
28/02/2025
বগুড়া জলেশ্বরীতলা বেশ কিছু দিন থেকে এই বিশুদ্ধ পানির বোতল এবং বিস্কুট টা লক্ষ করি তারপর পাশে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করি এটা কি জন্য রাখা হয়েছে, তিনি উত্তরে বলেন পথিক যদি ক্লান্ত হয় বা পিপাসা পায় তাহলে এখান থেকে পানি এবং বিস্কুট খেতে পারবেন।
#বগুড়া