
14/07/2025
শেরপুরে মাইক্রোবাস চাপায় ২ শিক্ষার্থী নিহত
শেরপুরে মাইক্রোবাসের চাপায় দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া এলাকার পাতার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বড় রাংটিয়া দেওয়ানীপাড়া এলাকার গোলাপ হোসেনের ছেলে সাকিবুল ইসলাম (৮) ও জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া হোসেন (৯)। আহত শিশুর নাম আমিন মিয়া (৭)। তিন জনই স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসা ছুটির পর তিন শিশু একসঙ্গে বাড়ি ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আমিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।