Apurbo Arif

Apurbo Arif স্বাগতম,
আমাদের পেইজটি শুধুমাত্র বিনোদন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করার উদ্দেশ্যে, সবাই সাপোর্ট করবেন
(1)

আমাদের পেজটিতে সবাই সহযোগিতা করুন লাইক ফলো দিয়েন, আমরা আমাদের পেজটিতে সবসময়ের রোমান্টিক শর্ট ভিডিও দিয়ে থাকি উপকারী টিপস ও দিয়ে থাকি তাই দয়া করে পেজের সাথেই থাকুন

23/08/2025

🌹 অচেনা চেনা মানুষ 🌹

নোভা প্রতিদিন বিকেলে ছাদে বসে সূর্যাস্ত দেখে। আজও লালচে আকাশের দিকে তাকিয়ে ছিল। হঠাৎ পাশের বাসার ছাদে একটি গিটার বাজতে শোনা গেল। সুরটা অদ্ভুত পরিচিত মনে হলো, যেন বহুদিন আগের কোনো স্মৃতি ছুঁয়ে গেল তাকে।

গিটার হাতে দাঁড়িয়ে ছিল অর্ণব—যে কিনা কিছুদিন আগে এই বাসায় উঠেছে। চোখে চশমা, মুখে অদ্ভুত এক শান্ত হাসি। নোভার চোখে চোখ পড়তেই সে হালকা মাথা নুইয়ে অভিবাদন জানাল।

সেদিন থেকে প্রায় প্রতিদিনই তারা ছাদে দেখা করত। নোভা বই পড়তে ভালোবাসত, আর অর্ণব গান বাজাতে। একদিন অর্ণব মজা করে বলল—
“তুমি বই পড়ো, আমি গান বাজাই—দু’জন মিলে একেবারে রোমান্টিক সিনেমার মতো না?”

নোভা হেসে উত্তর দিল,
“সিনেমা যদি হতো, তাহলে শেষটা কেমন হতো জানো?”

অর্ণব কিছুক্ষণ চুপ থেকে গিটারের তারে আলতো করে ছোঁয়া দিল। তারপর ধীরে ধীরে বলল—
“শেষটা হতো... তোমার হাত আমার হাতে, আর আকাশটা আমাদের সাক্ষী হয়ে থাকত।”

নোভার বুকের ভেতরটা কেঁপে উঠল। সূর্য ইতিমধ্যেই ডুবে গেছে, কিন্তু দুজনের চোখে তখনও আলো জ্বলছিল।

সেই দিন থেকেই তাদের দুজনের সন্ধ্যা আর কখনো একা কাটেনি...

22/08/2025

🌸 ভালো পথে চলার উপদেশ 🌸

1. 🌿 সত্য কথা বলুন, কারণ সত্য একদিন প্রমাণিত হবেই।

2. 🌿 অন্যায় লাভের থেকে সামান্য হালাল রিজিক অনেক বরকতময়।

3. 🌿 সময় নষ্ট করবেন না, সময়ই আপনার জীবনের আসল পুঁজি।

4. 🌿 মায়ের দোয়া, নামাজের আমল আর সৎকাজ – এগুলোই আসল সম্পদ।

5. 🌿 ভুল করলে সাথে সাথে তওবা করুন, কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না।

6. 🌿 মানুষকে কষ্ট না দিয়ে সাহায্য করুন, এটাই আপনাকে আসল মানুষ বানাবে।

7. 🌿 সৎ পথে চলা হয়তো কঠিন, কিন্তু শান্তি কেবল সৎ পথেই আছে।

15/04/2023
26/03/2023

কথাগুলো বলার কারণেই রফিকুল ইসলাম মাদানী কে জেলে নিয়ে যাওয়া হয়

16/03/2023

ভালোবাসা এইভাবেই একদিন শেষ হয়ে যায়

14/03/2023

মানুষ এমনভাবে আমার পোস্ট ইগনোর করতেসে...
মনে হচ্ছে ব্রয়লার মুরগির দাম আমি বাড়াইছি!😐😅

08/03/2023

বাড়ির বাহিরে গেলে বউ যখন ফোন দেয়

03/03/2023

জীবনে সফলতা আনতে চাইলে যা করবে।



03/03/2023

সারাদিনে ফলো দেই 500–600
আর ব্যাক পাইলাম 8টা খুব
চুন্দর না ব্যাপারটা

02/03/2023

ফ্রি আছি বন্ধুরা
Follow to follow back

রকেটের গতিতে চলবে ফলো ব্যাক 🔃🔄

Cmnt koren 🌸❤️‍🔥

02/03/2023

ভালোবাসার মানুষের সাথে চলতে ভালোই লাগে

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apurbo Arif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category