মানবতার ডাক - রক্তের বাঁধন

মানবতার ডাক - রক্তের বাঁধন ইচ্ছে আছে অনেক, থেমে নেই আবেগ। তাইতো স্বেচ্ছায় কাজ করতে , কাঁদে আমাদের বিবেক। মানবতার ডাক - রক্তের বাঁধন

13/09/2022

তোমায় আর কখনো নাম ধরে ডাকা হবে না !!!

09/08/2022

জীবনে চাওয়ার শেষ নেই 🤔🤔

06/08/2022

যে তোমায় ভরসা করে🌹🥀

05/08/2022

স্বার্থ যেখানে শেষ....!!!
বদনাম সেখানে শুরু 😢🤗🤔

02/08/2022

মিছে মায়ায় পড়ে লাভ কি!!!🌹🥀

31/07/2022

বন্ধুত্ব সবচেয়ে বড় সম্পদ 👍🤔🥀🌹

🥀প্রিয় মানুষটির নামে          একটি অভিযোগ করে যা-ও....!💔🖤🥀
16/07/2022

🥀প্রিয় মানুষটির নামে
একটি অভিযোগ করে যা-ও....!💔🖤🥀

ইচ্ছে থাকলে,  শত ব্যস্ততার মাঝেও মানবতার পাশে দাঁড়ানো যায়!
16/05/2022

ইচ্ছে থাকলে, শত ব্যস্ততার মাঝেও মানবতার পাশে দাঁড়ানো যায়!

13/05/2022

জুম্মা মোবারক!

10/05/2022
04/05/2022

Eid Mubarak

24/04/2022

মানবতার ভালোবাসার টানে নীলফামারী থেকে বোড়াগাড়ী গিয়ে পঞ্চমবারের বি পজেটিভ লাল ভালোবাসা।

21/04/2022

একজন মুমূর্ষু রোগীর যদি ইমার্জেন্সি ব্লাডের প্রয়োজন হয় আর তার ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় তখন সেই ব্লাড ম্যানেজ করা খুবই কঠিন হয়ে পড়ে।

A-, B-, O-, AB- যাদেরকে আমরা নেগেটিভ ব্লাড হিসেবে চিনি। বিশ্বে নেগেটিভ ব্লাড অধিকারী মানুষের সংখ্যা অপ্রতুল।

আর এই সুযোগটাই কাজে লাগায় একদল প্রতারক।

স্বাভাবিকভাবেই রোগীর লোক খুব সহজে নেগেটিভ ব্লাড ম্যানেজ করতে পারেন না। তখন তারা অনলাইনে বিভিন্ন রক্তদান সংগঠনের কাছে ব্লাড রিকুয়েষ্ট দিয়ে থাকেন। সেখান থেকে ফোন নাম্বার সংগ্রহ করে প্রতারকরা ফাঁদ পাতে।

প্রতারকরা কল দিয়ে জানায়, সে ব্লাড দিতে পারবে বা তার কাছে নেগেটিভ ব্লাড আছে। কিন্তু সিএনজি ভাড়া লাগবে অথবা বাইকে তেল শেষ।

ইমার্জেন্সি হওয়ায় রোগীর লোক ৫০০, ১০০০ টাকা বিকাশ করে দেয়। অনেকেই মনে করেন অল্প কিছু টাকা গেলে যাক, ব্লাড পেলেই হল। টাকা পাবার পর প্রতারকরা নাম্বার বন্ধ করে দেয়।

এদিকে অনেক রোগীর লোক প্রতারিত হয়ে সংগঠন বা স্বেচ্ছাসেবীদেরকে দায়ী করে। এতে তারাও বিব্রত হয়।

কিন্তু একজন প্রকৃত রক্তদাতা কখনোই টাকার বিনিময়ে রক্তদান করে না।

রক্তদানে তাই অগ্রীম লেনদেন করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে ডোনারকে ডোনেটের পর গাড়িভাড়া প্রদান করুন এবং যথাযথ আপ্যায়ন করুন।
#সংগৃহীত

19/04/2022

Badhan, Nilphamari govt. College unit

এক ব্যাগ রক্ত, একটি জীবন রক্ত দিন, জীবন বাঁচানরক্তের বিকল্প রক্তই হয়, রক্তের বিকল্প আর কিছুই নয়। আলহামদুলিল্লাহ প্রথম বা...
14/04/2022

এক ব্যাগ রক্ত, একটি জীবন
রক্ত দিন, জীবন বাঁচান
রক্তের বিকল্প রক্তই হয়, রক্তের বিকল্প আর কিছুই নয়। আলহামদুলিল্লাহ
প্রথম বারের মতো লাল ভালোবাসা দান করলেন স্নেহের ও ভালোবাসার ছোট ভাই মেহেদী ছিলাম।

ব্লাড গ্রুপ:- ও পজেটিভ
রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল।
ছোট তোমার জন্য রইল ভালোবাসা ও অনেক অনেক অভিনন্দন।
ডোনার এবং রোগীর জন্য দোয়া করবেন সকলে।💓

06/04/2022

আবারো নীলফামারীতে ট্রেনে কাটা পড়ল 😭😭
College station , Nilphamari .

Address

Rangpur
5350

Alerts

Be the first to know and let us send you an email when মানবতার ডাক - রক্তের বাঁধন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মানবতার ডাক - রক্তের বাঁধন:

Share