29/06/2025
মুরাদনগরের সেই ঘটনায়, নির্বাক আজ জাতি।
সবাই দেখছে, শুনছে বলছে না কিছু,এ যেন কালরাত্রি।
কি হবে আগামীর প্রজন্ম, কি হবে ভবিষ্যতে।
এভাবে যে চলতে থাকলে,সোনার বাংলা যাবে রসাতলে।
আইন আছে তবু শাসন নেই আইনের,কি হবে এমন আইনে।
চারিদিকে শুধু অন্যায় অবিচার, দেখতে পাই রাতে- দিনে।
সংখ্যালঘুরা আজ রাত্রিযাপন করে অনেক ভয়ে,
কখন জানি হামলা চালায় সন্ত্রাসবাদির দলে।
এমন বাংলা চাইনি তো কেউ,চেয়েছে সবাই ভালো।
ভালো চাওয়াতেই ঘনিয়ে এলো রাত্রির সব কালো।
কথায় আছে যায় দিন ভালো, আসে দিন খারাপ।
এটাই যেন আবার প্রমানিত, হলো বিধাতার অভিশাপ।