
09/08/2025
সাংবাদিক তুহিন হ*ত্যার প্র*তিবা*দে পীরগঞ্জে মা*ন*বব*ন্ধন অনুষ্ঠিত
গাজীপুরের সাংবাদিক তুহিন হ*ত্যার প্র*তিবা*দে ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নি*রাপ*ত্তা নিশ্চিতের দাবিতে মা*নব*ব*ন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লবের সামনে ওই মান*বব*ন্ধন হয়।
মা*নবব*ন্ধ*ন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শাহ মোহাম্মদ সাদা মিয়া, যুগ্ন আহ্বায়ক মোস্তফা মিয়া, সাংবাদিক বখতিয়ার রহমান, আঃ হাকিম ডালিম, এম এ গণি, আব্দুল করিম সরকার, হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন কালে স*ন্ত্রা*সী*দের হাতে নৃ*শং*স হ*ত্যা*কা*ন্ডের শি*কার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মা*রধ*র করে স*ন্ত্রা*সীরা।
বক্তারা আরোও বলেন সারাদেশে সাংবাদিক হ*ত্যা ও নি*র্যাত*নের ঘটনা যেভাবে বেড়ে চলছে, তা দেশের জন্য অশুভ সংকেত। সাংবাদিকরা দেশের জন্য, গণতন্ত্রের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করেন। সাংবাদিক হ*ত্যা ও সাংবাদিকদের উপর নি*র্যা*তন অব্যাহত থাকলে থাকলে স্বাধীন মত প্রকাশ অসম্ভব হয়ে পড়বে। দেশের প্রকৃত গণতন্ত্র ব্যহত হবে, এসব ঘটনা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বড় বাঁ*ধা। সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হ*ত্যাকা*ন্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমুলক শা*স্তি দাবী করেন।
#সাংবাদিক #তুহিন #হত্যা #প্রতিবাদ #মানববন্ধন পীরগঞ্জের হালচাল Salma Sristi Soumik Surovi BBC News বাংলা somoynews.tv Kaler Kantho Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ Daily Jugantor