06/2025

বিজ্ঞানের সঠিক ইতিহাস নিয়ে আমাদের ধারণা খুবই ঠুনকো। যতটুকু জানি, তার মধ্যেও থেকে যায় ভুলের ছড়াছড়ি; অবাঞ্ছিত কিংবা অতিরঞ্জিত তথ্যে ভরপুর।কথায় আছে-ইতিহাস আমাদের শেখায়, কিন্তু আমরা ইতিহাস থেকে কিছুই শিখি না। তবে সমস্যা হচ্ছে- আমরা ইতিহাস জানিই না অথবা জানার সময় আমাদের টোটালি নেই। বর্তমান সময়ে আমরা তরুণরা ‘বিজ্ঞানী’ বলতে কেবল কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইনকে বুঝি।
আগেও যে দুনিয়া ছিল, তাদের আগেও যে ইতিহাস রয়েছে-সেটা কখনো আমাদের বিবেকে বাজে না।
বিজ্ঞানের ইতিহাস, ধর্ম ও বিজ্ঞান, এমনকী ইসলামি বিজ্ঞান ও দর্শনের ইতিহাসও বর্তমানে অ্যাকাডেমিক সাবজেক্ট।
পশ্চিমে শত শত গবেষক জীবনভর এসবের ওপর গবেষণা করেন। এদিকে বাংলাদেশে আমরা এই জায়গায় প্রায় পুরোপুরি অজ্ঞ। দুঃখজনকভাবে নিজেদের ইতিহাসে ইন্টেলেকচুয়াল আউটপুট নিয়েও আমাদের জানাশোনা নেই।
আমাদের লিনিয়েজ কোথা থেকে আসছে-তা না জানলে নিজেদের ব্যক্তিত্ব গঠন করব কীভাবে?.বিবেকের এই তাড়না থেকেই যাতে নিদেনপক্ষে কিছু ধারণা অর্জন করা যায়, আমরা তরুণরা যাতে এই বিষয়ে একেবারে অজ্ঞ না হই, সেই চিন্তা থেকে এই ক্ষুদ্র প্রয়াস। মধ্যযুগীয় মুসলিম বিশ্বে বিজ্ঞান, দর্শন নিয়ে পাঠকদের একটা স্বাদ দিতে এই বই।

কেউ দিতো কোক,সিঙ্গাড়া আর কেউ ইহকালিন শান্তি ও পরকালের মুক্তির জন্য দেয় পবিত্র কুরআন শরীফ।।🤍১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপল...
12/05/2025

কেউ দিতো কোক,সিঙ্গাড়া
আর কেউ ইহকালিন শান্তি ও পরকালের মুক্তির জন্য দেয় পবিত্র কুরআন শরীফ।।🤍

১১ মে
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান "মেধাবীদের মুখোমুখি ছাত্রশিবির "।
স্থান : কারমাইকেল কলেজ রংপুর।

With Rangpur Riders – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉
05/05/2025

With Rangpur Riders – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

আলহামদুলিল্লাহ!
22/03/2025

আলহামদুলিল্লাহ!

07/03/2025

আমি হয়তো মানুষ নই
__নির্মলেন্দু গুণ

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায় ।

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মতো দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না ।
কী করে তাও বেঁচে থাকছি, ছবি আঁকছি,
সকালবেলা, দুপুরবেলা অবাক করে
সারাটা দিন বেঁচেই আছি আমার মতে । অবাক লাগে ।

আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো,
বাড়ি থাকতো, ঘর থাকতো,
রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো,
পেটের পটে আমার কালো শিশু আঁকতো ।

আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন ?
মানুষগুলো অন্যরকম, হাত থাকবে,
নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে,
নিকেলমাখা কী সুন্দর চোখ থাকবে
ভালোবাসার কথা দিলেই কথা রাখবে ।

মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো ,
বাবা থাকতো, বোন থাকতো,
ভালোবাসার লোক থাকতো,
হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো ।

আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা
আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত
বেঁচে থাকাটা আর হতো না ।

মানুষগুলো সাপে কা"টলে দৌড়ে পালায় ;
অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই,
অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি ।

বইঃ আপনিই হতে পারেন সৌভাগ্যবতী নারী।
10/02/2025

বইঃ আপনিই হতে পারেন
সৌভাগ্যবতী নারী।

একেক দিন দুঃখ হয় - তারাপদ রায়
06/02/2025

একেক দিন দুঃখ হয়
- তারাপদ রায়

 #বিশ্ব হিজাব দিবসের ইতিকথা২০১৩ সালের পহেলা ফেব্রুয়ারি থেকে বিশ্ব হিজাব দিবস' পালন করা শুরু হয়। নিউইয়র্কের স্থায়ী বাসিন্...
01/02/2025

#বিশ্ব হিজাব দিবসের ইতিকথা

২০১৩ সালের পহেলা ফেব্রুয়ারি থেকে বিশ্ব হিজাব দিবস' পালন করা শুরু হয়। নিউইয়র্কের স্থায়ী বাসিন্দা বাংলাদেশী বংশোদ্ভূদ নাজমা খান নামে এক নারীর ডাকে সর্বপ্রথম শুরু হয় হিজাব দিবস। নাজমা খান হিজাব দিবস পালনের প্রেক্ষাপটে জানান, তিনি যখন হিজাব মাথায় স্কুলে যেতেন তখন অনেকেই ব্যাটম্যান, নিনজা ইত্যাদি সম্বোধন করে তাকে অপমান করতো। আমেরিকার নাইন ইলেভেনের হামলার পর যখন থেকে এ বিদ্ধেষ আরো গাঢ় হয় তখন সন্ত্রাসী' নামে ব্যঙ্গ করা শুরু হয়। সে বিদ্বেষ, বৈষম্যকে দূর করার লক্ষ্যে তিনি বিশ্ব হিজাব দিবসের ডাক দেন। সে সময় অমুসলিম ও মুসলিম নারী যারা সচরাচর হিজাব পরেন না, তিনি তাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন।

ইসলাম কোনো দিবসকে কেন্দ্র করে ফরজ বিধান বা কোনো বিধান পালন করে না। তবে নাজমা খানের এ 'বিশ্ব হিজাব দিবসের' ডাক মূলত হিজাব নামক বিধানকে এক দিন পালন করাকে নির্দিষ্ট করে নয় বরং অমুসলিম ও ইসলাম বিদ্বেষীদের বৈষম্যমূলক আচরণের বিপরীতে ধর্মীয় স্বাধীনতার অধিকারকে সমুন্নত করাই এর মূল উদ্দেশ্য। নাজমা খানের ভাষ্যমতে, 'অমুসলিম নারীরা যদি মাত্র একদিনের জন্য হলেও হিজাব পরেন, তাদের অধিকারকে সম্মান জানিয়ে পাশে এসে দাড়ান তাহলে মুসলিম নারীদের আর এ ধরণের বৈষম্যের শিকার হতে হবে না।" সেই থেকে হাজারো মুসলিম, অনুসলিম নারী পয়েলা ফেব্রুয়ারিতে হিজাব পরিধানের ধর্মীয় এ অধিকারের জন্য সোচ্চার হয়েছেন।
#হিজাব #দিবস #হিজাব

শুভ শীতের সকাল বন্ধুরা।💦🥶রংপুরে তুষারপাত হচ্ছে।
01/02/2025

শুভ শীতের সকাল বন্ধুরা।💦🥶
রংপুরে তুষারপাত হচ্ছে।

যে মেয়েটা বই, মিউজিক, পাহাড়, নদী, আকাশ ভালোবাসে। খালি পায়ে ঝড়া বকুল কুড়াতে আসে। মন খারাপে মিষ্টি করে হাসে। মন ভালোতে বেই...
31/01/2025

যে মেয়েটা বই, মিউজিক, পাহাড়, নদী, আকাশ ভালোবাসে। খালি পায়ে ঝড়া বকুল কুড়াতে আসে। মন খারাপে মিষ্টি করে হাসে। মন ভালোতে বেইক করতে বসে। আর বিকেল বেলার জীবনে নিয়ে আসে সকালবেলার আলো, সে মেয়েটা সুন্দর।

যে মেয়েটা স্বাবলম্বী হতে চায়। কারো সাথে টেক্কা দিতে নয়, কেবল যতটুকু হলে সংসারে কনট্রিবিউট করা যায়, শখ আহ্লাদগুলো নিজের টাকায় পূর্ণতা পায়, ঠিক ততটুকু হতে নিজেকে গড়ায়, স্নিগ্ধ বিবেচনার এই মেয়েটা সুন্দর।

ছাত্র পড়িয়ে এসেও ধ্যান জ্ঞান বাড়াতে যে নিজে পড়তে বসে। কষ্ট আসবে জেনেও স্পষ্ট করে সত্য বলতে আসে। শিরদাঁড়া খাড়া করে ন্যায়ের পাশে থাকে। যুক্তি -রেফারেন্স -বিনয়ের কাছে বাঁকে। নিজেকে একা বা অসহায় লাগলেও পাহাড়ের মতো নির্জনতা বুকে লুকিয়ে রাখে। এই নির্ভীক সাহসী মেয়েটা সুন্দর।

‘ট্রিটস আর গিফট’ নামের ব্যারাম নয়, কেবল আরামের একটা ঘরের স্বপ্ন দেখে। একটু আধটু খুনসুটি, কিছুটা যত্ন, আর অনেকখানি শ্রদ্ধা মেশানো আলাপের সম্পর্ক আঁকে। চাটুকারিতায় গলে না। আত্মসম্মান বিকিয়ে সুখ কিনতে যায় না। বাবলের মধ্যে বসে দুনিয়া মাপে না। ভালো থাকার দায় কারো ওপর চাপে না। গভীর জীবনবোধের এই মেয়েটা সুন্দর।

আর এই মেয়েটাকে রেইজ করেছেন যে নারী, উনি শুধু সুন্দর না, রবীন্দ্রনাথের হৈমন্তীর মতোই আন্ডারলাইনড সুন্দর।🙂

সংগৃহিত।

বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম গ্রহণ করেছেন। আজ জুমার নামাজের পর রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে ...
31/01/2025

বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম গ্রহণ করেছেন।
আজ জুমার নামাজের পর
রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে তিনি শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন।
আলহামদুলিল্লাহ

Address

Dhap
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Ruma-রুমা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share