23/08/2025
🌹 অচেনা চেনা মানুষ 🌹
নোভা প্রতিদিন বিকেলে ছাদে বসে সূর্যাস্ত দেখে। আজও লালচে আকাশের দিকে তাকিয়ে ছিল। হঠাৎ পাশের বাসার ছাদে একটি গিটার বাজতে শোনা গেল। সুরটা অদ্ভুত পরিচিত মনে হলো, যেন বহুদিন আগের কোনো স্মৃতি ছুঁয়ে গেল তাকে।
গিটার হাতে দাঁড়িয়ে ছিল অর্ণব—যে কিনা কিছুদিন আগে এই বাসায় উঠেছে। চোখে চশমা, মুখে অদ্ভুত এক শান্ত হাসি। নোভার চোখে চোখ পড়তেই সে হালকা মাথা নুইয়ে অভিবাদন জানাল।
সেদিন থেকে প্রায় প্রতিদিনই তারা ছাদে দেখা করত। নোভা বই পড়তে ভালোবাসত, আর অর্ণব গান বাজাতে। একদিন অর্ণব মজা করে বলল—
“তুমি বই পড়ো, আমি গান বাজাই—দু’জন মিলে একেবারে রোমান্টিক সিনেমার মতো না?”
নোভা হেসে উত্তর দিল,
“সিনেমা যদি হতো, তাহলে শেষটা কেমন হতো জানো?”
অর্ণব কিছুক্ষণ চুপ থেকে গিটারের তারে আলতো করে ছোঁয়া দিল। তারপর ধীরে ধীরে বলল—
“শেষটা হতো... তোমার হাত আমার হাতে, আর আকাশটা আমাদের সাক্ষী হয়ে থাকত।”
নোভার বুকের ভেতরটা কেঁপে উঠল। সূর্য ইতিমধ্যেই ডুবে গেছে, কিন্তু দুজনের চোখে তখনও আলো জ্বলছিল।
সেই দিন থেকেই তাদের দুজনের সন্ধ্যা আর কখনো একা কাটেনি...