
23/07/2025
স্বপ্নে ভরা ব্যাগগুলো, আহ্লাদে মাখা ব্যাগগুলো।
মায়ের বকুনী খাবে জেনেও অর্ধেক টিফিনে ভরা বাটি।
ওদের লালা মাখা দাঁত দিয়ে কামড়ানো পানির ফ্লাক্স গুলো!
কতশত আবদারে বাবা মায়ের জমানো টাকার গোলাপি, নীল, লাল ব্যাগগুলো।
আচ্ছা কিভাবে ভুলা যাবে শোক?
আমিতো এই গম্ভীর মনটাকে কোনোভাবেই স্বাভাবিক করতে পারছিনা।