Måhîm-Shëîkh

Måhîm-Shëîkh -উড়ন্ত ফানুষ এবং বহুরূপী মানুষ দুটোর শুরুতেই আনন্দ এবং শেষটা আতঙ্কিত।😊🌸
🌸🥀

✆অর্ডার করতে এখনি ইনবক্সে নক করুন📥অথবা আমাদের দোকান ভিজিট করুন, Rangpur RAMC Shopping complex Ground floor 11 number sho...
30/10/2025

✆অর্ডার করতে এখনি ইনবক্সে নক করুন📥
অথবা আমাদের দোকান ভিজিট করুন, Rangpur RAMC Shopping complex Ground floor 11 number showroom ✅✅

# # # 🧵 **কাপড়ের ধরন (Fabric):

এই সোয়েটশার্টগুলো সাধারণত তৈরি হয় —
- **সুয়েড (Suede Fleece)** অথবা **মাইক্রো ভেলভেট (Micro Velvet)** জাতীয় কাপড় দিয়ে।

- কাপড়টি **সফট, হালকা ব্রাশ করা, উষ্ণ এবং আরামদায়ক**, যা ঠান্ডা আবহাওয়ার জন্য উপযুক্ত।

- ভেতরের দিকে সাধারণত **ফ্লিস লাইনিং (Fleece lining) থাকে — অর্থাৎ তুলার মতো নরম লেয়ার যা শরীর গরম রাখে।

# # # 🎨 ডিজাইনের ধরন (Design Type)

এই ডিজাইনগুলোকে বলা যায় Color Block Retro Sweatshirt বা Panel Design Sweatshirt..

বৈশিষ্ট্যগুলো হলো:⬇️↙️

1. **কালার ব্লক প্যাটার্ন** — একাধিক রঙ একসাথে (যেমন ব্রাউন+ব্ল্যাক, অফ হোয়াইট+ব্ল্যাক, গ্রে+হোয়াইট ইত্যাদি)।

2. **চেস্টে “Retro” বা “Sixty” প্রিন্ট/এমব্রয়ডারি** — রেট্রো স্টাইলের ব্র্যান্ড টাচ।

3. কিছুতে **ফেক জিপার ডিজাইন** দেওয়া আছে — এটি ডেকোরেটিভ, কাজের জন্য নয়, শুধু স্টাইল বাড়ায়।

4. **রিব কাফ ও হেম (Ribbed cuffs & hem)** — হাতা ও কোমরের অংশে ইলাস্টিক রিব থাকে যাতে ফিট ভালো হয়।

5. **ক্রু নেক (Crew Neck)** — গলার ডিজাইনটি সোজা গোল, হুডবিহীন।

-নির্ঘুম পরিশ্রমের পর ব্যর্থতার তিক্ত স্বাদ,জীবনের সবচেয়ে খারাপ বেদনাদায়ক অভিজ্ঞতা।🖤
23/10/2025

-নির্ঘুম পরিশ্রমের পর ব্যর্থতার তিক্ত স্বাদ,
জীবনের সবচেয়ে খারাপ বেদনাদায়ক অভিজ্ঞতা।🖤

-সুখ হচ্ছে মনের ব্যাপার,মন কে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতে সুখে থাকা যায়! 💌
23/10/2025

-সুখ হচ্ছে মনের ব্যাপার,মন কে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতে সুখে থাকা যায়! 💌

-কাউকে ঠকিয়ে ক্ষনিকের সুখ নিশ্চিত করা যেতে পারে!🥲💔
20/10/2025

-কাউকে ঠকিয়ে ক্ষনিকের সুখ নিশ্চিত করা যেতে পারে!🥲💔

19/10/2025

সব কিছু মেনে নিলেই ভালো || ❤️‍🩹🙂





-সর্বোত্তম মানুষ তারা,যারা তাদের কথার প্রভাব অন্যের হৃদয়ে কেমন হবে তা চিন্তা করে..❤️‍🩹🖤🌸
18/10/2025

-সর্বোত্তম মানুষ তারা,
যারা তাদের কথার প্রভাব অন্যের হৃদয়ে কেমন হবে তা চিন্তা করে..❤️‍🩹🖤🌸

-প্রত্যেকটা মানুষের জীবনেকিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু একমাত্র ' সৃষ্টিকর্তা ' আর সে নিজেই..🙂
16/10/2025

-প্রত্যেকটা মানুষের জীবনে
কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু একমাত্র ' সৃষ্টিকর্তা ' আর সে নিজেই..🙂

15/10/2025

টাকা আর দাপট থাকলে মিথ্যা কথা হয় বাণী || ❤️‍🩹








15/10/2025

যাদের সাঁতার শেখাই তারাই ডোবাতে চায় || ❤️‍🩹




"জীবন হলো সুখ ও দুঃখের এক অবিচ্ছেদ্য মিশ্রণ।"❤️‍🩹🖤
14/10/2025

"জীবন হলো সুখ ও দুঃখের এক অবিচ্ছেদ্য মিশ্রণ।"❤️‍🩹🖤

চাঁদের আলো যত উজ্জ্বল, ছায়া তত গভীর,আলো-অন্ধকার মিলে তবেই হয় ছবির নীর।জীবনও তাই, সুখ-দুঃখ মিলে,পূর্ণ হয় অর্থে, অসময়ে নীল...
08/10/2025

চাঁদের আলো যত উজ্জ্বল, ছায়া তত গভীর,
আলো-অন্ধকার মিলে তবেই হয় ছবির নীর।
জীবনও তাই, সুখ-দুঃখ মিলে,
পূর্ণ হয় অর্থে, অসময়ে নীলেই।

নিজের টাকায় ফোন কিনছি,যা ইচ্ছা তাই পোস্ট করবো।  Happy new year 2k50🎇🎉🤣
07/10/2025

নিজের টাকায় ফোন কিনছি,যা ইচ্ছা তাই পোস্ট করবো। Happy new year 2k50🎇🎉
🤣

Address

Rangpur

Telephone

+8801826564800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Måhîm-Shëîkh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share