07/12/2023
ছেলেদের ব্যাপারে কিছু কথা বলি ,
একটা ছেলে নাইন টেনে থাকা অবস্থায়,
মেয়েদের পেছনে ঘোরা এবং একটি ছেলে বড় হয়ে যাওয়ার পরে মেয়েদের পেছনে ঘোরা দুইটা টোটালি ডিফ্রেন্ট সিচুয়েশন ।
নাইন টেনে থাকতে কিংবা বড় হয়ে যাওয়ার পরে মেয়েদের পেছনে ঘোরা একই কাজ এবং কিছু কমন গোলও থাকে ।
কিন্তু ছোট ছোট অনেক পার্থক্য থাকে যে পার্থক্য গুলো অনেক বড় পার্থক্যের সৃষ্টি করে ।
নাইন টেনে থাকতে নতুন নতুন হরমোন কাজ করা শুরু করে ।
এই হরমোন বলে এটা দেখ ।
ওই হরমোন বলে ওটা দেখ ।
এই মেয়ের পেছনে ঘোর ।
ওই মেয়ের পেছনে ঘোর ।
যেহেতু সবকিছু মোটামুটি এভেইলেবল ছেলেরা এই ফাদে পাড়া দেয় ।
কিছু কিছু ছেলে ছিলো রাফলি যারা নিজের অশ্লীল ছবি আঁকতো নিজেও দেখতো অন্যদেরও দেখাতো ।
এরকম একটা বয়স ছিল ।
একটু বড় হওয়ার পর হরমনটা একটু কন্ট্রোলে আসে, তাও পুরোপুরি কন্ট্রোলে না ।
একটা আধুনিক প্রবাদ আছে যে, "ছেলেদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে নিজেরই খুব ক্লোজ একটা জিনিস" ।
নাইন টেনে থাকতে যে প্রেফারেন্স থাকে বড় হয়ে যাওয়ার পরে একই প্রেফারেন্স বেশিরভাগ ক্ষেত্রে থাকে না ।
এইটা লেখার একটা ব্যক্তিগত উদ্দেশ্য আছে,
আমি ক্লাস নাইন টেনে থাকা অবস্থায় যে সকল মেয়েদের পেছনে ঘুরেছি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি দুঃখিত ।
আমার এটা করা উচিত হয়নি ।
ওই সময়ের যে ঘোরাটা ওটা ছিল এক হরমোন দ্বারা প্রযোজিত।
আরেক হরমোন দ্বারা পরিচালিত ।
তাই দয়া করে,
আপনারা মানুষদের কাছে বলে বেড়াবেন না যে আমি আপনাদের পিছনে ঘুরতাম ।
খুবই যদি বলতে ইচ্ছা করে তাহলে সময়টাও একটু উল্লেখ করে দিবেন।
যে আমি আপনাদের পিছনে নাইন টেনে থাকতে ঘুরতাম ধন্যবাদ ।