Live Tv Kurigram

Live Tv Kurigram প্রথম প্রেম দুর্দান্ত হতে পারে, তবে শেষ প্রেম নিখুঁত।

আজ ১৪ আগস্ট — উপমহাদেশের প্রখ্যাত আলেম, মুফাসসিরে কুরআন ⇨ কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দ্বিতীয় মৃত...
14/08/2025

আজ ১৪ আগস্ট — উপমহাদেশের প্রখ্যাত আলেম, মুফাসসিরে কুরআন ⇨ কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। 🥲
🤲 আল্লাহ আপনি আমাদের কুরআনের পাখি কে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর দ্বীনি খেদমত কবুল করুন। আমিন। 🤲

24/07/2025

কুড়িগ্রামের রৌমারীতে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জেরে উভ‌য় প‌ক্ষের সংঘ‌র্ষে চারজন নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০-২৫ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দি‌কে
রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সীমান্ত এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত একজন কেটাবিদ্ধ হয়েছেন এবং কয়েক জনকে কুপিয়ে জখম করা হয়। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

নিতহরা হ‌লেন, আনোয়ার হো‌সে‌নের ছে‌লে নুরুল আমিন (৪০), গোলাম মিয়ার ছে‌লে বলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)। অজ্ঞাত আরও একজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার দুপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আস‌ছিল। বি‌রোধপূর্ণ জ‌মি নি‌য়ে একা‌ধিক মামলাও চলমান র‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার শাহাজাহান মিয়ার লোকজন বি‌রোধপূর্ণ ওই জ‌মি‌তে সেচ দি‌তে গে‌লে অপর পক্ষ রাজু মিয়ার লোকজন বাধা দেয়।

এতে উভয় প‌ক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন এবং বেশ কিছুক্ষণ পর আরো একজন প্রাণ হারান। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসারী ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে।

অভিযুক্ত দের দেখা না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

@হাইলাইট কর
গহীন অরন্যের পথিক

সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সে ও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। ...
22/07/2025

সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সে ও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহা পুরুষদের।

🌦️🌦️শুভ সকাল🛫🛫🛩️🛩️🛬🛬✈️✈️🇧🇩

আমি একজন গর্বিত কুড়িগ্রামবাসী। আজ ঢাকায় এসে শুনতে হলো, কেউ একজন কুড়িগ্রামকে "অশিক্ষিত এলাকা" বলে মন্তব্য করেছে। এই কথ...
21/07/2025

আমি একজন গর্বিত কুড়িগ্রামবাসী। আজ ঢাকায় এসে শুনতে হলো, কেউ একজন কুড়িগ্রামকে "অশিক্ষিত এলাকা" বলে মন্তব্য করেছে। এই কথা শুধু ভুল নয়, এটি একটি সরাসরি অপমান – আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, এবং আমাদের পরিচিতিকে।

হয়তো আমাদের জেলায় এখনো সব দিক থেকে অবকাঠামোগত উন্নয়ন হয়নি, কিন্তু এখানকার মানুষ পরিশ্রমী, শিক্ষিত, এবং মূল্যবোধে বিশ্বাসী। কুড়িগ্রামে জন্ম নিয়েছেন বহু গুণীজন, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনা কর্মকর্তা, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা অনেক শিক্ষার্থী।

"অশিক্ষিত" বলার আগে একটু ইতিহাস জানুন – জানুন কিভাবে সীমান্তবর্তী এই জনপদটা সব প্রতিকূলতার মাঝেও টিকে আছে, এগিয়ে যাচ্ছে। জানুন কিভাবে এখানকার মানুষ নিজের পরিশ্রমে শহরে শহরে সম্মান অর্জন করেছে।

আমরা গর্ব করি, আমরা কুড়িগ্রামবাসী। গায়ে মাটি থাকতে পারে, কিন্তু চিন্তায় আকাশ ছুঁই। তাই অনুরোধ করবো – কোনো জায়গা সম্পর্কে না জেনে, সেই এলাকাকে ছোট করে কিছু বলার আগে নিজের মনটাকে বড় করুন।

কুড়িগ্রাম শুধু জেলা নয়, এটা আমাদের অহংকার।

20/07/2025
🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
20/07/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

এই ছেলেটার জন্য পর্দাশীল একটা পাত্রী চাই। পাত্রীর বসয় ৪০ হলে ভালো হয় ৬০ হলেও আপত্তি নেই।
19/07/2025

এই ছেলেটার জন্য পর্দাশীল একটা পাত্রী চাই। পাত্রীর বসয় ৪০ হলে ভালো হয় ৬০ হলেও আপত্তি নেই।

ফেসবুকও ধোকা দিলো আমাদের কে..😈😈😈🤣🤣 বাণীঃ আরাফাত
19/07/2025

ফেসবুকও ধোকা দিলো আমাদের কে..😈😈😈🤣🤣

বাণীঃ আরাফাত

কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অবাক্ত কথা মন...
18/07/2025

কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অবাক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি - এক সময় পরিনত হয় দীর্ঘশ্বাসে।

ফটো: প্রায়ত নান্নু ( CEO of Nannu Official YouTube channel)

বেকারের দিনলিপি-----_----------------_--_------ডিগ্রি আছে, স্বপ্ন ছিল, আজকে শুধু হাহাকার,চাকরি খুঁজি সকাল থেকে, সন্ধ্যায়...
17/07/2025

বেকারের দিনলিপি
-----_----------------_--_------
ডিগ্রি আছে, স্বপ্ন ছিল, আজকে শুধু হাহাকার,
চাকরি খুঁজি সকাল থেকে, সন্ধ্যায় আসে অন্ধকার।
বন্ধুরা সব ব্যস্ত কর্মে, আমি শুধুই অপেক্ষায়,
আয় নেই, প্রশ্ন আসে – "তুমি কি করো?" শতবার দায়।

মা বলে, “সব ঠিক হবে,” চোখে তারও জল ভরে,
বাবা নীরব, বোঝে বোধহয় ছেলের বুকের ভার ঘরে।
চায়ের দোকানে হাসাহাসি, গল্পের ছলে তিরস্কার,
কে বোঝে আমার যন্ত্রণা, হারিয়ে যাওয়া সেই আকাঙ্ক্ষার?

তবু আমি থামি না, খুঁজি পথ নতুন আশায়,
একদিন আমিও দাঁড়াবো, নিজের শক্তি, নিজ গরিমায়।
এই সমাজ বুঝবে তখন, বেকার মানেই শেষ নয়,
যে লড়তে জানে, সে একদিন ঠিকি পথ খুঁজে লয়।

---

সবকিছু আছে আগের মত শুধু তুমি নেই আমাদের মাঝে। ভালো থেকো ওপারে ছোট ভাই বন্ধু। দোয়া করি আল্লাহ যেন তোমাকে জান্নাতের উচ্চ ...
16/07/2025

সবকিছু আছে আগের মত শুধু তুমি নেই আমাদের মাঝে।
ভালো থেকো ওপারে ছোট ভাই বন্ধু।
দোয়া করি আল্লাহ যেন তোমাকে জান্নাতের উচ্চ মোকাম দান করে সেই সাথে তোমার খুনিদের মুখ উন্মোচন করে দেয় সমাজে।

Address

Rangpur
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Live Tv Kurigram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share