Hm Abdul Hamid Sorkar

Hm Abdul Hamid Sorkar কাউকে অতিক্রম করতে চাই না,
ব্যতিক্রম হতে চাই, ♥️♥️💪♥️ইনশাআল্লাহ♥️💥

19/03/2025

-এমন দৃশ্য দেখার পরেও যদি কলিজায় আ'ঘাত না লাগে তাহলে নিঃসন্দেহে আপনার অন্তর ম'রে গিয়েছে..!

11/03/2025

বাপের হোটেলে খেলে বুঝা যায় না জীবন #কতটা #কঠিন 😭

23/02/2025

Life is maney

19/02/2025

Nic song

17/01/2025

কত সুন্দর

26/11/2024

হঠাৎ অসুস্থ হলে একটুখানি জ্বর কাশিতে
আদুরে বিড়াল ছানার মতো বুকের ওমে আগলে রাখবার,
বুক চেপে ধরা শ্বাসকষ্টে রাত বিরেতে ঘুম না এলে দূরালাপনির ওপার থেকে খোঁজ রাখবার,
কখনো বা অভিমানী গাল ফুলিয়ে খানা খাওয়া ছেড়ে ছুঁড়ে খালি পেটে ঘুমিয়ে গেলে...
ডেকে টেনে বসিয়ে মুখে তুলে খাইয়ে দেবার মানুষটা হারিয়ে গেলেও সাথেই থাকে স্মৃতির ছায়া,
পায়ে পা মিলিয়ে হেঁটে চলে সময়ের হাত ধরে অযাচিত টান এক পৃথিবী মায়া ;
তুমি আমার নাই বা হলে!

এই যে প্রায়ই কষ্টেরা সব ঐক্যবদ্ধ হয়ে মিছিলে নামে।
কখনো রাত গভীরে শূন্যতা জেঁকে ধরলে গলা জড়িয়ে তোমার নামের কান্নারা সব খেলা করে বুকের চাতালে ;
এও বা কম কিসে!

দূরত্বের হিসেব না হয় নাই কষলাম!
হয়তো গলার স্বরটা শুনতে পাই না, দু-নয়নে দেখতে পাই না দিগন্তবিস্তৃত দৃষ্টির সীমানায় খুঁজে পাই না তোমায়।
মন চাইলেই ছুঁয়ে দিতে পারি না, পারি না এক সময়ের কাছের মানুষের প্রিয়তম বুনো ফুলের মাতাল ঘ্রাণে মগ্ন হতে।
ভাগ্যে নেই তবুও তো অন্তরে বাহিরে ধ্রিয়মান তুমি,
তোমার একার আধিপত্য হৃদয় সাম্রাজ্যে জীবনের রন্ধ্রে রন্ধ্রে ;
কখনো কান্না হয়ে চোখজোড়া চুমে অস্তিত্বের জানান দিয়ে যাও আজও, তুমি ঠোঁটের কোণে এক চিলতে হাসির ছলে আগের মতই ছুঁয়ে আছ!!

অতঃপর মাইলকে মাইল দূরে থেকেও তাবৎ দুনিয়া ডুবেছে যে চোখের অতল সরোবরে,
উদাসী প্রিয় কাছের মানুষ হয়েও তুমি পড়তে পারলে না
সেই চোখের দর্পণে ভেসে থাকা অনুচ্চারিত ভাষা...
আফসোস!

#লিনুরআবোলতাবোল

Address

Rangpur

Telephone

+8801602931779

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hm Abdul Hamid Sorkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hm Abdul Hamid Sorkar:

Share