05/05/2025
"তুমি নেই, তবুও আছো! "
সন্ধ্যার আলো যখন জানালায় এসে পড়ে,
আমি একা বসে থাকি—হাতের চায়ে আর স্বাদ পাই না।
তোমার পছন্দ ছিল এই নরম আলো, তখন ভাবতাম, এমন আলোয় তো জীবনও কোমল লাগে!
তুমি গেলে হঠাৎ করেই—
নীরবতাটা আজও বলে, তুমি ফেরো না আর।
তোমার হাসি, তোমার গলায় ঝাঁপিয়ে পড়া সব গল্প
এখন শুধুই স্মৃতি হয়ে কাঁপে বুকের ভিতর।
সেই চিরকুট—যেটায় লিখে ছিলে, "একদিন হয়তো হারিয়ে যাবো, তবু ভালোবেসো আমায়"— আমি প্রতিদিন পড়ে শুনি নিজেকেই।
তুমি নেই, তবু আমার চারপাশে—তুমি শুধু তুমিই।
প্রিয় তুমি কী শুনতে পাও? তোমার নাম ধরে ডাকলে এখনো কি বাতাস কেঁপে ওঠে?
এই শহরের প্রতিটি পথ, প্রতিটি সন্ধ্যা তোমায় মনে করায়। তুমি থাকো না পাশে, অথচ কোথাও যাওনি যেন...
তোমার স্মৃতি এখন আমার ছায়া,
তুমি নেই বলেই বুঝেছি—ভালোবাসা শুধু পাওয়া নয়, থাকা নয়—
ভালোবাসা হলো কাউকে নিঃশব্দে বয়ে বেড়ানো,
যেন এক চিরন্তন ব্যথার গান।
৫ই মে ২০২৫...
#হারানো_মূহূর্ত
#স্মৃতির_ছায়া
#কবিতা
#বাংলা_কবিতা