Pother Pecali

Pother Pecali Welcome to Pother Pecali ,, Thanks for coming to visit my page & watching video.

Please support me (Like, Comment & Share).

পথে হাঁটতে হাঁটতে দেখি,
জীবন কত বর্ণময়,
হারিয়ে যায়, ফিরে আসে,
থামে না সে কোনো সময়।

পথের পেঁচালি সেই গল্প
যা লেখা নেই বইয়ের পাতায়। পথে হাঁটতে হাঁটতে দেখি,
জীবন কত বর্ণময়,
হারিয়ে যায়, ফিরে আসে,
থামে না সে কোনো সময়।

পথের পেঁচালি সেই গল্প
যা লেখা নেই বইয়ের পাতায়,
পায়ের ছাপেই সে রচিত
হৃদয়েরই গোপন কথায়।

শেরপুরে মাইক্রোবাস চাপায় ২ শিক্ষার্থী নিহতশেরপুরে মাইক্রোবাসের চাপায় দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। ত...
14/07/2025

শেরপুরে মাইক্রোবাস চাপায় ২ শিক্ষার্থী নিহত

শেরপুরে মাইক্রোবাসের চাপায় দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া এলাকার পাতার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বড় রাংটিয়া দেওয়ানীপাড়া এলাকার গোলাপ হোসেনের ছেলে সাকিবুল ইসলাম (৮) ও জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া হোসেন (৯)। আহত শিশুর নাম আমিন মিয়া (৭)। তিন জনই স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসা ছুটির পর তিন শিশু একসঙ্গে বাড়ি ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আমিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে প্রাণ গেল বাবা-মায়েরনেত্রকোণার পূর্বধলায় ছেলের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান...
14/07/2025

ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে প্রাণ গেল বাবা-মায়ের

নেত্রকোণার পূর্বধলায় ছেলের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

গতকাল শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের বাসিন্দা মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৫) এবং তার স্ত্রী রোকেয়া আক্তার (৪৫)। আহতরা হলেন- একই গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া ও তার শ্যালক নায়েব আলী (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন নিজেই অটোরিকশা চালিয়ে স্ত্রী, মেয়ে ও শ্যালককে নিয়ে ফাজিলপুর বাজারে পাত্রী দেখতে যান। সেখান থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী প্রাণ হারান। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

আহত সুমাইয়া ও তার মামা নায়েব আলীকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ব্যবহারিক নম্বর ছাড়া ফল, ৭৩ শিক্ষার্থী ফেল!গাজীপুরের শ্রীপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) পর...
14/07/2025

ব্যবহারিক নম্বর ছাড়া ফল, ৭৩ শিক্ষার্থী ফেল!

গাজীপুরের শ্রীপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ব্যবহারিক বিষয়ে নম্বর জমা না দেয়ায় পাঁচটি বিদ্যালয়ের ৭৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

তাদের অভিযোগ, কেন্দ্র সচিব অতিরিক্ত টাকা দাবি করে না পেয়ে ইচ্ছাকৃতভাবে ব্যবহারিক নম্বর বোর্ডে পাঠাননি। তবে কেন্দ্র সচিব সার্ভার সমস্যার কথা বলেছেন।

সোমবার (১৪ জুলাই) দুপুরে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ কারিগরি জৈনাবাজার, পেলাইদ আদর্শ কারিগরি স্কুল, শ্রীপুর কারিগরি স্কুল ও তেলিহাটি উচ্চবিদ্যালয় থেকে মোট ৭৩ জন পরীক্ষার্থী এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন। গত ১০ জুলাই একযোগে ফলাফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর দেখা যায়, ‘অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক-২’ বিষয়ে ব্যবহারিক নম্বর না থাকায় সবাই ওই বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

রুদ্ধশ্বাস ম‌্যাচ জিতে রংপুরের দুইয়ে দুইগ্লোবাল সুপার লিগে দারুণ সময় যাচ্ছে রংপুর রাইডার্সের। টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে ...
14/07/2025

রুদ্ধশ্বাস ম‌্যাচ জিতে রংপুরের দুইয়ে দুই

গ্লোবাল সুপার লিগে দারুণ সময় যাচ্ছে রংপুর রাইডার্সের। টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে তারা। রোববার রাতে বাংলাদেশের দলটি হারিয়েছে অস্ট্রেলিয়ার দল হোবার্ট হারিকেন্সকে। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম‌্যাচ ১ রানে জিতেছে টুর্নামেন্টের বর্তমান চ‌্যাম্পিয়নরা।

আগে ব্যাটিংয়ে নেমে রংপুর ৬ উইকেটে ১৫১ রানের বেশি করতে পারেনি। জবাব দিতে নেমে ১২০ রানে গুটিয়ে যায় হোবার্ট হারিকেন্স। টানা দ্বিতীয় ম‌্যাচে রংপুরের জয়ের নায়ক পেসার খালেদ আহমেদ। আজও ৪ উইকেট পেয়েছেন। খরচ করেছেন ২৬ রান।

শেষ ওভারে স্নায়ু স্থির রেখে অবিশ্বাস‌্য জয় পেয়েছে রংপুর। জয়ের জন‌্য হোবার্ট হারিকেন্সের ৬ বলে লাগত ১৩ রান। পেসার আজমতউল্লাহ ওমারজাইয়ের প্রথম শর্ট বলে বিশাল ছক্কা উড়ান মোহাম্মদ নাবী। এর আগে ওয়াইড থেকেও ১ রান পায় হোবার্ট। ফলে সমীকরণ নেমে আসে ৫ বলে ৬ রানে। ম‌্যাচের নাটাই তখন হোবার্টের পক্ষে।

দ্বিতীয় বলে ২ রান আসে নাবীর ব‌্যাটে। তৃতীয় বল হয় ডট। তখনও হোবার্টের পক্ষেই ম‌্যাচ। কিন্তু চতুর্থ বলেই সব ওলটপালট। আজমতউল্লাহর লেন্থ বল উড়াতে গিয়ে লং অনে ক‌্যাচ দেন নাবী। দৌড়ে, ডাইভ দিয়ে দারুণ ক‌্যাচ নেন ইফতেখার।

ওভারের পঞ্চম বলে নতুন ব‌্যাটসম‌্যান স্টানলেকে নেন ১ রান। তাতে শেষ বলে সমীকরণ দাঁড়ায় ১ বলে ৩ রান। লম্বা সময় আলোচনা, ফিল্ডিং সেট আপ করে রংপুরকে বেশ আত্মবিশ্বাসী লাগছিল। মাঠে তার প্রমাণও মেলে।

শেষ বলে উসামা মির উড়িয়েছিলেন। লং অনে বল পাঠিয়ে দৌড়ে ২ রান নেওয়ার চেষ্টায় ছিলেন উসামা ও স্টানলেকে। ফিল্ডিংয়ে ইফতেখার ছিলেন প্রস্তুত। দৌড়ে বল ধরে পরে হালকাভাবে থ্রো করেন। বাকি কাজ করেন আজমতউল্লাহ। বল ধরে স্টাম্পে লাগাতেই স্টানলেকের আউট নিশ্চিত হয়ে যায়। উল্লাসে ফেটে পড়েন ক্রিকেটাররা।

মিটফোর্ডে হত্যাকাণ্ড নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা, সন্দেহ মির্জা ফখরুলেরমিটফোর্ডের হত্যাকাণ্ড কোনো রাজনৈ...
14/07/2025

মিটফোর্ডে হত্যাকাণ্ড নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা, সন্দেহ মির্জা ফখরুলের

মিটফোর্ডের হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এ ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ জুলাই) সকালে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

লাল চাঁদ সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন পথে নিয়ে অন্যায়ভাবে বিএনপি ও এর শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের ‘চরিত্র হননের অপচেষ্টা’ চালানো হচ্ছে বলেও অভিযোগ করে এর প্রতিবাদ জানান তিনি।

লিখিত বক্তব্যে সোহাগ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা বা উপস্থিতির প্রমাণ না থাকা সত্ত্বেও ঘটনার সঙ্গে জড়িত বলে যাদের নামে থানায় অভিযোগ করা হয়েছে, তাদের বিরুদ্ধে দলীয় বিশৃঙ্খলার আলোকে আজীবন বহিষ্কারের মতো সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

“এরূপ দৃঢ় দলীয় অবস্থান থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র হননের দুঃসাহস প্রদর্শন করেছে।”

তিনি বলেন, “গুটিকয়েক রাজনৈতিক দলের হীন স্বার্থ দেশ ব্যর্থ হতে পারে না। ফ্যাসিবাদের অনুপ্রবেশের যে কোনো ষড়যন্ত্র হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।”

পূর্বপরিকল্পিতভাবে ৯ জুলাইয়ের ঘটনা ১১ জুলাই শুক্রবার জুমার নামাজের পর সবচেয়ে প্রাইম টাইমে ইন্টারনেটে ছড়ানো শুরু হয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।

সোহাগ হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য দলের পক্ষ থেকে একটি ‘তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যে কমিটি প্রকৃত সত্য উদঘাটন ও তা জনসম্মক্ষে প্রকাশ করবে বলে জানান তিনি।

পটুয়াখালীতে এনসিপির জুলাই পদযাত্রা জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি উদযাপনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ...
14/07/2025

পটুয়াখালীতে এনসিপির জুলাই পদযাত্রা

জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি উদযাপনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি অব্যাহত আছে। এর ধারাবাহিকতায় এখন পটুয়াখালীতে চলছে এনসিপির জুলাই পদযাত্রা।

সোমবার (১৪ জুলাই) বেলা ১২টায় পটুয়াখালী শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এ পদযাত্রা শুরু করা হয়। শহরের বেশকিছু সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট হয়ে একই স্থানে গিয়ে শেষ হবে এটি। পরে সার্কিট হাউজ প্রাঙ্গণে সমাবেশ করা হবে।

পদযাত্রায় অংশ নিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ অসংখ্য নেতাকর্মী।

এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পটুয়াখালী শহর ব্যানার-পোস্টারে সাজানো হয়েছে। নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও সেনাবাহিনী।

গতকাল রাতেই পটুয়াখালীতে এসে পৌঁছান এনসিপির নেতাকর্মীরা। সমাবেশ শেষ করে বরগুনার উদ্দেশে রওয়ানা করার কথা রয়েছে তাদের।

৮৩ রানের রেকর্ড জয়ে বাংলাদেশের সমতাবাংলাদেশ: ১৭৭/৭ (২০ ওভার)শ্রীলঙ্কা: ৯৪/১০ (১৫.২ ওভার) ফল: বাংলাদেশ ৮৩ রানে জয়ী  ১৭৮ র...
13/07/2025

৮৩ রানের রেকর্ড জয়ে বাংলাদেশের সমতা

বাংলাদেশ: ১৭৭/৭ (২০ ওভার)

শ্রীলঙ্কা: ৯৪/১০ (১৫.২ ওভার)

ফল: বাংলাদেশ ৮৩ রানে জয়ী

১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৯৪ রানে অলআউট শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে এটি দ্বিতীয় সর্বোচ্চ জয়। সর্বোচ্চ ৩২ রান করেন নিসাংকা। ২০ রান আসে শানাকার ব্যাট থেকে। আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। রিশাদ সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন শরিফুল-সাইফ।

13/07/2025

রিশাদের জোড়া আঘাতের পর মিরাজের আক্রমণ
শ্রীলঙ্কা: ৮০/৭ (১২ ওভার)

আমি রাজনীতি বুঝিও না, করিও না: অপু বিশ্বাস“আমি একজন অভিনয়শিল্পী, অভিনয় আমার মূল কাজ। অভিনয়ের জন্য আমি অনেক কিছু করেছি। আ...
13/07/2025

আমি রাজনীতি বুঝিও না, করিও না: অপু বিশ্বাস

“আমি একজন অভিনয়শিল্পী, অভিনয় আমার মূল কাজ। অভিনয়ের জন্য আমি অনেক কিছু করেছি। আমি রাজনীতি বুঝি না, করিও না। আমার আইনজীবীরা আইনের বিষয়ে আরো যত্নশীল। তারা এ বিষয়ে কথা বলবেন।”—আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এভাবেই কথাগুলো বলেন অপু বিশ্বাস। এসময় তার পরনে লাল বোরকা, মাথায় সাদা হিজাব এবং মুখে কালো মাস্ক দেখা যায়।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে ঢাকার সিএমএম আদালত থেকে জামিন নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রবিবার বেলা ১২টা ৪০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে উপস্থিত হন অপু বিশ্বাস। এরপর আদালতে এজলাসের পেছনের সারির বেঞ্চে বসেন। শুনানিকালে এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন আপু বিশ্বাস। পরে ১০ হাজার টাকা মুচলেকায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

13/07/2025

স্বস্তি এনে দিলেন রিশাদ

১৭৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়ল বাংলাদেশ
13/07/2025

১৭৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়ল বাংলাদেশ

মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা
12/07/2025

মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Pother Pecali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category