Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ

Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ নির্যা‌তিত নিপী‌ড়িত শো‌ষিত মানু‌ষের কথা ব‌লি

পীরগ‌ঞ্জে আবু সাঈদ স্মৃতি স্মর‌ণে হাডুডু টুর্নামেন্টের উদ্বোধনরংপুরের পীরগ‌ঞ্জে উৎসবমুখর পরিবেশে আবু সাঈদ স্মৃতি স্মর‌ণে...
31/10/2025

পীরগ‌ঞ্জে আবু সাঈদ স্মৃতি স্মর‌ণে হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন

রংপুরের পীরগ‌ঞ্জে উৎসবমুখর পরিবেশে আবু সাঈদ স্মৃতি স্মর‌ণে হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার রা‌তে এসোগ‌ড়ি সমাজ বহুমূখী সমবায় স‌মি‌তির আয়োজ‌নে পাঁচগাছী ইউনিয়‌নের জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ‌্যালয় মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর জেলা বিএন‌পির আহ্বায়ক সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সাইফুল ইসলাম বলেন, দেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা পুনরুজ্জীবিত করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ মন-মানসিকতা গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তি‌নি যুব সমাজ‌কে বে‌শি বে‌শি ক্রীড়‌া প্রতি‌যো‌গিতার আয়োজন কর‌তে সকল ধর‌নের সহ‌যো‌গিতার আশ্বাস প্রদান ক‌রেন ।
তি‌নি আরও ব‌লেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, তাঁর স্মৃতিকে ধরে রাখতে ও তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই টুর্নামেন্টের আয়োজন গুরত্বপূর্ণ ভূ‌মিকা রাখ‌বে।
এ সময় উপ‌স্থিত ছি‌লেন, পীরগঞ্জ উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি মাহমুদুননবী চৌধুরী পলাশ, সাংগাঠ‌নিক সম্পাদক শা‌হিনুজ্জামান শাহীনসহ স্থানীয় বিএন‌পির নের্তৃবৃন্দ।
টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৮টি দল অংশগ্রহণ করছে। মাঠে উপস্থিত হাজারো দর্শকের উল্লাসে পুরো মাঠ যেন উৎসবে মুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, নক-আউট পদ্ধতিতে চলমান এই প্রতিযোগিতার ফাইনাল খেলায় বিজয়ী দলের জন্য রয়েছে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার।
#আবুসাঈদ #হাডুডু #টুর্না‌মেন্ট #উদ্বোধন Saiful Islam Saiful Mahomudunnabi Polash Md Bokhtier Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ Alo tv 24 Centrist Nation TV Md Abdul Majed BNP Media Cell

পীরগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের তফশীল ঘোষণারংপুরের পীরগঞ্জ প্রেক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ এর তফশীল ঘোষণা করা হয়েছে...
30/10/2025

পীরগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের তফশীল ঘোষণা

রংপুরের পীরগঞ্জ প্রেক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ এর তফশীল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন ৩ কমিশনারের উপস্থিতিতে এ তফশীল ঘোষনা করা হয়।
ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২২ নভেম্বর শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১ ও ২ নভেম্বর এবং জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর বিকেল ৪ পর্যন্ত। যাচাই বাছাই হবে ৩ নভেম্বর, আপিল আপত্তি ৪ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৫ নভেম্বর এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ৬ নভেম্বর বিকেল ৪ ঘটিকা।
এসময় নির্বাচন কমিশন জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের অংশগ্রহণে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, পীরগঞ্জ প্রেসক্লাব উপজেলা সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন, যেখানে জ্যেষ্ঠ ও নবীন সংবাদকর্মীরা কাজ করছেন স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে। তফশীল ঘোষণার পর থেকে সকস্যদের মাঝে ভোটের আমেজ বিরাজ করছে।
প্রকাশ থাকে জ্যেষ্ঠ সাংবাদিক হাসান আলী প্রধান, এম এ গনি ও আজাদুল ইসলাম নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবে।

পীরগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতরংপুরের পীরগঞ্জে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যু...
28/10/2025

পীরগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরের পীরগঞ্জে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ পৌর যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাহেনুজ্জামান খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক শাহ্ জিল্লুর রহমান জেমস, প্রধান বক্তা বক্তব্য রাখেন,পীরগঞ্জ পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি শাহিদুল ইসলাম মন্ডল সেবু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ প্রচার সম্পদক মনিরুজ্জামান মনি, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ফকরুল হাসান রয়েল, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি আনছার আলী, পৌর যুবদলের সিনিয়র সম্পাদক রেজাউল করিমসহ জেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
#যুবদল #‌বিএন‌পি #প্রতিষ্ঠাবা‌র্ষিকী

পীরগ‌ঞ্জে দৈ‌নিক মানবকণ্ঠ পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত। #মানবকণ্ঠ  #প্রতিষ্ঠা  #বা‌র্ষিক‌ী Pobitro Kumar Sa...
25/10/2025

পীরগ‌ঞ্জে দৈ‌নিক মানবকণ্ঠ পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত।
#মানবকণ্ঠ #প্রতিষ্ঠা #বা‌র্ষিক‌ী Pobitro Kumar Salma Sristi Razu Mandol Jannatul Bushra Alo tv 24

সাংবাদিক মিলনের মায়ের দাফন সম্পন্নপীরগঞ্জ প্রেসক্লাবের সা‌বেক সাধারন সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার প‌ীরগঞ্জ উপ‌জেলা প্...
24/10/2025

সাংবাদিক মিলনের মায়ের দাফন সম্পন্ন

পীরগঞ্জ প্রেসক্লাবের সা‌বেক সাধারন সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার প‌ীরগঞ্জ উপ‌জেলা প্রতিনিধি সাংবাদিক মাজহারুল আলম মিলনের মাতা মাহফুজা বেগম (৬৫) এর দাফন সম্পন্ন হ‌য়ে‌ছে।
বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ‌্য গতকাল বৃহস্প‌তিবার রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাত‌লে চি‌কিৎসাধীন অবস্থা তি‌নি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে পীরগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
#দাফন #সাংবাদিক #‌মিলন Mazharul Alam Milon

23/10/2025

পীরগ‌ঞ্জে অ‌বৈধ ট্রাক্ট‌রের ধাক্কা প্রাণ হারাল ২জন!

বিস্তা‌রিত আস‌ছে......

পীরগঞ্জে ব্যবসায়ীর ঝু*লন্ত ম*রদে*হ উদ্ধার! রংপুরের পীরগঞ্জে এক ব্যবসায়ীর ঝু*লন্ত ম*রদে*হ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার...
23/10/2025

পীরগঞ্জে ব্যবসায়ীর ঝু*লন্ত ম*রদে*হ উদ্ধার!

রংপুরের পীরগঞ্জে এক ব্যবসায়ীর ঝু*লন্ত ম*রদে*হ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বড়দরগাহ্ ইউপির বড়দরগাহ্ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওই ম*রদে*হ উদ্ধার করা হয়। নি*হ*ত ব্যবসায়ীর নাম সাদ্দাম হোসন, (২৫)। তিনি দীর্ঘদিন ধরে বড়দরগাহ্ বাজারে ‘সাদ্দাম টেলিকম’ নামে মোবাইল রিচার্জ ও মোবাইল ব্যাংকিংয়ের দোকান পরিচালনা করতেন। তিনি হাজিপুর সাহাপাড়া গ্রামের সাবক ইউপি সদস্য মধু মিয়ার ছেলে।
#আত্মহত‌্যা #পীরগঞ্জ #রংপুর Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ somoynews.tv Pobitro Kumar Habibur Rahman Polton Razu Mandol Jannatul Bushra

পীরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিনু খান মা*রা গে‌ছেনরংপুরের পীরগঞ্জ সদর ইউনিয়নের ২ বা‌রে নির্বা‌চিত সাবেক চেয়ারম্...
20/10/2025

পীরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিনু খান মা*রা গে‌ছেন

রংপুরের পীরগঞ্জ সদর ইউনিয়নের ২ বা‌রে নির্বা‌চিত সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মিনু খান মারা গে‌ছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সন্ধ‌্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রো*গে ভুগছিলেন। মৃ*ত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃ*ত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শো*ক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
#‌মিনুখ‌ান #‌শোকসংবাদ Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ BBC News বাংলা Pobitro Kumar Habibur Rahman Polton Razu Mandol Jannatul Bushra Md Soumik Miah MD Shahed Prodhan

পীরগ‌ঞ্জের খেজমতপু‌রে দাদী‌কে গলা কে‌*টে হ/ত‌্যা/র অ‌ভি‌যো‌গে না‌তি গ্রে*ফতার: হ*ত‌্যায় ব‌্যবহৃত চাকু উদ্ধার।       fan...
20/10/2025

পীরগ‌ঞ্জের খেজমতপু‌রে দাদী‌কে গলা কে‌*টে হ/ত‌্যা/র অ‌ভি‌যো‌গে না‌তি গ্রে*ফতার: হ*ত‌্যায় ব‌্যবহৃত চাকু উদ্ধার।
fans Salma Sristi Daily Jugantor Kaler Kantho BBC News বাংলা Habibur Rahman Polton Md Soumik Miah Jannatul Bushra Centrist Nation TV Razu Mandol

পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় নবজাত ও মা‌য়ের মৃ*ত্যু: ক্লি‌নিক ভা*ঙ্গচুর ক‌রে অ*গ্নিসংযোগের চেষ্টাগাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চি...
18/10/2025

পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় নবজাত ও মা‌য়ের মৃ*ত্যু: ক্লি‌নিক ভা*ঙ্গচুর ক‌রে অ*গ্নিসংযোগের চেষ্টা

গাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃ*ত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষু*ব্ধ হ‌য়ে রোগীর স্বজনরা “মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে” ভা*ঙ্গচুর চালি‌য়ে অগ্নিসংযোগের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি ঘটেছে ১৮ অক্টোবর শ‌নিবার সকালে পলাশবাড়ী পৌর শহরে। নিহ*ত প্রসূতি পারভীন আক্তার পারুল বেগম (২৫), গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার জামালপুর গ্রামের বাদশা মিয়ার কন্যা এবং উপজেলা মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের শামিম মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয়রা জানায়, পারুল বেগম প্রসব বেদনা অনুভব করলে তাকে শুক্রবার রাতে পলাশবাড়ীর মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ভর্তি করা হয়। শনিবার সকালে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনের কিছুক্ষণ পরেই নবজাতক ও প্রসূতি মা মা*রা যায়।

এই ঘটনায় রোগীর স্বজন ও স্থানীয়রা ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসাকে দায়ী করে ক্ষো*ভ প্রকাশ করেন। এসময় উত্তে‌জিত হ‌য়ে ক্লিনিকে ভাঙচুর চালান। একপর্যায়ে অ*গ্নিসংযোগের চেষ্টাও করা হয়। পরে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষ‌য়ে ক্লিনিকের কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পলাশবাড়ী থানার ওসি জানান, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, তদন্ত চলছে।”
নিহত পারুল বেগমের পরিবার ও স্থানীয়রা স‌ফিক তদন্ত ক‌রে চিকিৎসক ও ক্লিনিক মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
fans Salma Sristi Md Soumik Miah Muni Chakma

পীরগ‌ঞ্জে বেসরকা‌রি ক‌লেজ শিক্ষক পরিষ‌দের ‌বি‌*ক্ষোভ সমা‌বেশ #‌শিক্ষকধর্মঘট  #কলেজ  #মাদ্রাসা Voice Of Pirganj - ভয়েস অ...
14/10/2025

পীরগ‌ঞ্জে বেসরকা‌রি ক‌লেজ শিক্ষক পরিষ‌দের ‌বি‌*ক্ষোভ সমা‌বেশ

#‌শিক্ষকধর্মঘট #কলেজ #মাদ্রাসা Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ somoynews.tv BBC News বাংলা Daily Jugantor Kaler Kantho Salma Sristi Razu Mandol Jannatul Bushra Muni Chakma

পীরগঞ্জে শিক্ষকদের কর্মবিরতি পাঠদান ব*ন্ধ রংপুরের পীরগঞ্জ উপজেলার বেসরকারী এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কর্ম বির...
13/10/2025

পীরগঞ্জে শিক্ষকদের কর্মবিরতি পাঠদান ব*ন্ধ

রংপুরের পীরগঞ্জ উপজেলার বেসরকারী এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কর্ম বির‌তি চলায় পাঠদ‌ান বন্ধ র‌য়ে‌ছে। কর্ম বির‌তি চল‌ছে উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসাসহ কারিগরি ভোকেশনাল পর্যায়ের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার সকাল থেকে পাঠদান বন্ধ রয়েছে।
আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, কর্মচারীদের উৎসব ভাতাসহ বেতন বৈষম্য নিরসন, পদোন্নতির সুযোগ বৃদ্ধি, এমপিওভুক্ত শিক্ষকদের সরকারি চাকুরির সমমান সুযোগ প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছেন। সরকারের পক্ষ থেকে কোন সন্তোষজনক সিদ্ধান্ত না আশায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মবিরতির প্রভাব পড়েছে। অনেক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে তালা ঝুলিয়ে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন।
পীরগঞ্জ কসিমন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পরীক্ষা সামনে, অথচ ক্লাস হচ্ছে না। এতে আমাদের পড়াশোনা ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমরা চাই সরকার দ্রæত সমাধান করুক।
শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, আমরা কোনো ভাবেই ক্লাস বন্ধ রাখতে চাই না। কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েও আমাদের দাবিগুলো পূরণ করছে না। তাই আন্দোলন ছাড়া এখন আর আমাদের কোনো পথ নেই।”
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু জানান, দেশের ৯৮ ভাগ শিক্ষার্থীকে পাঠদান করে থাকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। মাত্র দুই ভাগ শিক্ষার্থীকে পাঠদান করে থাকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সেখানে সরকারি শিক্ষকদের তুলনায় সুযোগ সুবিধার দিক দিয়ে আমরা ৯৮ ভাগ পিছিয়ে। আমাদের চিকিৎসা ভাতা ৫’শ টাকা আর বাড়ি ভাড়া মাত্র ১ হাজার টাকা। তাই আমরা সরকারের কাছে আমাদের দাবি আদায়ে কর্ম বিরতি পালন করছি।
পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, “শিক্ষকদের যৌক্তিক দাবির সাথে আমি একমত। বর্তমান সরকার খুব ভালো। আশা করছি খুব দ্রæত এ সমস্যা সমাধান হবে।” শিক্ষকরা আবারও পাঠদানে মনোনিবেশ করবে।
অন্যদিকে, শিক্ষার্থী ও অভিভাবকরা মনে করছেন, দীর্ঘ সময় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলে তাদের একাডেমিক ক্ষতি পূরণ করা কঠিন হবে। তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে দ্রুত শিক্ষক-সরকারের মধ্যে সমঝোতা হয় এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

#কর্মবির‌তি #‌শিক্ষকধর্মঘট #পাঠদান #বিদ্যালয় Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ fans Kaler Kantho Abu Azad Bablu DC Rangpur Pobitro Kumar Jamuna Television Razu Mandol

Address

Rangpur
5470

Telephone

+8801912911474

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ:

Share