Loyal Man

Loyal Man "Loyal by heart ❤️, real by nature 🌿. Once you're mine, I'm yours forever ♾️ — no fakes 🚫, no games 🎮, just loyalty 🤝." Loyal Man Thank you everyone's

I'm professional Content Creators in Facebook. My Content Datails:
Comedian
Romantic
Cinematic
Emotional
Motivation
And Etc. So Now Enjoy My Contents
Please likes,Comments & Click the Follow Button.

 #বিচ্ছেদের  #গল্প  #পর্ব২  #লেখক loyal Man  “শেষ দেখা"ঢাকার এক ব্যস্ত বিকেল। শহরটা গিজগিজ করছে মানুষে, কিন্তু নীলার মনট...
14/05/2025

#বিচ্ছেদের #গল্প
#পর্ব২
#লেখক loyal Man
“শেষ দেখা"

ঢাকার এক ব্যস্ত বিকেল। শহরটা গিজগিজ করছে মানুষে, কিন্তু নীলার মনটা যেন একেবারেই ফাঁকা। সেদিন বসুন্ধরার কফি শপে বসে ছিল সে, ঠিক যেখানে প্রথম দেখা হয়েছিল অনিমেষের সঙ্গে।

তিন বছর আগে, একই কফিশপে হঠাৎ করেই পরিচয়। দু’জনের অর্ডার গুলিয়ে ফেলেছিল ওয়েটার। অনিমেষ হাসতে হাসতে বলেছিল,
“তোমার অর্ডার নিলে জীবনেও ভুল হতে পারবে না, এত সুন্দর কফির মতো!”
নীলা হেসে ফেলেছিল, আর সেই হাসিতেই যেন জেগে উঠেছিল একটা নতুন গল্পের শুরু।

প্রেমটা সহজ ছিল না। ঝগড়া, অভিমান, দূরত্ব—সবই ছিল, কিন্তু ছিল গভীর টানও। একসাথে কতো সিনেমা, কতো গল্প, কতো রোদেলা বিকেল ভাগ করে নিয়েছিল তারা।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনিমেষ বদলে যেতে লাগল। ফোনে কথা কমে গেল, দেখা হওয়াও বিরল। নীলা বুঝতে পারছিল—অনিমেষের জীবনে আরেকজন এসেছে।

নীলা চুপ করে ছিল। কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো কখনো মুক্তিও। সে কাউকে বাধা দিতে চায়নি, শুধু অপেক্ষা করেছে—একটা শেষ কথার, একটা শেষ দেখা’র।

আজ সেই দিন। তিন বছর পর তারা আবার বসেছে সেই কফি শপে। অনিমেষ চুপচাপ বসে, চোখ নামিয়ে রাখে।
নীলা শান্ত কণ্ঠে বলে,
“তুই কি খুশি?”
অনিমেষ কিছু বলে না, শুধু মাথা নেড়ে।

নীলা মুচকি হেসে উঠে দাঁড়ায়।
“তাহলে চল, আমাদের গল্পটা এখানেই শেষ হোক। ভালো থাকিস, অনিমেষ।”

সে বেরিয়ে আসে। বাইরের আকাশটাও ধূসর, যেন এক টুকরো মনখারাপ ছড়িয়ে আছে চারপাশে।
কিন্তু নীলা জানে, শেষ মানে সবসময় দুঃখ নয়। কখনো কখনো, তা এক নতুন শুরু।

---

গল্পের বার্তা

ভালোবাসা মানেই শুধু একসাথে থাকা নয়—ভালোবাসা কখনো কখনো কারো জন্য দরজা খুলে দেওয়া, যাতে সে নিজের পথ খুঁজে নিতে পারে। আর সেই সাহসটাই সত্যিকারের ভালোবাসাকে অমর করে তোলে।

লেখক : Loyal Man

Shout out to my newest followers! Excited to have you onboard! Muhammad Hamidur Rahman, Akram Hossain Taj, Florida Vlog,...
14/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Muhammad Hamidur Rahman, Akram Hossain Taj, Florida Vlog, Mahafuzur Rahman, Ashikul Islam, Ashraful Islam, Kamruzzman Minarul, Hanif Ahmed, Md. Shohag Mia, Rabiul Karim, Md Ruhul Amin, Ngwodingwo Ngwodingwo, Neha Debbarma, Mohammad Sahajahan Sohag, Md Asad Sarker

13/05/2025
 #বিচ্ছেদের   #গল্প  #পর্বঃ১  #শ্রাবণ বিকেলের শেষ চিঠি:বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। জানালার কাঁচে জল জমেছে, ঠিক যেমন ভাবে ত...
13/05/2025

#বিচ্ছেদের #গল্প
#পর্বঃ১
#শ্রাবণ বিকেলের শেষ চিঠি:

বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। জানালার কাঁচে জল জমেছে, ঠিক যেমন ভাবে তিশার চোখ ভিজে উঠছে বারবার। পাঁচ বছর আগে এই শ্রাবণেই ওদের প্রথম দেখা—একটা পুরনো বইয়ের দোকানে।
আরাফ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তিশার দিকে তাকিয়ে বলেছিল, “ভালোবাসা কি সত্যিই পুরনো বইয়ের মত, যত পুরোনো হয় তত বেশি আপন?”

তিশা সেদিন হেসেছিল। উত্তর দেয়নি। কিন্তু তারপর থেকে উত্তর খুঁজতে খুঁজতে দু’জন একসাথে হেঁটেছে, পড়েছে, ভেবেছে, স্বপ্ন দেখেছে।

কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেকটা ফারাক।
ধীরে ধীরে আরাফ বদলে যেতে লাগল—অবহেলা, দূরত্ব, আর অপূর্ণতা জমতে লাগল সম্পর্কের পাতায় পাতায়।

তিশা বহুবার চেষ্টা করেছে জোড়া লাগাতে, কিন্তু কখনও আরাফ ফিরে আসেনি সেই বইয়ের দোকানটার মতো আপন করে।

আজ তিশা শেষ চিঠিটা লিখে জানালার ধারে বসে। লিখে রেখেছে—

“ভালোবাসা যদি বই হয়, তবে আমাদের গল্পটা এক অসমাপ্ত উপন্যাস। হয়তো কখনও কেউ পড়বে না, তবুও আমি রেখে গেলাম… কাগজের পাতায়, স্মৃতির ফাঁকে।”

বৃষ্টি থেমে গেছে। তিশাও উঠে দাঁড়ায়—চোখে জল নেই, শুধু একরাশ নীরবতা। সম্পর্কটা শেষ, কিন্তু গল্পটা রয়ে গেল।

---
লেখক : Loyal Man

ললিপপ বিশেষজ্ঞ 🙂লিংক কমেন্ট বক্সে 👇
12/05/2025

ললিপপ বিশেষজ্ঞ 🙂
লিংক কমেন্ট বক্সে 👇

এইমাত্র পাওয়া ১৯ মিনিট ২২ সেকেন্ডের ভিডিও ভাইরাল লিং'ক কমেন্ট 🥵✅👇https://cutt.ly/Ae6C7P6M
12/05/2025

এইমাত্র পাওয়া ১৯ মিনিট ২২ সেকেন্ডের ভিডিও ভাইরাল লিং'ক কমেন্ট 🥵
✅👇
https://cutt.ly/Ae6C7P6M

সত্যবাদী হওয়া সহজ নয়, তবুও এটাই মানবতার পথ।সত্যবাদী মানুষ সমাজে সম্মান পায়, আস্থার প্রতীক হয়।মিথ্যার অন্ধকারে সত্যই ...
11/05/2025

সত্যবাদী হওয়া সহজ নয়, তবুও এটাই মানবতার পথ।
সত্যবাদী মানুষ সমাজে সম্মান পায়, আস্থার প্রতীক হয়।
মিথ্যার অন্ধকারে সত্যই আলো দেখায়।
সৎ পথে চলা মানুষ জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হয়।
চলুন, আমরা সবাই সত্য বলার অভ্যাস গড়ে তুলি।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Loyal Man posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Loyal Man:

Share