The Maarif 02

The Maarif 02 পেজটিতে লাইক দিয়ে সাথে থাকুন।

01/05/2025

তোমরা শ্রমিকের মজুরি পরিশোধ করো তার ঘাম শুকানোর আগেই'
(মুহাম্মদ সা:)

05/08/2024

সংখ্যালঘু ধর্মীয় উপাসনালয়ে আপনারা পাহারা দিন,,
কোন ছাত্র, দেশ প্রেমিক আক্রমণ করতে পারে না।
দাঙ্গ বাধানোর ষড়যন্ত্র চলছে,,

13/03/2024

নবী (স) বলেছেনঃ
সিয়ামরত ব্যক্তি ভুলে যদি কিছু খায় বা পান করে ফেলে,তাহলে সে যেন তার সওম পুরা করে নেয়।
কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন।
(বুখারী হা,নং ১৯৩৩,সিয়াম অধ্যায় )

রাসূল(সা.) বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তত করে রেখেছি, যা কখনও কোন চক্ষু দেখেন...
06/02/2023

রাসূল(সা.) বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তত করে রেখেছি, যা কখনও কোন চক্ষু দেখেনি কোন কান শুনেনি এবং কোন অন্তর কখনও কল্পনাও করেনি (বুখারী হাদিস নম্বর-৩২৪৪)

যেখানে দুনিয়ার সৌন্দর্য দেখেই মুগ্ধ আমরা

28/07/2022

প্রাপ্তির শেষ কোথায় ?

⛔বিবাহিত ?
সংসারে অশান্তি । তালাক দিয়ে সব মিটমাট করে ফেলতে ইচ্ছা করে !

⛔অবিবাহিত ?
সারাক্ষণ বিয়ের ভাবনায় দিন কাটে । সঙ্গীকে পাওয়ার স্বপ্নে বিভোর !

⛔ধনী ?
একটু শান্তি আর সুখের খোঁজ কোথা থেকে পাওয়া যায়, তা ভাবতে ভাবতে বিষন্নতায় ডুবে থাকা !

⛔গরীব ?
আরও বেশি অর্থ উপার্জনের পথ খুঁজে ফেরা !

⛔শিশু ?
কবে যে বড় হবো ? সবাই ছোট-ছোট বলে !

⛔প্রাপ্তবয়স্ক ?
ইশ্ ! সেই শৈশবটাকে যদি আবার ফিরে পেতাম !

⛔সন্তানপ্রাপ্ত ?
এইগুলোর যন্ত্রণায় জীবনটা শেষ হয়ে গেল । একটাও মানুষ হলো না । যাদের সন্তান নেই তারাই ভালো আছে !

⛔নিঃসন্তান ?
আল্লাহ্, পৃথিবীর যেকোন কিছুর বিনিময়ে আমাকে সন্তান দাও !

⛔চাকুরীজীবি ?
দিনভর এত খাটুনি আর ভালো লাগে না !

⛔বেকার ?
কবে যে একটা চাকুরী হবে !

⛔বিবাহিত ?
সংসারে অশান্তি । তালাক দিয়ে সব মিটমাট করে ফেলতে ইচ্ছা করে !

⛔অবিবাহিত ?
সারাক্ষণ বিয়ের ভাবনায় দিন কাটে । সঙ্গীকে পাওয়ার স্বপ্নে বিভোর !

⛔ধনী ?
একটু শান্তি আর সুখের খোঁজ কোথা থেকে পাওয়া যায়, তা ভাবতে ভাবতে বিষন্নতায় ডুবে থাকা !

⛔গরীব ?
আরও বেশি অর্থ উপার্জনের পথ খুঁজে ফেরা !

⛔সেলিব্রেটি ?
মুখ লুকাতে ব্যস্ত !

⛔সাধারণ ব্যাক্তি ?
সেলিব্রেটি হওয়ার স্বপ্নে বিভোর !

✔️এই জগতে একমাত্র মৃত্যু ছাড়া মানুষের এই অসীম ইচ্ছা, চাহিদা আর অপূর্ণতাকে দমানোর কোনো শক্তি নেই ।

কাজেই আসুন, যে যেই অবস্থানে আছি الحمد لله বলি, সেখান থেকেই নিজের মনের সর্বোচ্চ প্রশান্তিটা খুঁজে নেয়ার চেষ্টা করি ❤️❤️
দয়াময়, মায়াময়, করুনাময় আল্লাহর শাহী দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি ।
الحمد لله رب العالمين

কেউ এই হাসির কোন মূল্য দিতে পারবে না। খাবার হাতে পেয়ে এক শিশুর হাসি মাখা মুখ ❤️
25/06/2022

কেউ এই হাসির কোন মূল্য দিতে পারবে না।
খাবার হাতে পেয়ে এক শিশুর হাসি মাখা মুখ ❤️

23/06/2022

সিলেটে বন্যার্তদের পাশে আলেম শায়েখরা|Alem Shayek help flood attacked people in Silhet in Bangladesh

চোখের পানি ধরে রাখা যায় না এমন দৃশ্য দেখে। হে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো।
20/06/2022

চোখের পানি ধরে রাখা যায় না এমন দৃশ্য দেখে।
হে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো।

04/06/2022

ধান পেকেছে
কৃষকের মুখে হাসি ফুটেছে।

26/03/2022
25/03/2022

মাশাআল্লাহ,, মাশাআল্লাহ,, এই ছোট্ট ভাইটির জন্য দোয়া রইলো।

27/02/2022

অ্যামাজিং সুন্দরদিঘী!
একটি দিঘীর নামে ইউনিয়ন পরিষদের নাম।
দেখুন সেই দিঘীর পরিচয় ।

Address

Rangpur

Telephone

+8801521375360

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Maarif 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category