Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ

Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ নির্যা‌তিত নিপী‌ড়িত শো‌ষিত মানু‌ষের কথা ব‌লি

অর্থ পিপাসু দাদন ব‌্যবসায়ী ও নারী লোভী জিয়ার আমল নামাপীরগ‌ঞ্জের চতরা ইউনিয়‌নের অর্থ পিপাসু দাদন ব‌্যবসায়ী ও নারী লোভী ...
03/09/2025

অর্থ পিপাসু দাদন ব‌্যবসায়ী ও নারী লোভী জিয়ার আমল নামা
পীরগ‌ঞ্জের চতরা ইউনিয়‌নের অর্থ পিপাসু দাদন ব‌্যবসায়ী ও নারী লোভী জিয়াউর রহমান জিয়ার আমলা নামা নি‌য়ে গোটা চতরায় চল‌ছে আলোচনা সমা‌লোচনা। সেই সা‌থে ফাঁস হ‌য়ে‌ছে চতরার আরেক ব‌্যবসায়ী আতিয়ার রহমান কে কিভা‌বে বিষ খাইয়ে দি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে সেই তথ‌্য। চল‌তি মা‌সের ১ সে‌প্টেম্বর সোমবার জিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে আতিয়ারের স্ত্রী সুমি বেগম পাওনা টাকা চাইতে গে‌লে জিয়ার সা‌থে কথা কাটাকা‌টির পর হাতাহা‌তি হয় এক পর্যা‌য়ে জনসম্মু‌খে প্রকাশ ক‌রে দেন স্বামী আতিয়ার রহমান‌কে কিভা‌বে বিষ খাইয়ে হত‌্যা করেছেন তারা।
এ সময় সুমী বেগম উত্তে‌জিত ক‌ন্ঠে ব‌লেন, জিয়ার কি‌নে দেয়া বিষ সু‌যোগ বু‌ঝে খাইয়ে‌ দেন তিনি। যার ফ‌লে মারা যায় স্বামী আতিয়ার।
এলাকাবাসী জানায়,পরকীয়া প্রেম ও আর্থিক লেনদেনের বিষ‌য়ে জিয়ার সঙ্গে সুমীর সম্পর্ক ছিল। সেই টাকা আত্মসা‌তের জন‌্য সুমীর সা‌থে তালবাহানা শু‌রু ক‌রে জিয়া। আতিয়া‌রের পরিবারের অ‌ভি‌যোগ, ‌জিয়া ও সুমী ২জন মি‌লে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তারা বলছেন, আতিয়ার ও জিয়া দুজ‌নেই ব‌্যবসায়ী হওয়ায় তা‌দের মা‌ঝে ভাল সম্পর্ক ছিল। এরই এক পর্যা‌য়ে জিয়ার সা‌থে আতিয়া‌রের স্ত্রীর অ‌বৈধ সম্পর্ক গ‌ড়ে । স্ত্রী তার সা‌থে বিশ্বাসঘাতকতা করেছে।
Jiaur Rahaman Chatra somoynews.tv Kaler Kantho BBC News বাংলা Daily Jugantor Soumik Surovi Salma Sristi Jamuna Television Jannatul Bushra Pobitro Kumar

পীরগ‌ঞ্জে পদব‌ঞ্চিত নেতাকর্মী‌রা বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পালন ক‌রে‌ছে।রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দ...
02/09/2025

পীরগ‌ঞ্জে পদব‌ঞ্চিত নেতাকর্মী‌রা বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পালন ক‌রে‌ছে।

রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পদবঞ্চিত নেতাকর্মীরা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। সোমবার বিকেলে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাকর্মীরা অবিলম্বে উপজেলার ১৫টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান। সাবেক সহ-সভাপতি রমজান আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-০৬ পীরগঞ্জ আস‌নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান পল্টন বক্তৃতা ক‌রেন। এ সময় তি‌নি বলেন, ইউনিয়ন কমিটি ছাড়া উপজেলা কমিটি কীভাবে গঠিত হলো, তার বৈধতা নিশ্চিত করতে হবে। এছাড়াও, বিভিন্ন ইউনিয়নের সাবেক সভাপতি আরিফ হোসেন, জাকির হোসেন এবং মিজানুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা দলের তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। আলোচনা সভা শেষে একটি আনন্দ র‍্যালি বের করা হয়, যা উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

#‌বিএন‌পি
Habibur Rahman Polton Shah Kazal BBC News বাংলা Daily Jugantor Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ Soumik Surovi somoynews.tv

31/08/2025

পীরগ‌ঞ্জে খাসজ‌মি দখল ক‌রে বি‌ক্রির প্রতিবা‌দে মানববন্ধন ও বি‌ক্ষোভ সমা‌বেশ ক‌রেছে বড়আলমপুর ইউনিয়নবাসী।

পীরগ‌ঞ্জে সেনাবা‌হিনীর যৌথ অ‌*ভিযা‌নে বিপুল প‌রিমাণ রি‌য়েক্ট‌িফাইভসহ ২ জন আ*টকরংপুরের পীরগঞ্জের জামতলা নামক স্থা‌নে বৃহ...
21/08/2025

পীরগ‌ঞ্জে সেনাবা‌হিনীর যৌথ অ‌*ভিযা‌নে বিপুল প‌রিমাণ রি‌য়েক্ট‌িফাইভসহ ২ জন আ*টক

রংপুরের পীরগঞ্জের জামতলা নামক স্থা‌নে বৃহস্প‌তিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী ও পু‌লি‌শের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নে*শা জাতীয় রি‌য়ে‌ক্টিফাইভসহ দুজনকে আ*টক ক‌রে‌ছে ।।। আ*টককৃতরা হলেন উপ‌জেলার শা‌নেরহাট ইউনি‌য়নের হ‌রিরামসাহাপুর গ্রা‌মের বসন্ত চ‌ন্দ্রের ছে‌লে শ্রী সুকান্ত চন্দ্র বর্মন (৩৪) একই গ্রা‌মের রাবু হো‌সে‌নের ছে‌লে মো: রাকিব হোসেন (২২)। এই রি‌পোর্ট লেখা পর্যন্ত ওই চালা‌নে কত বোতল রি‌য়ে‌ক্টিফাইভ আছে তা গনণার কাজ চল‌ছে।
somoynews.tv Kaler Kantho Soumik Surovi Salma Sristi Pobitro Kumar

সাংবাদিক তুহিন হ*ত্যার প্র*তিবা*দে পীরগঞ্জে মা*ন*বব*ন্ধন অনু‌ষ্ঠিত গাজীপুরের সাংবাদিক তুহিন হ*ত্যার প্র*তিবা*দে ও সাংবাদ...
09/08/2025

সাংবাদিক তুহিন হ*ত্যার প্র*তিবা*দে পীরগঞ্জে মা*ন*বব*ন্ধন অনু‌ষ্ঠিত


গাজীপুরের সাংবাদিক তুহিন হ*ত্যার প্র*তিবা*দে ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নি*রাপ*ত্তা নিশ্চিতের দাবিতে মা*নব*ব*ন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লবের সামনে ওই মান*বব*ন্ধন হয়।
মা*নবব*ন্ধ*ন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শাহ মোহাম্মদ সাদা মিয়া, যুগ্ন আহ্বায়ক মোস্তফা মিয়া, সাংবাদিক বখতিয়ার রহমান, আঃ হাকিম ডালিম, এম এ গণি, আব্দুল করিম সরকার, হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন কালে স*ন্ত্রা*সী*দের হাতে নৃ*শং*স হ*ত্যা*কা*ন্ডের শি*কার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মা*রধ*র করে স*ন্ত্রা*সীরা।
বক্তারা আরোও বলেন সারাদেশে সাংবাদিক হ*ত্যা ও নি*র্যাত*নের ঘটনা যেভাবে বেড়ে চলছে, তা দেশের জন্য অশুভ সংকেত। সাংবাদিকরা দেশের জন্য, গণতন্ত্রের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করেন। সাংবাদিক হ*ত্যা ও সাংবাদিকদের উপর নি*র্যা*তন অব্যাহত থাকলে থাকলে স্বাধীন মত প্রকাশ অসম্ভব হয়ে পড়বে। দেশের প্রকৃত গণতন্ত্র ব্যহত হবে, এসব ঘটনা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বড় বাঁ*ধা। সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হ*ত্যাকা*ন্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমুলক শা*স্তি দাবী করেন।

#সাংবাদিক #তু‌হিন #হত‌্যা #প্রতিবাদ #মানববন্ধন পীরগঞ্জের হালচাল Salma Sristi Soumik Surovi BBC News বাংলা somoynews.tv Kaler Kantho Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ Daily Jugantor

09/08/2025

গাজীপু‌রে সাংবা‌দিক তু/হি/ন হ*ত‌্যার প্রতি*বা‌দে পীরগঞ্জ প্রেসক্লা‌বের আয়োজ‌নে মান*বব*ন্ধন অনু‌ষ্ঠিত।

#সাংবা‌দিক #হত‌্যা #মানববন্ধন somoynews.tv BBC News বাংলা Shadhin Mia fans Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ

পীরগঞ্জের ভেন্ডাবাড়ীতে প্রবাসীর স্ত্রীর গ*লাকা*টা লা*শ উ*দ্ধাররংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ী‌তে প্রবাসীর স্ত্রীর গলাকাটা ল...
01/08/2025

পীরগঞ্জের ভেন্ডাবাড়ীতে প্রবাসীর স্ত্রীর গ*লাকা*টা লা*শ উ*দ্ধার

রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ী‌তে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধ‌ার ক‌রে‌ছে পু‌লি‌শ। নি*হ*ত নারী ওই ইউনিয়নের ভবানীপুর (বাদিপাড়া) গ্রামে প্রবাসী সাজু মিয়ার স্ত্রী আসমা বেগম (৪২) নিজ বাসভবনে খু*ন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে তাকে ধারালো অ*স্ত্র দিয়ে গ*লাকে*টে হ*ত্যা করা হয়। হ*ত্যাকা*ন্ডের পর তার একটি হাতের আঙ্গুল বি*চ্ছি*ন্ন অবস্থায় ঝুলে থাক‌তে দেখা যায়। নি*হ*ত আসমার বাবার বাডী উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নি*হ*ত আসমার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত। আসমা বেগম একাই ভবানীপুরে স্বামীর বাড়িতে বসবাস করতেন। গত ৩১ জুলাই রাত ৮ টা থেকে ৯ টার মধ্যে প্রবাসী স্বামীর সাথে আসমা বেগমের ফোনে কথা হয়। এরপর ওই রাতেই আরো কয়েকবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে স্বামী সাজু মিয়া স্থানীয় বাসিন্দা রাজ্জাক মিয়ার ছেলে তারাজুল কে ফোন করে খোঁজ নিতে বলেন। রাত ১২ টার দিকে তারাজুল গিয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে গ্রামের লোকজন কে ডেকে প্রাচীর টপকে বাড়ীর ভেতর প্রবেশ করে দক্ষিণ পার্শ্বের রুমের মেঝেতে র*ক্তা*ক্ত অবস্থায় আসমাকে পড়ে থাকতে দেখেন। এরপর ভেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খাইরুল ইসলাম কে অবহিত করেন। খবর পেয়ে পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌছে লা*শ থানায় নিয়ে আসেন। গতকাল শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য লাশ রংপুর ম*র্গে প্রেরণ করা হয়।
ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, হ*ত্যাকা*ন্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। হ*ত্যার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই হ*ত্যাকা*ন্ড সং*ঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

fans BBC News বাংলা

পীরগঞ্জে সাংস্কৃতিক উৎসব ও ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন রংপুরের পীরগঞ্জে ৪ দিন ব্যাপি ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতি অনুষ্ঠ...
27/07/2025

পীরগঞ্জে সাংস্কৃতিক উৎসব ও ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

রংপুরের পীরগঞ্জে ৪ দিন ব্যাপি ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। রন বিশ্বসাহিত্য কেন্দ্রে ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্র্তীর সঞ্চালনায় উৎসবের উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দীন শাহ্, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক আবু আজাদ বাবুল, বাংলাদেশ স্কাউট পীরগঞ্জ উপজেলা শাখা সাধারন সম্পাদক আনিসুর রহমান প্রমুখ। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলার স্টল উন্মুক্ত থাকবে। আগামী ৩০ জুলাই বুধবার পর্যন্ত মেলা চলবে। মাঠ পর্যায়ে মেলা আয়োজনে সহযোগী মেটলাইফ ফাউন্ডেশন। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে পীরগঞ্জ উপজেলা প্রশাসন।
পীরগঞ্জের হালচাল somoynews.tv Kaler Kantho

পীরগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল-শিক্ষকদের মা*নবব*ন্ধন  প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অন্তর...
24/07/2025

পীরগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল-শিক্ষকদের মা*নবব*ন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে রংপুরের পীরগঞ্জে মান*বব*ন্ধন, স্মারক লিপি প্রদান ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মান*বব*ন্ধন ও প্র*তিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা মান*বব*ন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্টারগার্টেন সোসাইটির কেন্দ্রিয় কমিটির সাংগাঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান সাইদুর, শিক্ষক নুরে আলম, মোতাল্লেব হোসেন, মিজানুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ । বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখসহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে,” সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বে-সরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না”। বৈ*ষম্য*হীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনো ভাবেই মেনে নেয়া যায় না। বক্তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও বলেন সারা দেশের সব ধরনের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেয়া হবে না। বক্তারা এ ব্যাপারে সরকারের আশ হস্তক্ষেপ দাবি করেন। পরে কিন্ডারগার্টেন শিক্ষদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন। উক্ত মান*বব*ন্ধনে উপজেলার ৮০টি কিন্ডার গার্টেনের শিক্ষক/শিক্ষিকাগন অংশ গ্রহন করেন।

পীরগঞ্জের হালচাল Shah Md Rezaul Karim somoynews.tv

পীরগঞ্জ উপ‌জেলার স‌র্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী‌দের মা‌ঝে পুরস্কার প্রদান কর‌ছেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা খা‌দিজা বেগ...
23/07/2025

পীরগঞ্জ উপ‌জেলার স‌র্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী‌দের মা‌ঝে পুরস্কার প্রদান কর‌ছেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা খা‌দিজা বেগম।
#পীরগঞ্জ Shah Md Rezaul Karim fans Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ somoynews.tv

আ হা মত প্রকা‌শের স্বাধীনতা....................
22/07/2025

আ হা মত প্রকা‌শের স্বাধীনতা....................

গভীর শো*কাহ*ত।
22/07/2025

গভীর শো*কাহ*ত।

Address

Rangpur
5470

Telephone

+8801912911474

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ:

Share