মোঃ মামুনুর রশিদ

মোঃ মামুনুর রশিদ মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব,
(1)

08/08/2025
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ: অর্থ: "আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই এবং কোনো ক্ষমতাও নেই।"✈️ উত্তরার আকাশে...
21/07/2025

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ:
অর্থ: "আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই এবং কোনো ক্ষমতাও নেই।"

✈️ উত্তরার আকাশে আতঙ্ক!
আজ দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ট্রেনিং এয়ারক্রাফ্ট উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয়।
বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং চারদিকে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ার কুন্ডলী।

🔥 ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

📍 ঘটনার সময়: আনুমানিক দুপুর ১:৩০
📍 স্থান: মাইলস্টোন কলেজ মাঠ, ডিয়াবাড়ি, উত্তরা
📅 তারিখ: ২১ জুলাই ২০২৫

আসুন, সকলে আহতদের জন্য প্রার্থনা করি। 🙏
আল্লাহ সকলকে হেফাজতে রাখুন।

09/07/2025

‘হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তানদের মধ্য থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদের নেককারদের নেতা বানাও।’ এই কথাগুলো কোরআনের সুরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে লিপিবদ্ধ আছে।

মূল আরবি দোয়াটির উচ্চারণ হলো, ‘রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইয়ুন ওয়াজাআলনা লিল মুত্তাকিনা ইমামা।’

এটি শুধু একটি দোয়া নয়, বরং পরিবারের কল্যাণ, সন্তানের নেক আমল এবং নিজের নেতৃত্বের জন্য আল্লাহর কাছে এক হৃদয়গ্রাহী প্রার্থনা।

20/06/2025

“মা” ছাড়া শুধু বাড়ি নয়,
জী'বন-টাও অসম্পূর্ণ।।💗

16/06/2025

"হে মনের পরিবর্তনকারী!
আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন"

[তিরমিজী " ৩৫২২]

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ মামুনুর রশিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share