Plabon Vlogs

Plabon Vlogs পরস্পর পরস্পরের সহযোগিতায় এগিয়ে যেতে হয়
(1)

আকাশের সৌন্দর্য্য💥💥
07/07/2025

আকাশের সৌন্দর্য্য💥💥

Busy Time😂
22/06/2025

Busy Time😂

অভিমানে কষ্ট বাড়ে
20/06/2025

অভিমানে কষ্ট বাড়ে

কি একটা জ্বালায় পরে গেছিপে-আউট সেটাপ অপশন ও দেয়না ফেসবুক আবার যে কয় ডলার জমা হয় সেগুলাও বৃথা চলে যায়😟কি আর করার সবই ফেসব...
11/06/2025

কি একটা জ্বালায় পরে গেছি
পে-আউট সেটাপ অপশন ও দেয়না ফেসবুক আবার যে কয় ডলার জমা হয় সেগুলাও বৃথা চলে যায়😟
কি আর করার সবই ফেসবুক মামার মর্জি

জীবনের কোন প্রাপ্তিতে অহংকারের যেমন সুযোগ নেই। তেমনি কোন অপ্রাপ্তিতে হতাশারও কোন সুযোগ নেই। জীবনের প্রাপ্তি - অপ্রাপ্তিগ...
01/06/2025

জীবনের কোন প্রাপ্তিতে অহংকারের যেমন সুযোগ নেই। তেমনি কোন অপ্রাপ্তিতে হতাশারও কোন সুযোগ নেই। জীবনের প্রাপ্তি - অপ্রাপ্তিগুলো আমাদের জন্য মহান আল্লাহ প্রদত্ত পরীক্ষা মাত্র। যার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বা ধৈর্য্য ধারণ করতে পারা, জীবনকে চূড়ান্ত সাফল্য এনে দেয়। সুতরাং বাহ্যিক নিয়ে ব্যস্ত না হয়ে, বাস্তবতাকে উপলব্ধি করতে হবে। ওনার প্রতি দৃঢ় বিশ্বাস, প্রার্থনা এবং যথাসাধ্য চেষ্টার সহিত সামনে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, ভাগ্যের ভাল - মন্দ ওনারই হাতে, বাহ্যিকে নয়।

পিজ্জা টাইম🧐🧐
31/05/2025

পিজ্জা টাইম🧐🧐

যে মিথ্যা বলে,সেও মিথ্যা কথা শুনতে পছন্দ করেনা,সত্য শুনতে চায়। যে প্রতারণা করে,সেও চায় অন্যজন লয়াল থাকুককখনো প্রতারণা না...
24/05/2025

যে মিথ্যা বলে,
সেও মিথ্যা কথা শুনতে পছন্দ করেনা,
সত্য শুনতে চায়।

যে প্রতারণা করে,
সেও চায় অন্যজন লয়াল থাকুক
কখনো প্রতারণা না করুক।

যে সন্দেহ করার মত কাজ করে,
সে সব কিছুতে সন্দেহ খুঁজে পায়।
চায় এমন কিছু না করুক,

যে চায় কেউ তাকে বুঝুক,
সে অন্যদের বুঝতে চায় না।
কেউ তাকে বুঝলেই হবে।

এরা হচ্ছে নিজে অন্যের কাছে চাইবে,
কিন্ত নিজের বেলায় সে তার উল্টো।
সাবধান এমন মানুষ থেকে।✅✅✅

যখন আপ‌নি রি‌জি‌কে বিশ্বাস কর‌বেন তখন আর অন্যকে কো‌নো‌কিছু‌ পে‌তে দেখ‌লে মন খারাপ হ‌বে না,হিংসা হ‌বে না,নি‌জে সে‌টি পা...
23/05/2025

যখন আপ‌নি রি‌জি‌কে বিশ্বাস কর‌বেন তখন আর অন্যকে কো‌নো‌কিছু‌ পে‌তে দেখ‌লে মন খারাপ হ‌বে না,
হিংসা হ‌বে না,
নি‌জে সে‌টি পান‌নি ব‌লে আফ‌সোস হ‌বে না।
কো‌নো‌কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা হ‌তে পা‌রে,
লোভ হ‌বে না।
হতাশা আস‌বে না,
ঘৃণা থাক‌বে না,
অন্যকে দোষা‌রোপ করা থাক‌বে না।
থাক‌বে কেবল প্র‌চেষ্টা ও প্রার্থনা।
থাক‌বে ক্ষমা ও সহানুভূ‌তি।

পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর তারপর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় ।
23/05/2025

পৃথিবীতে কেউ কারো নয়
শুধু সুখে থাকার আশায়
কাছে টানার ব্যর্থ প্রত্যয়,
আর তারপর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় ।

রং রূপ দিয়া আসলে খুব বেশিদিন কাউকে মুগ্ধ রাখা যায়না। দিনশেষে "কোয়ালিটি" আর "ফ্লেক্সিবিলিটি" জিনিসগুলা ফ্যাক্ট।মানুষ জন্ম...
23/05/2025

রং রূপ দিয়া আসলে খুব বেশিদিন কাউকে মুগ্ধ রাখা যায়না।
দিনশেষে "কোয়ালিটি" আর "ফ্লেক্সিবিলিটি" জিনিসগুলা ফ্যাক্ট।
মানুষ জন্মগত ভাবেই আশ্রয় চায়, ঘর চায়।
শান্তির চেয়ে স্বস্তি বেশি চায়।
আর সৌন্দর্য দিয়ে লাক্সারী হওয়া যায়,
নেসিসিটি হইতে গেলে কোয়ালিটি আর ফ্লেক্সিবিলিটি থাকা লাগে....

তুমি অদৃশ্য মেঘের সারিইচ্ছে করলেই কি আর তোমারে ছুইতে পারি?
22/05/2025

তুমি অদৃশ্য মেঘের সারি
ইচ্ছে করলেই কি আর তোমারে ছুইতে পারি?

এডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয়এডজাস্টমেন্ট মানে সুন্দর করে বাঁচা।
21/05/2025

এডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয়
এডজাস্টমেন্ট মানে সুন্দর করে বাঁচা।

Address

Rangpur
5710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Plabon Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share