News24BD-নিউজ২৪বিডি

News24BD-নিউজ২৪বিডি Hello There! Welcome to Our Page. News24BD Is The Most Read Online News portal in Banglade

হারাগাছ মেট্রোপলিটন থানা কর্মরত (এ এস আই) পেয়ারুল রাত ১০.৩০ মিঃ আসামি ধরতে গেয়ে আসামি তাকে ছুরি দিয়ে আঘাত করেপেয়ারুল ভাই...
25/09/2021

হারাগাছ মেট্রোপলিটন থানা কর্মরত (এ এস আই) পেয়ারুল
রাত ১০.৩০ মিঃ আসামি ধরতে গেয়ে আসামি তাকে ছুরি দিয়ে আঘাত করে
পেয়ারুল ভাই এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
সবাই ভাই জন্য দোয়া করেন( আমিন)

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ কর্তৃক ২২৪ (দুইশত চব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার-...
24/08/2021

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ কর্তৃক ২২৪ (দুইশত চব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার
-----------------------------------------------
গত ২৩/০৮/২০২১ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার একটি টহল দল উক্ত থানাধীন দালালহাট (সাবানটারী) সাকিনস্থ জনৈক মোঃ মোহাক্কের আলী (৪৭), পিতা-মৃত আকবর আলী দুদু এর বাড়ীর গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে নীল রংয়ের ৩টি বায়ু রোধক প্যাকেটে আলাদা আলাদা ভাবে বাদামী রংয়ের ৫৩ (তিপান্ন) পিচ, লালচে রংয়ের ১২০(একশত বিশ) পিচ এবং গোলাপী রংয়ের ৫১ (একান্ন) পিচ সর্বমোট (৫৩+১২০+৫১)=২২৪ (দুইশত চব্বিশ) পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার ওজন (২২৪দ্ধ.০১)= ২২.০৪ (বাইশ দশমিক চার) গ্রাম, মূল্য অনুমান (৩০০দ্ধ২২৪)= ৬৭,২০০/-(সাতষট্টি হাজার দুইশত) টাকা, আলামত (২) ১টি রঃবষ বাটন মোবাইল, মডেল রঃ৫৬১৮ঘ যার মূল্য অনুমান ৫,০০/- (পাঁচশত) টাকা উদ্ধারসহ আসামী মোঃ শফিকুল ইসলাম @ শাফি (৬০), পিতা-মৃত আছাদালী মিয়া, মাতা-মৃত হালিমা বেগম, সাং-মায়া বাজার (আদর্শগ্রাম), থানা-হারাগাছ রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করে। পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণী এর ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়।

অবশেষে  রংপুরে প্রশান্তির বৃষ্টি।  #রংপুর #বৃষ্টি
12/08/2021

অবশেষে রংপুরে প্রশান্তির বৃষ্টি।

#রংপুর
#বৃষ্টি

পেটের দায়ে ঢাকায় ছুটছে মানুষ!পেটের দায়ে কর্মস্থল ঢাকার দিকে ছুটছে মানুষ। বৈশ্বিক মহামারী করোনার কারণে দীর্ঘ লকডাউনে বেকা...
31/07/2021

পেটের দায়ে ঢাকায় ছুটছে মানুষ!

পেটের দায়ে কর্মস্থল ঢাকার দিকে ছুটছে মানুষ। বৈশ্বিক মহামারী করোনার কারণে দীর্ঘ লকডাউনে বেকার হয়ে পড়া গার্মেন্টস কর্মী, রিকশা শ্রমিক, কারখানার শ্রমিকরা লকডাউন উপেক্ষা করে স্রোতের মতো নিজ কর্মস্থল ঢাকার দিকে ছুটছে।

গার্মেন্টস ও শিল্প কারখানা খুলে দেওয়ার কারণে করোনার ভয়কে উপেক্ষা করে, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে কর্মজীবী নারী-পুরুষ বাস-ট্রাকে গাদাগাদি করে এবং জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ওঠে কর্মস্থলে যাচ্ছে। উপজেলা প্রশাসন ও পুলিশকে হিমশিম খেতে হচ্ছে লকডাউন মানাতে।

এ বিষয়ে টাঙ্গাইল ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব বলেন, আমরা পুলিশ বাহিনী শতভাগ চেষ্টা করেও লকডাউন মানাতে হিমশিম খেতে হচ্ছে।

পরিবহন বন্ধ, উত্তরবঙ্গ থেকে ফিরছেন মানুষ, পথে ভোগান্তির আর ভোগান্তি!
31/07/2021

পরিবহন বন্ধ, উত্তরবঙ্গ থেকে ফিরছেন মানুষ, পথে ভোগান্তির আর ভোগান্তি!

11/07/2021

Argentina Vs Brazil (1-0) AMAZING Goals by Angel Di Maria Copa America Fina 2021




11/07/2021

পেলে ম্যারাডোনা যা পারেননি, করে দেখালেন মেসি

09/07/2021

নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় জ্বলছে আগুন, নিহত বেড়ে ৫৫


িউজ২৪বিডি

#নিউজ২৪বিডি
#নারায়ণগঞ্জে_অগ্নিকাণ্ড

09/07/2021

শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত এক, আহত অর্ধশত!

#শ্রমিক_পুলিশ_সংঘর্ষ
#সংঘর্ষ
্ধশত




#করোনা
#করোনাভাইরাস
#করোনা_খবর

িউজ২৪বিডি

#নিউজ২৪বিডি

শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত এক, আহত অর্ধশত! #শ্রমিক_পুলিশ_সংঘর্ষ #সংঘর্ষ ্ধশত     #করোনা #করোনাভাইরাস #করোনা_খবর  িউজ২৪বিড...
08/07/2021

শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত এক, আহত অর্ধশত!

#শ্রমিক_পুলিশ_সংঘর্ষ
#সংঘর্ষ
্ধশত




#করোনা
#করোনাভাইরাস
#করোনা_খবর

িউজ২৪বিডি

#নিউজ২৪বিডি

https://www.youtube.com/watch?v=7Gp459BsCpM

াইকে News24BD (নিউজ২৪বিডি) চ্যানেলের প্রতিদিনের জাতীয় আন্তর্জাতিক সংবাদের আয়োজনে স্বাগতম।শ্রমিক-পুল...

https://youtu.be/Ac3P1FPCgCA
07/07/2021

https://youtu.be/Ac3P1FPCgCA

#করোনাসবাইকে News24BD (নিউজ২৪বিডি) চ্যানেলের প্রতিদিনের জাতীয় আন্তর্জাতিক সংবাদের আয়োজনে স্বাগতম।করোনায় র....

07/07/2021

Welcome to our channel NEWS24BD | News_24_BD

#নিউজ২৪বিডি
#বাংলা_নিউজ

05/07/2021
দেশব্যাপী কঠোর লকডাউন আরো এক সপ্তাহ বাড়তে পারে, সিদ্ধান্ত ২-১ দিনের মধ্যে।করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ ...
04/07/2021

দেশব্যাপী কঠোর লকডাউন আরো এক সপ্তাহ বাড়তে পারে, সিদ্ধান্ত ২-১ দিনের মধ্যে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর জন্য সরকারকে পরামর্শ দিয়েছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আর সরকারের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে। সরকারেরও চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা আছে।

এ বিষয়ে দু-এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে।

এদিকে করোনাসংক্রান্ত জাতীয় কমিটি শুরুতেই কঠোর লকডাউন বা শাটডাউন ১৪ দিন বহাল রাখার পরামর্শ দিয়েছিল। কমিটির পরামর্শে গত ১ জুলাই থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। এরই মধ্যে কঠোর বিধিনিষেধের চার দিন কেটে গেছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যু কোনোটিই নিয়ন্ত্রণে আসেনি। বরং রোববার দেশে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে। আক্রান্ত সংখ্যাও সাড়ে ৮ হাজারের বেশি। এ অবস্থায় চলমান বিধিনিষেধ বুধবার মধ্যরাতে শেষ হওয়ার কথা।

এ বিষয়ে রোববার করোনাসংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা: মোহাম্মদ সহিদুল্লাহ গণমাধ্যমকে বলেছেন, ১৪ দিনের শাটডাউনের পরামর্শ দেয়া হয়েছিল। সাত দিনের লকডাউন চলছে। এটা আরো সাত দিন বাড়ানো প্রয়োজন। এটাই বিজ্ঞানসম্মত পন্থা।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। দুই এক দিনের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।





#করোনা
#করোনাভাইরাস
#করোনা_খবর

িউজ২৪বিডি

#নিউজ২৪বিডি

রাজধানীতে প্রয়োজন ছাড়াই রাস্তায়, গ্রেপ্তার ৬১৮!ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের চতুর্থ দিন...
04/07/2021

রাজধানীতে প্রয়োজন ছাড়াই রাস্তায়, গ্রেপ্তার ৬১৮!

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের চতুর্থ দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে। আজ রবিবার ডিএমপির মিডিয়া উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬১ জনকে ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমপি ট্রাফিক বিভাগে জানিয়েছে, ৪৯৬টি গাড়িকে ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে জানান, লকডাউনের চতুর্থদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগ- রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৪৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১২ লাখ ৮১ হাজার টাকা।

করোনাভাইরাস লাগাম টেনে রোধকল্পে গত ১ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ।





#করোনা
#করোনাভাইরাস
#করোনা_খবর

িউজ২৪বিডি

#নিউজ২৪বিডি

দেশে করোনায় শেষ এক হাজার মৃত্যু মাত্র ৮ দিনেদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ১৫ হাজার ছাড়িয়েছে। গত ২৬ জুন করোনায় ম...
04/07/2021

দেশে করোনায় শেষ এক হাজার মৃত্যু মাত্র ৮ দিনে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ১৫ হাজার ছাড়িয়েছে। গত ২৬ জুন করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়িয়েছিল। সর্বশেষ এক হাজার মৃত্যু হয়েছে মাত্র আট দিনে। দেশে চলমান করোনা মহামারিতে এটি দ্রুততম সময়ে এক হাজার মৃত্যুর রেকর্ড।

দেশে করোনায় মৃত্যু ১০ হাজার থেকে ১১ হাজারে পৌঁছেছিল ১০ দিনে, গত ১৫ থেকে ২৫ এপ্রিলে। সর্বশেষ এক হাজার মৃত্যুর আগে, এটিই ছিল দ্রুততম সময়ে এক হাজার রোগী মৃত্যুর রেকর্ড।

মায়ের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দেয়ায় বেঁচে গেল বাচ্চার প্রাণ।দিনের শুরুতে একটা ভালো খবর! হাফসা না...
29/06/2021

মায়ের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দেয়ায় বেঁচে গেল বাচ্চার প্রাণ।

দিনের শুরুতে একটা ভালো খবর!

হাফসা নামের এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে তার বাবা-মা'র আকুল চেষ্টার এই ছবিটা ভাইরাল হয়েছিল। তাদের এই প্রচেষ্টা বিফলে যায়নি, ২৩ দিন বয়সী বাচ্চাটা বেঁচে আছে। মায়ের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় মুখের মুখ লাগিয়ে অক্সিজেন দেয়ায় সে বেঁচে গেছে। এরপর হাসপাতালে এনে তাকে ঘন্টাখানিক নিবিড় চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে। 💚 ও আনন্দে থাকুক, বাবা-মা'র বুক জুড়ে ভরে থাকুক, মানুষের মত মানুষ হয়ে উঠুক! হাফসার জন্য শুভকামনা ও ভালোবাসা! ❤️

চাকরি হারিয়ে ত্ব-হার ব্যাপারে মুখ খুললেন বন্ধু সিয়াম!আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে গত শুক্রবার উদ্ধারে...
27/06/2021

চাকরি হারিয়ে ত্ব-হার ব্যাপারে মুখ খুললেন বন্ধু সিয়াম!

আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে গত শুক্রবার উদ্ধারের পর রংপুর ডিবি পুলিশ দাবি করেছে তিনি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। ত্ব-হা তার দুই সঙ্গী ও গাড়িচালককে নিয়ে বন্ধু সিয়াম ইবনে শরীফের গ্রামের বাড়ি গাইবান্ধার ত্রিমোহনীতে আট দিন ধরে অবস্থান করেন। এ ঘটনার জের ধরে সিয়ামকে চাকরিচ্যূত করেছে মোবাইল কম্পানি। তিনি রংপুরে একটি মোবাইল ফোন কম্পানির মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত ছিলেন।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিয়াম ইবনে শরীফ জানান, ত্ব-হা ইস্যুতে শনিবার তাকে চাকরিচ্যূত করা হয়। তবে এ ব্যাপারে জানার চেষ্টা করা হলেও ওই মোবাইল ফোন কোম্পানির কাউকে পাওয়া যায়নি।

সিয়াম বলেন, আমার বন্ধু আবু ত্ব-হাসহ চারজন গাইবান্ধায় আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল তা আমি জানতাম না। এ কারণে ত্ব-হার নিখোঁজ হওয়ার সংবাদে আমি নিজেও উদ্বিগ্ন ছিলাম এবং তার সন্ধান দাবিতে মানববন্ধন কর্মসূচিতেও অংশ নিয়েছিলাম। পুলিশ ত্ব-হাকে উদ্ধারের পর বিষয়টি জেনেছি। অথচ আমার বিরুদ্ধে অভিযোগ, আমি নাকি তাদেরকে লুকিয়ে রেখে মানববন্ধন করেছি। আসলে এটা মিথ্যা, আমি কিছুই জানতাম না।

তিনি আরো বলেন, ত্ব-হা প্রায়ই আমাদের বাড়িতে যেত। আমাদের একসঙ্গে বেড়ে ওঠার অনেক স্মৃতি আছে। খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের। ত্ব-হা তার স্ত্রীকে নিয়েও আমাদের গ্রামে যেত। আর এবার নাকি সে আমার মাকে অনুরোধ করেছিল, তাদের আশ্রয় দেওয়ার বিষয়টি কাউকে না জানানোর জন্য। বিভিন্নজন আমাকে ভুল বুঝছে। অনেক মিডিয়া আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে আমার মানসম্মানের ক্ষতি হচ্ছে। ত্ব-হার এভাবে আশ্রয় নেওয়া বা আত্মগোপনে যাওয়ার ঘটনাটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মনে করি।

তবে সিয়ামের মা নিশাদ নাহার জানান, ত্ব-হা আমার ছেলে সিয়ামের সঙ্গে রংপুরে এসএসসি পর্যন্ত একসঙ্গে পড়েছে। তারপর দুজন দুই কলেজে পড়ত। কিন্তু একসঙ্গে চলাফেরা করত। তারপর ইউনিভার্সিটিতে পড়াকালীন দুজন একসঙ্গে চলত। এর আগে ত্ব-হা তাদের বাড়িতে অনেকবার এসেছে। সেদিন ত্ব-হা ও তার সঙ্গীরা এই বাড়িতে থাকলেও আশপাশের কেউ জানত না। এমনকি সিয়ামও বিষয়টি জানত না বলে দাবি করেন তিনি।

একই দাবি করেছেন, রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন। ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ১০ জুন রংপুর থেকে ঢাকার পথে রওনা হন আবু ত্ব-হাসহ আব্দুল মুহিত আনসারী, ফিরোজ আলম ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ। ঢাকার গাবতলী পৌঁছলে ত্ব-হার ব্যক্তিগত সমস্যার কারণে সেখান থেকে আবার গাইবান্ধার ত্রিমোহনীতে চলে যান তারা। সেখানে বন্ধু সিয়ামের বাড়িতে অবস্থান করেন। এ সময় বন্ধু সিয়াম বাসায় ছিলেন না।

এদিকে, আবু ত্ব-হাসহ চারজন নিখোঁজ হন বলে অভিযোগ ছিল। আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে বলা হয় গাবতলী থেকে তারা নিখোঁজ হন। এ নিয়ে আবু ত্ব-হার মা আজেদা বেগম রংপুর মহানগর কোতয়ালি থানায় এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা ঢাকার পল্লবী থানায় পৃথক সাধারণ ডায়েরি করেন। এছাড়া গাড়িচালক আমির উদ্দিন ফয়েজের ভাই ফয়সাল রংপুরে আরেকটি সাধারণ ডায়েরি করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন: https://www.kalerkantho.com/online/country-news/2021/06/20/1045138

#আবু_ত্ব_হা_মুহাম্মদ_আদনানকে
#আবু_ত্ব_হা_মুহাম্মদ
#আদনান

মগবাজারে বিষ্ফোরণে মৃত্যু বেড়ে ৭রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে সাতজন হয়েছেন। ঢাকা মহা...
27/06/2021

মগবাজারে বিষ্ফোরণে মৃত্যু বেড়ে ৭

রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে সাতজন হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সাতজনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে বিস্ফোরণটি কী কারণে হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।
আজ রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চারতলা ভবনের নিচে শর্মা হাউজের জেনারেটর বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ১৪০ জন কর্মকর্তা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় আরো অর্ধাশাধিক মানুষ আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফয়সালুর রহমান বলেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণের কথা প্রাথমিকভাবে ধারণা করা হলেও ঠিক কোথায় থেকে বিস্ফোরণ ঘটলো তা তাৎক্ষণিভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণ ভবনটির নিচতলার ভেতরেই ঘটেছে। আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন: https://www.kalerkantho.com/online/national/2021/06/27/1047526





িউজ২৪বিডি

#নিউজ২৪বিডি

সোমবার ভোটে জয়, শুক্রবার সালিসে 'অন্যের স্ত্রী'কে বিয়ে করেন চেয়ারম্যান!স্বামী-স্ত্রীর বিরোধের ঘটনায় সালিস করতে গিয়ে কিশো...
26/06/2021

সোমবার ভোটে জয়, শুক্রবার সালিসে 'অন্যের স্ত্রী'কে বিয়ে করেন চেয়ারম্যান!
স্বামী-স্ত্রীর বিরোধের ঘটনায় সালিস করতে গিয়ে কিশোরী বয়সের অন্যের স্ত্রীকে বিয়ে করলেন চেয়ারম্যান। নিজ স্ত্রীকে প্রভাবশালী চেয়ারম্যান জোর করে বিয়ে করার ঘটনায় ঘুমের অষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী। গতকাল শুক্রবার ঘটনাটি পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নে ঘটে।
বিস্তারিত জানতে ক্লিক করুন: https://www.kalerkantho.com/online/country-news/2021/06/26/1047161





িউজ২৪বিডি

#নিউজ২৪বিডি

সোমবার থেকে কঠোর, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন!দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী সোমবার থেকে সাত দিনের ‘ক...
26/06/2021

সোমবার থেকে কঠোর, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন!

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী সোমবার থেকে সাত দিনের ‘কঠোর লকডাউন’ ঘোষণা দিয়েছে সরকার। এ ছাড়া বৃহস্পতিবার থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন জারি করা হয়েছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

আজ শনিবার রাতে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

বিস্তারিত আসছে.......





িউজ২৪বিডি

#নিউজ২৪বিডি

রাজশাহীতে ৪৫ দিনের শিশু এবার  #করোনায়_আক্রান্ত!কন্যাশিশুটির বয়স মাত্র ৪৫ দিন। নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছে। আজ ...
26/06/2021

রাজশাহীতে ৪৫ দিনের শিশু এবার #করোনায়_আক্রান্ত!

কন্যাশিশুটির বয়স মাত্র ৪৫ দিন। নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে (করোনা ওয়ার্ডে) চিকিৎসাধীন।

শিশুটির নাম আফরিন রহমান। তার পরিবার রাজশাহী নগরের ছোট বনগ্রাম বড় রাস্তার মোড় এলাকার বাসিন্দা। তার বাবা আরিফুর রহমান করোনা পজিটিভ হয়েছেন। তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। মা মাহবুবা খাতুন একাই মেয়েকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন।
আজ সন্ধ্যায় হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে শিশুটির মা প্রথম আলোকে বলেন, গত রোববার তিনি রাজশাহী রেলগেট এলাকায় র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে জানতে পারেন, তার বাচ্চা করোনা পজিটিভ। তখনই বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে বলা হয়েছিল। কিন্তু তিনি বাসায় থেকে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াচ্ছিলেন। গত তিন দিন বাচ্চার খুব সমস্যা হচ্ছে। রাতে ঘুমায় না। বাধ্য হয়ে তিনি খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা বলেন, তাঁদের হাসপাতালে করোনার চিকিৎসা নেই। এরপর তিনি বেসরকারি রয়েল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

িউজ২৪বিডি

#নিউজ২৪বিডি
#করোনা_শনাক্ত
#করোনা

কঠোর লকডাউনের মধ্যেও খোলা থাকবে যেসব অফিস!এবারের লকডাউনের মধ্যে জরুরি কারণ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না বলে জানিয়...
25/06/2021

কঠোর লকডাউনের মধ্যেও খোলা থাকবে যেসব অফিস!

এবারের লকডাউনের মধ্যে জরুরি কারণ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না বলে জানিয়েছে সরকার। এ লকডাউনে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকলেও গুরুত্বপূণ কিছু অফিস খোলা থাকবে।

এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রী প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিধিনিষেধের মধ্যে সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বাজেটের কাজে সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ ব্যাংক শাখা, জাতীয় রাজস্ব বোর্ডসহ কয়েকটি অফিস আগামী ৩০ জুন পর্যন্ত খোলা থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানান, গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে। এছাড়া জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।

এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

প্রসঙ্গত, সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন জারি করার কথা ঘোষণা দিয়েছে সরকার। এর আগে ৩০ জুন পর্যন্ত সাতটি জেলার কঠোর লকডাউন জারি করা হয়।

িউজ২৪বিডি #নিউজ২৪বিডি
#লকডাউন

শক্তভাবে লকডাউন কার্যকর করার পরামর্শ বিশেষজ্ঞদেরদেশে করোনা ভাইরাসে আবারো শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকা...
25/06/2021

শক্তভাবে লকডাউন কার্যকর করার পরামর্শ বিশেষজ্ঞদের

দেশে করোনা ভাইরাসে আবারো শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০৮ জনের মৃত্যু হয়েছে। একদিনের পরিসংখ্যানে এটা দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হলে গত ১৭ এপ্রিল প্রথমবারের মতো দৈনিক মৃত্যু একশ ছাড়িয়ে যায়। টানা তিনদিন একশর উপরে মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর এবং এর মধ্যে ১৯ এপ্রিল ১১২ জনের মৃত্যুর কথা জানানো হয় যা এখন পর্যন্ত দেশে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এরপর গত ২৫ এপ্রিল ১০১ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। সেই হিসাবে গতকাল পঞ্চম দিন একশ জনের উপরে মৃতের তথ্য দেওয়া হলো। দেশে এ পর্যন্ত ১৩ হাজার ৯৭৬ জনের মৃত্যু হলো করোনা ভাইরাসে। বিশেষজ্ঞ চিকিত্সকরা বলেন, স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা অব্যাহত থাকলে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা-উপজেলায় চিকিত্সা সেবার সক্ষমতা বৃদ্ধি করা না হলে সামনে মৃত্যু আরো বাড়বে। সংক্রমণের উপর মৃত্যুর সংখ্যা নির্ভর করে। জেলা-উপজেলায় চিকিত্সা সেবা না পেয়ে রোগীরা সব রাজধানীতে আসছে। আসা-যাওয়ার পথে অনেক মানুষকে তারা সংক্রমিত করছে। এ কারণে ঢাকাকে রক্ষা করা কঠিন হবে। করোনা নিয়ন্ত্রণে লকডাউন শক্তভাবে বাস্তবায়নের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

রাজশাহীতে সর্বাত্মক লকডাউন বাড়লো ৩০ জুন পর্যন্ত

#নিউজ২৪বিডি িউজ২৪বিডি

Address

Rangpur, Dhaka
Rangpur
5400

Telephone

+8801773166955

Website

Alerts

Be the first to know and let us send you an email when News24BD-নিউজ২৪বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share