
24/01/2025
তুমি আমি কখনো আর আমরা হতে পারবো না।
আমরা দুইজনই থাকবো অন্য কোন গল্পে অন্য কারো তুমি হয়ে।
তুমি কারো জন্য সকাল সকাল নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়বে।
আমিও রোজ সকালে অন্য কাউকে শুভ সকাল বলে দিন শুরু করবো।
রোজ অফিস যাওয়ার সময় তুমি অন্য কারোর ওয়ালেট্ এগিয়ে দিবে ।
আমিও অন্য কাউকে আসি বলে বাসা থেকে বের হব।
ছুটির দিনে তুমিও অন্য কারোর পছন্দের প্রিয় খাবার রান্না করবে।
আর আমি অন্য কাউকে নিয়ে বাহিরে ঘুরতে যাব।
অ্যানিভার্সারিতে কারোর জন্য তুমি তার পছন্দের শাড়ি পরে সেজেগুজে অপেক্ষা করবে।
আমিও অন্য কারো জন্মদিনে তার জন্য লাল গোলাপ আর উপহার নিয়ে বাড়ি ফিরবো।
তুমি টেবিলে খাবার নিয়ে অন্য কারোর জন্য না খেয়ে বসে থাকবে।
বাসায় ফেরার সময় একটু দেরি হলে আমিও অন্য কারোর ৫-৭ টা ফোন পাব।
একসময় তুমি অন্য কারোর কথায় কপালে টিপ পরা শুরু করবে।
আমিও কারোর পছন্দের প্রিয় রঙের শার্ট পরায় অভ্যস্ত হয়ে যাব।
কোন এক সন্ধ্যায় ছাদে বসে তুমিও অন্য কারো কাঁধে মাথা রেখে আকাশের চাঁদ দেখবে।
হঠাৎ আমার কথা মনে পড়লে তার আঙুলের ফাঁকে নিজের আঙুল গুজে হাতটা শক্ত করে ধরে বসে থাকবে।
আমিও অন্য কারো সাথে বৃষ্টিতে ভিজতে গিয়ে তোমাকে মনে পড়ে যাবে।
তারপর কোন এক রাতে তুমি হয়তো আমার ফেইসবুক প্রোফাইলের চাকচিক্য দেখে একটু মৃদু হেসে ঘুমিয়ে পড়বে।
আমারও কখনো মাঝ রাতে ঘুম ভেঙে গেলে কিছু একটা ভেবে চোখের জলে বালিশ ভিজাবে।
সকালে তাড়াতাড়ি উঠতে হবে এই ভেবে আচমকাই চোখ মুছে আমি আবারও ঘুমিয়ে পড়বো।
সংসার তো যে কারোর সাথেই করা যায় বলো,
কিন্তু ভালোবাসাটা!
জানি না গো,
শুধু জানি আমরা দুইজনই মুখে একটা সুখী সুখী হাসি নিয়ে এভাবেই বেঁচে থাকবো।💔