29/04/2025
🫶কিছু সময় গর্ভধারিনি মা কেও হার মানিয়ে দেয় বাবা 😭সন্তান ভূমিষ্ট হবার পরেই ডাক্তার সাহেব বলেন আপনার সন্তানের শাসকষ্ট, 🥲তাকে অক্সিজেন দিলেও বাচানো জাবেনা, বাবা বলেন ডাক্তার সাহেব তাহলে কি করলে আমার সন্তান বাঁচবে ডাক্তার সাহেব বলেন তাকে সুস্থ করতে হলে সরাসরি অন্য কারো ফুসফুসের সাথে তার ফুসফুসের কানেকশন দিয়ে শ্বাস নেওয়ার ব্যবস্থা করলে হয়তো বাচানো যাবে বাচ্চাটাকে। তখন বাবা আর কোনো কিছু না ভেবে ডাক্তারকে বলেন আমার ফুসফুসের সাথে বাচ্চার ফুসফুসের কানেকশন দিয়ে দেন। ডাক্তার সাহেব অপারেশন করে বাবার ফুসফুসের সাথে বাচ্চার ফুসফুসের কানেকশন দিয়ে দেন এভাবে বাবা তার সন্তানকে সুস্থ করতে এক মাস তার বুকের মাঝে আগলে রেখেছিলেন হাজার কষ্টের মাঝেও একমাস পরে বাবা আর সন্তান দুজনেই আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যান।।।। বাবা-মা আমাদের জন্য ছায়া সরুপ,,, তাদেরকে কখনো কেউ কষ্ট 🥲দিয়েন না,,,, ❤️লাভ ইউ বাবা❤️ লাভ ইউ মা❤️