Alokito News আলোকিত নিউজ

Alokito News আলোকিত নিউজ assalamu alaikum আমাদের আলোকিত নিউজ. রংপুর বিভাগের সব খবর সবার আগে পেতে পেইজ টী ফলো করে পাশে থাকুন

09/03/2023

গতকাল সিদ্দিকী সাহেবের মাহফিল শেষে এক যুবক অনুতপ্ত হয়ে সিদ্দিকী সাহেবের নিকট ক্ষমা চেয়েছিলো।যুবকটি অতিতে সিদ্দিকী সাহেবকে নিয়ে বিভিন্ন ভিডিও বানিয়ে অপপ্রচার করেছিলো।

09/03/2023

তথাকথিত ইসলামপন্থীরাই বড় বাঁধা ______

মুহতারাম আলী হাসান ওসামা চরমোনাইকে ঘিরে যে বিদ্বেষ ছড়ানোর সর্বোচ্চ চেষ্টায় মগ্ন হয়েছেন- সেই চেষ্টা ইতিপূর্বেই ভেস্তে গিয়েছে আলহামদুলিল্লাহ। ইতিপূর্বেই প্রমাণ হয়েছে তাঁর এসব বিদ্বেষমূলক বক্তব্য সাময়িক সময়ের জন্য আমজনতা মুখে নিলেও কেউ আর গিলে খায়না।
যারফলে ইদানীং লেখনীতে তাঁর বক্তব্য সে নিজেই বারবার পোস্ট করে আবার ডিলেট করে দিচ্ছে। কারণ আপাতত তাঁর দেওয়া ট্যাবলেটের মেয়াদ শেষ হয়েগেছে।

সাবেক ওসামার ভক্তদের প্রতি আমার একঝাঁক সমবেদনা সবসময়। কারণ ওসামার বক্তব্য প্রকাশ ও ডিলেট করার করুণ পরিণতি এবং প্রকাশ যে কতোটা চোগলখোরি ও বেদনাদায়ক সেটা ভক্তরা না বুঝতে পারলেও ওসামা নিজেরটা নিজেই ভালো করে বুঝতে পারে। চরমোনাই ও আইএবি দল নিয়ে গুটিকয়েক সমর্থক নিয়ে তাঁর যেই মূল মিশন- আলহামদুলিল্লাহ সেটার একের পর এক নেগেটিভ রেজাল্ট নিয়েই আসছে। ওসামার ভক্তরা এরপরও অন্ধের মতো ওসামাই সঠিক- ওসামাই হক্ব এমন ধ্যানধারণা নিয়ে বসে থাকা না থাকা সম্পূর্ণই তাঁদের ব্যক্তিগত ব্যাপার।
দ্বীনের প্রতি দরদ- ভাই ভাইয়ের প্রতি দায়িত্ব থাকায় ওসামার প্রতিটি কলমের প্রাসঙ্গিক জবাব আমাদের দিতে হয়েছে এবং হচ্ছে। এছাড়া এই ওসামাকে কেয়ার সময় ছিলোনা আমাদের।

ইসলাম প্রিয় ইসলামপন্থীরা কবে বুঝবে!
কবে তাঁদের ঘুম ভাঙবে!
এদেশে চরমোনাই ও তাঁদের দলকে নিয়ে আওয়ামিলীগ- বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেউই তেমন বিরোধিতা করেনি। করেবেও না। সবাই তাঁর নিজ নিজ দল ও দলের কার্যক্রম নিয়ে ব্যাস্ত। কীভাবে নিজের দলকে শক্তিশালী করা যায়! কীভাবে আবারও ক্ষমতায় থাকা যায়! কীভাবে ইসলামপন্থীদের বিদায় করা যায় সেই চিন্তায় যেন তাঁরা আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

অথচ আমাদের ইসলাম প্রিয় ইসলামপন্থীরা।
এদেশের একটি হক্ব প্লাটফর্ম ও সবথেকে শক্তিশালী একটি ইসলামি দলের বিরোধিতায় যেন লিপ্ত আছে।
কীভাবে এই দলটিকে আটকানো যায়-!?
কীভাবে তাঁদের সমালোচনা করা যায়-!?
কীভাবে ঐক্যবিনষ্ট করা যায়!?
এগুলো নিয়েই যেন বিভিন্ন মিশনে মগ্ন হচ্ছে।
মাওলানার ট্যাগ লাগিয়ে- শায়খের ট্যাগ লাগিয়ে-
কওমীর নাম ব্যবহার করে- ধর্মীয় লেবাস পড়ে ইসলামপন্থী সেজে ইসলামেরই বিরোধিতা করছে।
১৮ থেকে ২৫ বয়সের মাদরাসায় অথবা জেনারেল পড়ুয়া যুবকগুলো সেসব ইসলামপন্থীদের কথায় সেমসেম ওঠবস করে জ্বি হুজুর বলে শ্লোগান দিয়ে দেশের সবচেয়ে শক্তিশালী একটি প্লাটফর্ম'এর ব

[১] বিরোধীদের প্রশ্নঃ❓পীর বা মুরিদ এগুলো কি কুরআন বা হাদিসে আছে? পীর ধরতে হবে বা মুরিদ হতে হবে এগুলোর ভিত্তি কি?পীর ধরা ...
09/03/2023

[১] বিরোধীদের প্রশ্নঃ❓
পীর বা মুরিদ এগুলো কি কুরআন বা হাদিসে আছে?
পীর ধরতে হবে বা মুরিদ হতে হবে এগুলোর ভিত্তি কি?
পীর ধরা কি ফরজ বা বাধ্যতামূলক?

🔴আমাদের জবাবঃ
কুরআন এবং হাদিসের আলোকে সত্যটা জানার আগ্রহ থাকলে অবশ্যই মনযোগ সহকারে নিচের লিংকে ক্লিক করে সবটা লেখা পড়ুন। এখানে কুরআন সুন্নাহভিত্তিক প্রমাণ সহ আলোচনা করা হয়েছে।
#লিংকঃ https://www.facebook.com/100067626960266/posts/394901292774100/?app=fbl
__________________________________________________
[2] বিরোধীদের প্রশ্নঃ ❓
হক্কানী পীর মাশায়েখ কি কেয়ামতের দিন সুপারিশ করতে পারবে?এই কথার ভিত্তি কি? চরমোনাইর পীরেরা কি তাঁর মুরিদদের জন্যে সুপারিশ করতে পারবে?

🔴আমাদের জবাবঃ
অবশ্যই আল্লাহর ইচ্ছে ও দয়ায় যদি হক্কানী পীর মাশায়েখ জান্নাতি হোন তাহলে কেয়ামতের দিন সুপারিশ করার সুযোগ পাবে।যা কুরআন হাদিসের আলোকে প্রমাণিত।
বিস্তারিত পড়ুন ইনশাআল্লাহ বুঝে আসবে।
#লিংকঃ https://www.facebook.com/100067626960266/posts/395308419400054/?app=fbl
__________________________________________________
[3] বিরোধীদের প্রশ্নঃ❓
চরমোনাইর পীর বলেছেন, জাহাজে করে তাঁর মুরিদদের জান্নাতে নিয়ে যাবে। এটা কি ঠিক? চরমোনাইর পীরকে জাহজ পীর বলা হয় কেন?

🔴আমাদের জবাবঃ
চরমোনাইর পীর জাহাজ বলতে কী বুঝিয়েছেন এটা আপনাকে আগে বুঝতে হবে। বিস্তারিত পড়ে দ্বিধাদ্বন্দ্ব থেকে সরে আসার আহবান।
#লিংকঃ https://www.facebook.com/100067626960266/posts/407222388208657/?app=fbl
__________________________________________________
[4] বিরোধীদের প্রশ্নঃ ❓
চরমোনাইর পীরেরা তাঁদের বাপদাদার কেচ্ছা কাহিনী বলে!
কেচ্ছা কাহিনী কি কুরআন বা হাদিসের আলোকে জায়েজ আছে? এসব কেচ্ছা কাহিনীর ভিত্তি কি?

🔴আমদের জবাবঃ সত্য এবং অনুপ্রেরণা মূলক কেচ্ছা কাহিনী বলা কুরআন হাদিসের আলোকে সম্পূর্ণ অনুমোদিত।
বিস্তারিত পড়ে সত্যটা জানার আহবান।
#লিংকঃ https://www.facebook.com/100067626960266/posts/413652210899008/?app=fbl
__________________________________________________
[5] বিরোধীদের প্রশ্নঃ ❓
চরমোনাইর দরবার ও মাজার অন্যান্য ভন্ডদের দরবার ও মাজারের মতো কি না জানতে চাই?

🔴 আমাদের জবাবঃ
চরমোনাইর দরবার ও মাজার অন্যান্য ভন্ডদের দরবার বা মাজারের মতো নয় বরং সম্পূর্ণ ভিন্ন।
বিস্তারিত পড়ে ক্লিয়ার হওয়ার আহবান।
#লিং

02/03/2023
01/03/2023

রংপুরের কামলকাছনা নতুন পাড়া এলাকায় শিক্ষার্থীর ঝু ল ন্ত
ম র দেহ উদ্ধার।

01/03/2023

চিকলি বিলে আর কোন ক্লাস হবে না, একটি সুস্থ বিনোদন পার্ক হবে চিকলি বিল।

ইসলামি আন্দোলন রংপুর মহানগর এর শপথ গ্রহণ
07/01/2023

ইসলামি আন্দোলন রংপুর মহানগর এর শপথ গ্রহণ

আল্লাহ তাঁয়ালা আমাদের সকলকে এরকম মৃত্যু থেকে হেফাজত করেন আমিন,,,হবিগঞ্জে ট্রাক-মাইক্রোর ত্রিমুখী সংঘর্ষে প্রবাসীসহ নিহত ...
07/01/2023

আল্লাহ তাঁয়ালা আমাদের সকলকে এরকম মৃত্যু থেকে হেফাজত করেন আমিন,,,হবিগঞ্জে ট্রাক-মাইক্রোর ত্রিমুখী সংঘর্ষে প্রবাসীসহ নিহত ৫
হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে প্রবাসী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসের অপর তিন যাত্রী আহত হয়েছেন।

নিহতদের স্বজনরা জানান, মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনতে শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে মাইক্রোবাসযোগে ঢাকায় যান তার পরিবারের সদস্যরা। একই দিন রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে উপজেলার সাহাপুর নতুনবাজার এলাকায় তাদের মাইক্রোবাসটি পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে আরও একটি ট্রাক দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা শিশু ও চালকসহ পাঁচজন মারা যান।

وَمَا تَدۡرِیۡ نَفۡسٌۢ بِاَیِّ اَرۡضٍ تَمُوۡت
কেউ জানে না কোন্‌ স্থানে তার মৃত্যু ঘটবে।

মৃত্যু কোথায় হবে? ঘরে না বাইরে, স্বদেশে না বিদেশে, যুবক অবস্থায় না বৃদ্ধাবস্থায়, নিজের আশা ও চাহিদা পূর্ণ হওয়ার পর নাকি তার পূর্বে? এ সব কেউ জানে না।

06/01/2023

ঢাবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তৃতা চলাকালে মঞ্চ ভেঙ্গে পড়ে নেতৃবৃন্দসহ বেশ কয়েকজন আহত

06/01/2023

দিনাজপুরে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর ম*র*দেহ উদ্ধার

05/01/2023

রংপুর সিটির ২৬ নম্বর ওয়ার্ডে আবারও ভোটগ্রহণ ১৫ জানুয়ারি

03/01/2023

সব বাধা ডিঙিয়ে ৪১ সালের মধ্যে স্মার্ট ও সমৃদ্ধ হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Address

Niamot. Kodomtola
Rangpur
RANGPUR

Alerts

Be the first to know and let us send you an email when Alokito News আলোকিত নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alokito News আলোকিত নিউজ:

Share