31/10/2025
পীরগঞ্জে আবু সাঈদ স্মৃতি স্মরণে হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন
রংপুরের পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে আবু সাঈদ স্মৃতি স্মরণে হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এসোগড়ি সমাজ বহুমূখী সমবায় সমিতির আয়োজনে পাঁচগাছী ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সাইফুল ইসলাম বলেন, দেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা পুনরুজ্জীবিত করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ মন-মানসিকতা গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি যুব সমাজকে বেশি বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, তাঁর স্মৃতিকে ধরে রাখতে ও তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই টুর্নামেন্টের আয়োজন গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুননবী চৌধুরী পলাশ, সাংগাঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীনসহ স্থানীয় বিএনপির নের্তৃবৃন্দ।
টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৮টি দল অংশগ্রহণ করছে। মাঠে উপস্থিত হাজারো দর্শকের উল্লাসে পুরো মাঠ যেন উৎসবে মুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, নক-আউট পদ্ধতিতে চলমান এই প্রতিযোগিতার ফাইনাল খেলায় বিজয়ী দলের জন্য রয়েছে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার।
#আবুসাঈদ #হাডুডু #টুর্নামেন্ট #উদ্বোধন Saiful Islam Saiful Mahomudunnabi Polash Md Bokhtier Voice Of Pirganj - ভয়েস অব পীরগঞ্জ Alo tv 24 Centrist Nation TV Md Abdul Majed BNP Media Cell