21/07/2025
💔 এটা কি শুধুই দুর্ঘটনা?
নাকি আমরা ভুলে গেছি—একটা যুদ্ধবিমান, স্কুলের উপর দিয়ে ওড়ার মানে কী?
আমরা উন্নয়ন চাই, শক্তি চাই, কিন্তু নিরাপত্তা চাই না?
শিক্ষাপ্রতিষ্ঠানের উপর দিয়ে ওড়ার অনুমতি কে দেয়?
🕯️ আজকের এই কান্না, যেন কাল ভুলে না যাই।
এই আগুন যেন শুধু ঘর পোড়ায় না,
আমাদের বিবেকও জাগিয়ে তোলে।
🌧️ দোয়া করি, যারা হারিয়ে গেছে—আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন।
যারা পুড়ে গেছে, দগ্ধ হয়েছে—আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য দান করেন।
যারা বেঁচে গেছে—তারা যেন জীবনের এই ক্ষত নিয়েও সাহসী হয়ে বাঁচে।
#আজকের_ত্রাস
#উত্তরা_বিমান_দুর্ঘটনা
#বাংলাদেশ_কাঁদছে
#শিশুর_আত্মচিৎকার
#আমরা_দায়ী
🥲