31/03/2024
বিশ্ববিখ্যাত আউলিয়া হযরত হাসান বসরীকে জিজ্ঞেস করা হল,আপনার ধার্মিকতার গোপন সূত্র কী???
তিনি বললেনঃ- আমি চারটি ব্যপারে অনুধাবন করেছি,সেগুলো হলঃ-
১/আমি জানি আমার রিজিক আর কাউকেই দেয়া হবে না, এজন্য আমার হৃদয় তৃপ্ত হয়ে গেছে।
২/আমি জানি, আমার করণীয় (ইবাদত) আর কেউ করে দিতে পারবে না, তাই আমি নিজেই সেগুলো করা শুরু করেছি।
৩/আমি জানি, আল্লাহ আমাকে দেখছেন, এজন্য আমি গুণাহ করতে লজ্জিত বোধ করি।
৪/ আমি জানি,মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে,এজন্য আমি আল্লাহর সাথে দেখা করার জন্য নিজকে তৈরী করতে শুরু করেছি।
আল্লাহ আমাদের বুঝার এবং আমল করার তাওফিক দান করুন..।
আমিন....।