21/09/2024
শিক্ষা এবং শিক্ষক মুদ্রার এপিঠ -ওপিঠ ।
আমরা -আজকের শিক্ষক কেন সকলে এক সুরে বলি না শিক্ষা জাতীয়করণ আবশ্যক ”শিক্ষার্থী ও জাতি গঠনের জন্য ।" শিক্ষাপ্রতিষ্ঠানে সিন্ডিকেড ঢুকে গেলে জাতির রন্ধে রন্ধে পচন ধরবে ।
কারণ শিক্ষক জাতি গঠনের মূলে রয়েছে । শিকড়ে পচন ধরলে - শিক্ষার্থীরা নৈতিক শিক্আষা পাবে কি করে !
আপনি কারো উপর ইনসাফ দেখালেন , এই কারণে আর একজনের উপর জুলুম করলেন নাতো ! আপনার বিবেককে প্রশ্ন করুন !
আমরা এখন শিক্ষকরা নিজের চাওয়া চাইতেও ভয় পাই যদি সিন্ডিকেট বাঁধা দেয় ।
একজন শিক্ষকের মূল কাজ শিক্ষার্থী ও শিখন এই দুই বিষয়ের উপর নজর দেয়া ।
সকল পেশায় , প্রফেশনাল গ্রথ - দক্ষতা উন্নয়নের সাথে আর্থিক দিকটি যোগ হয় কিন্তু শিক্ষকতায় একজন শিক্ষক সারা জীবন সহকারী শিক্ষক - এ কেমন আমাদের সমাজ ব্যবস্থা । তাহলে শিক্ষকরা কেন যোগ্যতার পিছনে ছুটবে । এর চেয়ে সিন্ডিকেটে থাকলে -বহাল তবিওতে রুটিন, প্রাইভেট টিউশনি ও পোস্ট পাওয়া যায় ভোট নিয়ে ।
এখন ভাবার সময় এসছে -------?