Probin Roy

Probin Roy Welcome to my Page. Join us explore the natural scene, countries culture and beauty.

28/10/2024

মর্যাদাপুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের রাজত্ব সম্পর্কে ধারণা নেই আপনার সারজিস আলম।
শ্রীরাম চন্দ্র আমাদের আদর্শ, আমাদের পথপ্রদর্শক 🚩
যার নামে পাথর ভাসে, তার রাজত্ব নিয়ে আঙুল তুলার যোগ্যতা আপনার হয়নি।

সিলেটের দিকে এইভাবে সবজি বিক্রি হচ্ছে? ঘটনা সত্য হলেও অবাক হবো না!
18/10/2024

সিলেটের দিকে এইভাবে সবজি বিক্রি হচ্ছে? ঘটনা সত্য হলেও অবাক হবো না!

09/10/2024

জীবনে যত বেশি প্রত্যাশা, তত বেশি হতাশা।
চাহিদা যত কম থাকবে, জীবন ততই সুন্দর হবে।”

আমার মায়ের প্রতিমা ভেঙে দিয়েছে,রাজবাড়ি বাস মালিক সমিতির প্রতিমা ভেঙে দিয়েছে।প্রশাসন বিষয়টি দামাচাপা দেওয়ার জন্য সাদা ক...
08/10/2024

আমার মায়ের প্রতিমা ভেঙে দিয়েছে,
রাজবাড়ি বাস মালিক সমিতির প্রতিমা ভেঙে দিয়েছে।
প্রশাসন বিষয়টি দামাচাপা দেওয়ার জন্য সাদা কাপড় টাঙিয়ে ডেকে দিয়েছে।
সাবধান সনাতনী রা হয়তো ২০২১ সালের রক্তাক্ত শারদ হয়তোবা দেখতে যাচ্ছি?
তোমরা যদি না জাগো বন্ধু কেমনে সকাল হবে
জাগো বন্ধু জাগো।

শুভ মহালয়া,আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক-মঞ্জীর;ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতি...
02/10/2024

শুভ মহালয়া,

আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক-মঞ্জীর;
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা🌸

মাসে অন্তত একবার শ্মশানে যেও। সঙ্গে মোবাইল নয়, সঙ্গী নয়, কর্মের উচাটন নয়, পরিবারের তাড়না নয়। সঙ্গী হবে শুধু একাকীত্ব।দেখ...
17/09/2024

মাসে অন্তত একবার শ্মশানে যেও। সঙ্গে মোবাইল নয়, সঙ্গী নয়, কর্মের উচাটন নয়, পরিবারের তাড়না নয়। সঙ্গী হবে শুধু একাকীত্ব।

দেখো, অবিশ্রান্ত ঢেউয়ের মতো ভেসে আসে এক একটি মৃতদেহ ঘিরে পরিজনের ভীড়। নাম ছিল হয়তো তাঁর, কিন্তু এখন সে দেহমাত্র। Some'Body'। সারা জীবন দায়িত্ব আর কর্তব্যে নিষ্ঠ কাঁধ আজ অবহেলায় দায়িত্বমুক্ত। নেই কোনো পিছুটান। ভালোবাসার মানুষকে চিরদিন ভালো রাখার অনর্থক প্রতিজ্ঞার চিরঅবসান। সোহাগী আলিঙ্গন আর রোমকূপে উত্তেজনা ছড়াবে না, প্রিয় করস্পর্শে অব্যক্ত পুলকে গেয়ে উঠবে না বসন্ত বাতাস, রোদ-বৃষ্টি-ঝর্ণা। সাতরংয়ে উজ্জ্বল চোখের ক্যানভাসে আজ শুধু একটাই রং–কালো।

তারপর এসো আগুনের কাছে। সর্বগ্রাসী লেলিহান খিদে নিয়ে জ্বলছে সে অনন্তকাল। তার কাছে পাপ নেই, পুণ্য নেই, নেই বাল্মীকি-রত্নাকরের বিচার। যে কোনো মানবশরীরে তাঁর দৃপ্ত অধিকার। পরিবারের তাড়ায় দ্রুত চুল্লিগহ্বরে প্রবেশের সঙ্গে সঙ্গে মুছে যাবে তোমার কর্তৃত্বের আস্ফালন, লালসার উদগ্র ইঁদুরদৌড়, প্রেমের মাধুর্য, অপমানে অশ্রুপাত, সন্তানের জন্য দুশ্চিন্তা, প্রতিজ্ঞার লৌহমুষ্টি, আন্টি-এজিং কসরত, ঝিলমিলে সম্মোহন। যাবতীয় পুতুলখেলা।

অবশেষে জল। নদীর প্রবাহে প্লাবনে ভেসে যাবে অবশেষ নাভিমূল। এভাবেই... এভাবেই সমুদ্রে চলে যেতে হবে জানলে ভাসাবে কি ঔদ্ধত্যের পানসিখানি? গায়ে মাখবে কি জীবনের ঝড়-ঝঞ্ঝা? বলো, এ সত্যকে এড়িয়ে কোথায় পালাবে তুমি?

তাই নিজের অন্তিম সত্য বুঝতে মাসে অন্তত একবার শ্মশানে যেও। নির্ভয়ে। একাকী। 🙏

30/08/2024

পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের বিশ্বরেকর্ড!
অভিনন্দন বাংলাদেশ। প্রথম ১০ দিনে ছাত্র-ছাত্রীর হাতে ১১৬৯ জন সম্মানিত শিক্ষক লাঞ্ছিত !

আসুন যে যার সাধ‍্যমতো সাহায্য করে বন‍্যার্তদের পাশে থাকি🙏🙏 বন্যার্তদের সহযোগিতায় মানবিক সাহায্যের আবেদন সবাইকে। বাংলাদেশ...
24/08/2024

আসুন যে যার সাধ‍্যমতো সাহায্য করে বন‍্যার্তদের পাশে থাকি🙏🙏


বন্যার্তদের সহযোগিতায় মানবিক সাহায্যের আবেদন সবাইকে। বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় আক্রান্তদের জন্য জল বিশুদ্ধকারী ট্যাবলেট, প্রয়োজনীয় ওষুধ, শুকনা খাবার সংগ্রহের জন্য অর্থ সাহায্যের আবেদন।
এই দুর্দিনে সাধ্যমত দান করি, বন্যার্তদের পাশে থাকি।
''ধর্ম-জ্ঞান ও মন-বুদ্ধি, জ্ঞান সংস্কারেই হোক আত্মোপলব্ধি''

22/08/2024

একদিনতো কর্মফল ভোগ করতেই হবে..

আমাকে স্যার ভাবার দরকার নেই! স্যার বলারও দরকার নেই! আমি আপনার সন্তান হিসেবে এখানে এসেছি! আমি জনগণের পক্ষ থেকে এসেছি! জনগ...
18/08/2024

আমাকে স্যার ভাবার দরকার নেই! স্যার বলারও দরকার নেই! আমি আপনার সন্তান হিসেবে এখানে এসেছি! আমি জনগণের পক্ষ থেকে এসেছি! জনগণের দা'বি নিয়ে এসেছে! একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি!💗

- নাহিদ

ব্রেকিং - 🔴❝সংখ্যালঘু অধিকার আন্দোলন❞-এর সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ...
13/08/2024

ব্রেকিং - 🔴
❝সংখ্যালঘু অধিকার আন্দোলন❞-এর সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস স্যার এবং ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে।এবং মাননীয় প্রধান উপদেষ্টা জানিয়েছেন,তারা নিরাপত্তা, ক্ষতিপূরণ,পুনর্বাসন সহ অনেকগুলো কার্যক্রম বাস্তবায়নে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন।

যেহেতু আমাদের কাছে তারা সময় চেয়েছেন তাই আগামী ৩ দিন (১৪-১৬ আগস্ট) ❝সংখ্যালঘু অধিকার আন্দোলন❞-এর সাধারণ শিক্ষার্থীদের কোন কর্মসূচি থাকছে না । এছাড়া যদি অন্য কোন স্বার্থান্বেষী বা বিতর্কিত ব্যক্তিবর্গ সংখ্যালঘু শিক্ষার্থীদের নিয়ে কোন কর্মসূচি পালন করেন তবে তার জন্য আমরা উত্তরদায়ী থাকবো না। পরবর্তীতে বিস্তারিত এ বিষয়ে জানানো হবে । সবাইকে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যেতে আহ্বান করছি ।

মুসলিম ভাইয়েরা, যারা সত্যের সমর্থনে ছিলেন, সকলের প্রতি রইলো অনেক অনেক কৃতজ্ঞতা... ❤️❤️❤️❤️

Address

Dimla
Rangpur
5350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Probin Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probin Roy:

Share