অতিরিক্ত কোনো কিছু ভালো না. ০০.০১

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • অতিরিক্ত কোনো কিছু ভালো না. ০০.০১

অতিরিক্ত কোনো কিছু ভালো না. ০০.০১ Do or Die.

?
31/01/2025

?

১০০% সঠিক🌹🌹🌹🌹✅জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খা...
02/01/2025

১০০% সঠিক🌹🌹🌹🌹✅

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।
জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।
কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।
জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।🖤

13/12/2024
13/12/2024

গত ১০/১২/২৪ ইং সশস্ত্রবাহিনীর সকল স্থরের সাবেক অফিসার, জেসিও এবং ওআরদ্বয়ের বাধ্যতামূলক (জোরপূর্বক), অবসর, অব্যাহতি, এবং বরখাস্ত সদস্যদের, অফিসার এবং সহযোদ্ধা প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত,"ঢাকা রিপোর্টার্স ইউনিটি" (DRU)'তে স্ব স্ব সেনা, নৌ, বিমান বাহিনীতে চাকুরীতে পূর্ণ:বহাল লক্ষ্যে সংবাদ সম্মেলন :-

গত ১০/১২/২৪ ইং সশস্ত্রবাহিনীর সকল স্থরের সাবেক অফিসার, জেসিও এবং ওআরদ্বয়ের বাধ্যতামূলক (জোরপূর্বক), অবসর, অব্যাহতি, এবং ...
13/12/2024

গত ১০/১২/২৪ ইং সশস্ত্রবাহিনীর সকল স্থরের সাবেক অফিসার, জেসিও এবং ওআরদ্বয়ের বাধ্যতামূলক (জোরপূর্বক), অবসর, অব্যাহতি, এবং বরখাস্ত সদস্যদের, অফিসার এবং সহযোদ্ধা প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত,"ঢাকা রিপোর্টার্স ইউনিটি" (DRU)'তে স্ব স্ব সেনা, নৌ, বিমান বাহিনীতে চাকুরীতে পূর্ণ:বহাল লক্ষ্যে সংবাদ সম্মেলন :-

্ত্র বাহিনীতে চাকরি'চ্যুতি-গু'ম, জাস্টিস ফর কমরেডসের সম্মেলন | DRU Press Meet | Deepto NewsFor more news check out our online news portal...

💯💯
18/11/2024

💯💯

দশম শ্রেণির এক ছেলেকে  দেওয়া, ক্লাস সেভেনের এক মেয়ের লাভ লেটার 😑
18/11/2024

দশম শ্রেণির এক ছেলেকে দেওয়া, ক্লাস সেভেনের এক মেয়ের লাভ লেটার 😑

সত্যি অসাধারণ সুন্দর
17/11/2024

সত্যি অসাধারণ সুন্দর

17/09/2024

🥰❤️❤️❤️❤️

13/09/2024

দৃশ্য

30/08/2024

Humm😭😭😭

29/08/2024

❤️❤️❤️🥰🥰🥰 প্রশান্তি

কপিসদ্য পদত্যাগ করা একজন প্রতিষ্ঠান প্রধানের কাহিনীঃ আমি যেহেতু প্রায় ২২ বছর যাবৎ  প্রতিষ্ঠান প্রধান হিসেবে ছিলাম তাই ব...
29/08/2024

কপি
সদ্য পদত্যাগ করা একজন প্রতিষ্ঠান প্রধানের কাহিনীঃ

আমি যেহেতু প্রায় ২২ বছর যাবৎ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ছিলাম তাই ব্যর্থতা আমারই।
প্রিয় এলাকাবাসী ক্ষমা করবেন চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমাদের যেমন সীমাবদ্ধতার অভাব নেই,
তেমন চেষ্টারও ত্রুটি ছিল না। কিন্তু পারিনি।

আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় ছাত্রদের জন্যে, ভাটি এলাকার এই কলেজটিও প্রতিষ্ঠিত হয়েছে দরিদ্র এলাকা ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার সুযোগ হাতের নাগালে পৌঁছে দেয়ার উদ্দেশ্য।

সুতরাং তাদের চাহিদা মোতাবেক সাজাতে হয়।
আমি আমার ছাত্রদেরকে নিজের সন্তানের মত ভালোবেসেছি।

তাদের উত্তম ভবিষ্যৎ এর জন্য চেষ্টা করেছি,
আদর দিয়েছি, সোহাগ করেছি, ধমক দিয়েছি,
বুকে টেনে নিয়েছি, কিন্তু চাহিদা পুরন করতে পারিনি।

ইদানিং এ আমার কিছু কথার দ্বারা আমি আমার সন্তানসম ছাত্রদেরকে বেশী কষ্ট দিয়ে ফেলেছি।

তাই তারা আমাকে আর চায়না। ক্ষমার কোনো সুযোগ‌ও নেই, বিচার ছাড়াই ফাঁসির ব্যবস্থা হয়ে গেছে।

আমি মেনে নিয়েছি।
সারা পৃথিবীতেই তো সন্তানের জীবন সাজাতে গিয়ে অনেক বাবা-মা রাই নিঃস্ব হচ্ছে, পথে বসছে। আমি ব্যতিক্রম হব কেন?

তারা তো কোমলমতি বুঝতে পারেনি এক বাবাকে শাস্তি দিতে গিয়ে তারা তার আরেক ভাই /বোনের রিজিক বন্ধের হাতিয়ার হয়েছে।

আমার কোমল মতি শিক্ষার্থীদের আর কি দোষ,
সারা বাংলাদেশে এত এত পদত্যাগ,
ওরা যদি একটা দু'টা পদত্যাগ না করাতে পারে।
তাহলে এটা তাদের ব্যর্থতা মনে হবে !

পৃথিবীর সব বাবার মত আমিও সব সময় আমার সন্তানের বিজয় দেখতে চাই।

আমি একজন ব্যর্থ মানুষ, তবুও স্বপ্ন দেখতাম এই ক্যাম্পাস থেকে সাদা কাফনে বা লাল গালিচায়,
ফুলেল শুভেচ্ছায় বিদায় হবো, আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। এক নিমিষেই সব শেষ।

এই শেষ বয়স এসে পৃথিবীর কারোর প্রতি আমার কোন অভিযোগ নেই, কষ্ট পেয়েছি, প্রাণ খুলে কেঁদেছি, হালকা হয়েছি, মেনে নিতে চেষ্টা করছি।

সবকিছুর ফয়সালাতো উপর থেকেই হয়।
আল্লাহর কাছে বলেছি "হে আল্লাহ তোমার দুনিয়া তো অনেক বড়, তুমি নিশ্চয়ই কোন না কোন জায়গায় আমার জন্য, আমার সন্তানের জন্য উত্তম রিজিক এবং সম্মানের ব্যবস্থা করে রেখেছো"।

'আমি আশা করতে চাই বা বলতে চাই.. বাংলাদেশের তথা পৃথিবীর কোন ছাত্র যেন তার নিকৃষ্ট শিক্ষকটিরও রিজিক বন্ধের হাতিয়ার না হয়।

কারণ, এই পদ্ধতি যে কত বেদনার, কত কষ্টের তা আমি ভক্তভুগি ভালোভাবে টের পেয়েছি।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when অতিরিক্ত কোনো কিছু ভালো না. ০০.০১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share