Gameplay by Fahim

Gameplay by Fahim I’m Fahim, a passionate gamer from Bangladesh. This is my personal page, managed only by me. Thank you for being part of my gaming journey!

আমি ফাহিম, '১৮ সাল থেকে ই ফুটবল গেমের সাথে জড়িত।
নতুন করে আপনাদেরকে আমার জগতে স্বাগতম।

♦️ লাইভ ভিডিও প্রশ্নোত্তর
♦️ লাইভ গেমপ্লে
♦️ টিপস এবং ট্রিকস
♦️ ম্যাচ রিভিউ ভিডিও
♦️ ইনফরমেশন
♦️ টপ-আপ সুবিধা (হোয়াটসঅ্যাপ +8801303071466 কয়েন কে.নার প্রয়োজনে) I love sharing my own gameplay, especially eFootball, along with tips, fun moments, and gaming discussions.

🎮 Gaming is my way to connect, compete, and

create joy with people around the world.
💬 Feel free to comment or message anytime — I enjoy engaging with fellow gamers.

আমি ময়মনসিংহ থেকে ফেরার পথে সরাসরি রংপুরের বাসে উঠে পড়লে এক্সাক্টলি ফজরের ঘন্টাখানেক আগে নামিয়ে দেয় রংপুর বাস টার্মিনালে...
04/11/2025

আমি ময়মনসিংহ থেকে ফেরার পথে সরাসরি রংপুরের বাসে উঠে পড়লে এক্সাক্টলি ফজরের ঘন্টাখানেক আগে নামিয়ে দেয় রংপুর বাস টার্মিনালে। কিন্তু আমি আবার প্রচন্ড রকমের বাস লাভার, স্পেশালি হানিফ বাসের লাভার। এজন্য ঢাকা হয়ে তারপর আসি হানিফে।

সপ্তাহখানেক আগের কথা — টার্গেট ছিল ওইদিন রাত ১০ টার হানিফ ধরব ঢাকায় গিয়ে, সেই অনুযায়ী বেরিয়ে পড়লাম। রাত ৮ টার ওদিকে এয়ারপোর্টের আগের জায়গা উত্তরার আজমপুর থেকে একটা লোকাল বাসে উঠলাম। গন্তব্য গাবতলি। যেহেতু অনেকদূর রাস্তা, আবার লোকাল বাস, বাস যেন এগোচ্ছেই না।

মুটামুটি যখন মিরপুর সাড়ে এগারোর কাছাকাছি এলাম, শীতের আগমনী বাদলে ভিজতে ভিজতে একজন ছেলে, বয়স হবে ১৪-১৫ বড়জোর বাসে উঠল। মাথায় অনেকগুলো পানির বোতল। বাসে উঠে অনেক কান্নাকাটির সুরে বলতে লাগল, "দেখুন আজকে ঠান্ডা আবহাওয়া, বেশ ভালো বৃষ্টি পড়ছে। আজ গরম কম থাকায় আমার কোনো পানি বিক্রি হয়নি। বিক্রি না হলে আজ আমার পরিবারের সবাই না খেয়ে থাকবে।"

ভাই একটু অন্য প্রসঙ্গে আসি— অনেক বাস এক্সিডেন্ট হয়। দেখা যায় সবাই খুব আহত বা নিহত কিন্তু ড্রাইভার অক্ষত অবস্থায়। এরকম কেন? কারণ যেই ব্যক্তি সদকাহ করেন, হোক সেটা গোপনে বা প্রকাশ্যে, আল্লাহ তাকে সমস্ত অপ্রত্যাশিত মসিবত থেকে হেফাজত করেন। অনেক মানুষ তাদের এই দানশীলতার কারণে অনেক বালা মসিবত থেকে রক্ষা পান। এটুকু আপনাকে স্বীকার করতেই হবে।

চলুন আসল ঘটনায় যাই।
সারাদিন জার্নিতে থাকায় আপনাদের অনেকেই কয়েন পারচেসের জন্য মেসেজ দিয়ে রেখেছিলেন। মেসেজ তেমন দেখা হয়নি। সেগুলোরই রিপ্লাই করছিলাম জ্যামে বসে বসে। তখনি ছেলেটার এই কথা কানে গেল। মাথা তুলতেই দেখি খুব জরাজীর্ণ অবস্থা। চেহারা দেখে মোটেও ধান্দাবাজ মনে হল না।

খেয়াল করলাম ছেলেটার এই বর্ননা শুনার পরেও কেউ একটুও নড়ল চড়ল না। খুব অবাক হলাম আমি। মানুষ কেন যেন দিন দিন অমানবিক হয়ে যাচ্ছে!

ছেলেটাকে বললাম, "আমাকে একটা পানির বোতল দাও। আর বাকি বোতলগুলা যারা নিতে চায় তাদেরকে দিয়ে দাও আমার পক্ষ থেকে। আর কত টাকা হল হিসাব করে আমার কাছ থেকে নিয়ে নাও।"

ছেলেটাকে এই সহায়তা টুকু করতে পেরে যারপরনাই আনন্দিত হলাম। আমার পাশে বসা মেয়েটা তখন আমার ব্যাপারে জানতে আগ্রহী হল। অথচ বাসে উঠেছে অনেক আগেই। কিন্তু এতক্ষণ আমার প্রতি তার কোন আকর্ষণই ছিল না! কিন্তু এখন কেন যেন কথা বার্তা বলার জন্য ছটফট করতে লাগল। বুঝতে পারলাম আমার এই আচরণ দেখে ইম্প্রেসড হয়েছে।

কিন্তু আমার কি আর এসবের বয়স বা সময় আছে? তাই আর তাকে পাত্তা দিলাম না। নাম জানতে চাইল৷ নাম বলে আবারও মেসেজের রিপ্লাই করতে ব্যস্ত হয়ে পড়লাম। একবার আঁড়চোখে তাকিয়ে দেখলাম মেয়েটা আমার দিকেই তাকিয়ে। বুঝার চেষ্টা করছে আমি কী করছি।

অগত্যা নিজেই বললাম, "শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। এখন নিজের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। আসি।" বলে বাস থেকে নেমে এলাম গাবতলির একটু আগেই। 😄

ছবি: AI

"ভাই র‍্যাংক পুশ দেন লাইভে।"য়্যাহ! 🥵
04/11/2025

"ভাই র‍্যাংক পুশ দেন লাইভে।"

য়্যাহ! 🥵

When someone says, "Take care of yourself." 😑
03/11/2025

When someone says, "Take care of yourself." 😑

[প্রোমোশনাল পোস্ট]এসে গেল The Ice Rabbit খ্যাত van der Sar এর বক্স। এই বক্সে ইনি একজন Attacking Goalkeeper। সাথে রয়েছেন ...
03/11/2025

[প্রোমোশনাল পোস্ট]

এসে গেল The Ice Rabbit খ্যাত van der Sar এর বক্স। এই বক্সে ইনি একজন Attacking Goalkeeper। সাথে রয়েছেন অন্যান্য দুজন এপিক— Gareth Bale ও অন্যতম সেরা ফুলব্যাক Christian Panucci।

♦️কয়েন কেনার খুব প্রয়োজন হলে সরাসরি ইনবক্স করুন অথবা 01303-071466 হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।

♦️এন্ড্রয়েড ও আইফোনের জন্য কয়েন কিনতে পারবেন।

♦️এন্ড্রয়েডের ওয়ারেন্টি ও নন-ওয়ারেন্টি কয়েন এভেইলেবল।

এই বক্সে যারা ড্র দিবেন সবার জন্য শুভকামনা।

Just a reminder: it is November.
02/11/2025

Just a reminder: it is November.

প্রথমত, সবাই পেইড প্লেয়ার না। ফ্রিতে যা পাওয়া যায় তাই নিয়ে খেলতে হয়।দ্বিতীয়ত, কয়েন জমাইলে কোনামি এপিক দেয় না। আপনি যদি এ...
02/11/2025

প্রথমত, সবাই পেইড প্লেয়ার না। ফ্রিতে যা পাওয়া যায় তাই নিয়ে খেলতে হয়।

দ্বিতীয়ত, কয়েন জমাইলে কোনামি এপিক দেয় না। আপনি যদি এমন ২ জনকে দেখাতে পারেন যারা নির্দিষ্ট প্লেয়ারের জন্য ৫০০০ কয়েন জমিয়ে সেই প্লেয়ার পেয়ে গেছে, আমি এরকম আরো ২০ জনকে দেখাতে পারব তারা ৫০০০ কয়েন জমিয়ে টার্গেটেড প্লেয়ার দূরের কথা, একটা এপিকও পায়নি। কারণ হল কোনামির বিজনেস। পেস ১৮ থেকে ২০২১ এর মত আর নাই যে ২০০ কয়েনেই এপিক নেয়া সম্ভব। এখন টাকা যার, এপিক তার।

যাইহোক যারা ফ্রি প্লেয়ার আছেন, এই প্লেয়ারটাকে নিয়ে নেয়ার ট্রাই কইরেন। রেটিং কম হতে পারে, এবিলিটি কম হতে পারে— কিন্তু আপনার অন্যান্য ফ্রি পাওয়া সিবির চেয়ে কম না। অনেকজনকেই রিপ্লেস করতে পারবে ও।

আর যদি পেইড প্লেয়ার হন, আপনার কাছে এর চেয়ে ১০০ গুন বেটার সিবি আছে। সুতরাং এই পোস্ট আপনার জন্য প্রযোজ্য নয়। ❤️

01/11/2025

"Bro, it was just a Counter Attack."
Meanwhile the "Counter Attack":

দুর্বল নেটওয়ার্ক এর শোধনে আর খেলতে মন চাচ্ছেনা। :) তবে খুব ভালো ব্যাপার হল ইফুটবল লীগের মত কোন স্ক্রিপ্ট নাই এখানে।আপনি ...
01/11/2025

দুর্বল নেটওয়ার্ক এর শোধনে আর খেলতে মন চাচ্ছেনা। :)
তবে খুব ভালো ব্যাপার হল ইফুটবল লীগের মত কোন স্ক্রিপ্ট নাই এখানে।

আপনি ভালো পাসিং পারেন? আপনাকে ঠেকানো অসাধ্য।

আপনি একুরেট টাইমিং এ থ্রু খেলতে পারেন? আটকানো যাবেনা আপনার পাস।

আপনি ভালো ম্যাচ-আপ পারেন? যতই ফালাফালি করুক, অপনেন্ট স্পেস পাবে না।

সত্যি এই টুর্নামেন্ট গুলা এজন্য ভালো লাগে।

I do not know whether the MSN trio has another monumental celebration than the existing one in eFootball. As per checkin...
01/11/2025

I do not know whether the MSN trio has another monumental celebration than the existing one in eFootball. As per checking status, it is seen that a new file exists in the database entitling "goal_celebrate_memorial" which means another iconic goal celebration MSN trio thing is coming up.

Folks, get yourself ready. 💥

31/10/2025

লিজেন্ড ম্যাচে ডোমিনেট করে জিতলাম!

Full Match recap | eFootball | Legend Match event.

31/10/2025

ক্রয়েফ দেখলেন লাল কার্ড।
১০ জন নিয়ে লড়াই করলাম।

🔜, on Monday. ⚠️
30/10/2025

🔜, on Monday. ⚠️

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Gameplay by Fahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gameplay by Fahim:

Share