Md nur rhoman

Md nur rhoman f***y

24/04/2024

গরম এসে কারেন্ট নিয়ে যায় তুমি এসে আমাকে নিয়ে যেতে পারো না 🫶😄

17/03/2024

বয়ফ্রেন্ডের জন্য পাঞ্জাবি কিনার পর পাঞ্জাবিটা দিতে পারেন-নি, ব্রেকাপ হয়েগেছে!

এরকম পাঞ্জাবি কম দামে বিক্রি করলে জানাবেন।😊

24/02/2024

মৃত্যু এসে একদিন বলবে, "your time is over, darling, let's go", চলো, এবার তোমার সময় শেষ। সবাইকে টা টা করে দাও। ঠিক তখনই আমাদের চলে যেতে হবে সেই না ফেরার দেশে। খুব কষ্ট হবে। কত না বলা কথা বাকি থেকে যাবে, কত কাছে আসার মুহূর্ত গুলো হারিয়ে যাবে। তখন no ego, no complex. মান-অভিমান, ভুল-বোঝাবুঝি, ঝগড়া, রাগ, ভালোবাসা কিচ্ছু থাকবে না, কিচ্ছুটি না। একটু ছুঁয়ে দেখা থাকবে না, কাঁধের ওপর মাথা রেখে কান্না থাকবে না।

শুধু চুল্লির আগুন অথবা ৬ ফুট জমি। তাই যতদিন আছি শুধু ভালোবেসে বাঁচলে ক্ষতি কি..!

25/01/2024

কুরবানি দেওয়ার জন্য বাজার থেকে দেখে শুনে “গরু” কিনে নিয়ে আসলাম। ওমা, কুরবানির দিন দেখি গরু বলতেছে, আমি নিজেকে মনে মনে “মুরগি” মনে করি। আমাকে কুরবানি দেওয়া জায়েজ না।

25/01/2024

চা ভেবে বিষ খেয়ে আমি যখন হাসপাতালে..🥺

হটাৎ এই পোষ্ট দেখে হাসতে হাসতে আমি বমি করে দিয়েছি, এখন আমি আগের থেকে অনেক সুস্থ আছি, ধন্যবাদ।।🙂

23/08/2023

বিবাহিত জীবনে সুখী ব্যক্তিরাই বেশি মোটা হন

বিস্তারিত কমেন্টে...

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
12/08/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

19/05/2023

ধন সম্পদ নিয়ে বড়াই করো না,
কাল আমার ৫ জিবি ছিলোl

আজকে আমি ফ্রি চালাই

🤗🤗🤗🤫🍌🥭🍊🍑🍉🍒🍓🌶️🌽🥦🥒🥬🧄🍆🥑🫑
05/10/2022

🤗🤗🤗🤫🍌🥭🍊🍑🍉🍒🍓🌶️🌽🥦🥒🥬🧄🍆🥑🫑

03/10/2022

তুমি কে...?
-মানবতার ফেরিওয়ালা।

কি করো...?
- ব্লাড ডোনেট করি🥰

বেতন কত...?
মুমূর্ষু রুগির বেঁচে যাওয়া প্রান🤲
বাৎসরিক আয় কত....?
- কয়েকটা পরিবারের মুখের হাসি💁

পেনশন কি...?
- মানবতা🥀♥️

পরিবার কিছু বলে না...?
- বলেতো কিন্তু পাত্তা দেই না🤦

লাভ কি এই কাজ করে...?
মানসিক প্রশান্তি🤲একটি প্রান বাঁচানোর আনন্দ🥰হাজারটা মায়ের হাসি🤲আর মানুষের আশীর্বাদ 🤲
আর কি চাই 🤲🥀💁🥰

03/10/2022

কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে।
আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে।

গভীর রাতে, কারো পাজেরো গাড়ি থামছে, নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে.!
কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।

কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে।

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে।

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে।

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা।
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে।

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...! ,
তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি।

.................nur....♥♥

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md nur rhoman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category