15/06/2025
এই পাহাড়ের নাম উগোংশান (武功山) এটি চীনের জিয়াংসি প্রদেশে অবস্থিত, মূলত পিংশিয়াং ও ইয়িচুন শহরের মাঝামাঝি।
এই পাহাড় বিখ্যাত তার বিস্তীর্ণ সবুজ ঘাসের চূড়া, মেঘের সমুদ্র (云海), রঙিন সূর্যোদয়, ও রাতের তারা ভরা আকাশের জন্য। এখানে গেলে মনে হয় আপনি মেঘের ওপরে হাঁটছেন এ যেনো প্রকৃতির কোলে এক স্বপ্নপুরী।
চুপচাপ বসে থাকা, পাহাড়ি বাতাসে চোখ বন্ধ করে নিঃশ্বাস নেওয়া—এটাই উগোংশানের আসল সৌন্দর্য।