
28/07/2025
যুগ শেষে বলেছিলাম শুধু ই ভালোবাসি তোমারে, তুমি শুনেছিলে বুঝেছিলে কথা, তাল ছাড়া কথায় শুর দিয়েছিলে এলো মেলো ভঙ্গিতে ,তুমি খুঁজো নাই বোঝো নাই মোরে....
ভেবেছিলাম একাকিত্বের বিসর্জন দিবো তোমারে পেলে, সে আর কোথায় তুমি ছলনার মায়া ঘিরে দিয়ে গেলে আবারো সেই একাকিত্বকে সঙ্গি করে..... !
চাওয়া কেনো তবু দির্ঘশ্বাসে...
নিস্তব্দ করে পৃথিবীটাকে,কালেও ছিলে অকালেও ছিলে,নিজেকে হারিয়ে খুঁজেছি তোমারে...
তুমি ছলনায় হারিয়ে মানিয়েছো নিজেকে...
খুঁজে পাইনি আমি তাইতো চাওয়া দির্ঘশ্বাসে...!