13/08/2025
সোনার দেশ ছিল, কিসে হারালো রে,
মুখের হাসি এখন কেন ফিকে হলো রে,
শপথ নিলেও রাখে না কেউ কথা রে,
স্বার্থের খেলায় ডুবে গেছে মাথা রে।
সিলেটের সাদা পাথর কোথায় গেল রে
নদীর বুক খালি, বালি শুধু আছে রে,
জনতার চোখের পানি কে মুছে দেবে রে,
দুর্নীতিতে আমাদের দেশ সেরা রে,