Md Nayon Ali Naim

Md Nayon Ali Naim গল্প লেখা আমার পেশা নয়,
বরং গল্প লেখা আমার নেশা।
(1)

আমাকে কি মো*টা লাগে দোস্ত😜🤣
06/06/2025

আমাকে কি মো*টা লাগে দোস্ত😜🤣

,,১২ বছরের ক্যান্সার আক্রান্ত মেয়েটিকে ডাক্তার জিজ্ঞেস করলেন, “বড় হয়ে কী হতে চাও মা?” মেয়েটি হেসে বলল, “শুধু বড় হওয...
23/05/2025

,,১২ বছরের ক্যান্সার আক্রান্ত মেয়েটিকে ডাক্তার জিজ্ঞেস করলেন, “বড় হয়ে কী হতে চাও মা?” মেয়েটি হেসে বলল, “শুধু বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই…”

যার হাত নেই, সে ভাবে “যদি আমার দুটো হাত থাকতো!”
যার পা নেই, তার একটাই স্বপ্ন—“একদিন স্বাভাবিকভাবে হাঁটতে চাই।”
অন্ধের ইচ্ছা—“একটাবার পৃথিবীটাকে দেখতে চাই।”
বোবার আকাঙ্ক্ষা—“একটাবার কথা বলতে পারলেই হতো!”

আর আমরা… সব কিছু পেয়ে বলি, “ভালো লাগছে না, ডিপ্রেশন যাচ্ছে না..🙂

ছেলেটা ক্লাসের 1st boy ছিল । মেয়েটা ছিল ওর Class mate. একদিন ছেলেটা মেয়েটাকে propose করল। ছেলে: আমি তোমাকে ভালবাসি. মে...
23/05/2025

ছেলেটা ক্লাসের 1st
boy ছিল ।
মেয়েটা ছিল ওর Class
mate.
একদিন ছেলেটা মেয়েটাকে
propose করল।
ছেলে: আমি তোমাকে ভালবাসি.
মেয়ে:তো আমি কি করবো?
ছেলে: আমি তোমাকে বিয়ে করতে চাই,
মেয়ে: তোমার যোগ্যতা কি আছে যে
আমায় বিয়ে করবে?
ছেলে: আমি ক্লাসের 1st boy
পাস করে বের হওয়ারর পর কিছুনা
কিছু ঠিক পেয়ে যাবো ।
মেয়ে: আমি অন্য কাউকে ভালবাসি ।
আর তার মাসিক salary 45000 টাকা ।
তুমি যদি পড়া শেষ করার পর
তিন বছরের মধ্যে তার থেকে
বেশি income করতে পারো।
তবে আমি তোমায় বিয়ে করবো ।
তিন বছর পর ছেলেটা
মেয়েটার সাথে দেখা করতে গেল ।
আজ সে একজন physics এর
নামকরা scientist. গতকাল ই
বিদেশ থেকে ফিরেছে ।
নির্দিষ্ট জায়গায় মেয়েটা হাতে
ফুল নিয়ে বসে আছে ।
আজ সে খুব সুন্দর করে সেজেছে ।
ছেলেটাকে দেখেই মেয়েটি ছুটে
গিয়ে তাকে জড়িয়ে ধরল ।
খিলখিল করে হাসতে
হাসতে বলল --
I love u ...
will u marry me ...
ছেলেটিও মেয়েটিকে
জড়িয়ে ধরল..
আজ তার খুব খুশীর দিন...
এটাই তো সে চেয়েছিল ।
ছেলেটা চোখ দুটো বন্ধ করল,
তারপর মেয়েটার কানে
কানে বলল—
"যে মেয়ে অর্থের লোভে এতো দিনের
ভালবাসা কে ছেড়ে চলে আসতে পারে!
তাকে আমি বিশ্বাস করিনা.... So sorry,
......তোমাকে আমি বিয়ে
করতে পারছি না".....
ছেলেটা_কী_ঠিক_করেছে??
যারা_পড়লেন_অবশ্যই_উত্তর_দিবেন.!

মন ছুয়ে যাওয়া গল্প পেতে পেজটা ফলো করুন

পুরুষ মানুষ সুযোগ পেলে; কেবল মাত্র শারীরিক উত্তেজনা থেকে যেকোন নারীর দেহের কাছে যেতে পারে!নারীদের একটা আলাদা বৈশিষ্ট্য আ...
23/05/2025

পুরুষ মানুষ সুযোগ পেলে; কেবল মাত্র শারীরিক উত্তেজনা থেকে যেকোন নারীর দেহের কাছে যেতে পারে!

নারীদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। তারা কামবোধকে সংযত করতে পারে। মানসিক আগ্রহ ও কোনরকম আবেগের জায়গা সৃষ্টি না হলে, নারীরা সাধারনত দেহের বিনিময় করেনা।

পুরুষের ভেতরও এক শ্রেণীর পুরুষ আছেন, যারা তার তীব্র কামবোধকে নিয়ন্ত্রন করতে পারে। সুযোগ থাকার পরও নারীরা যার তার সাথে নিজেকে ভাগ করেনা; এমন পুরুষের সন্ধান পাওয়া বিরল, তবে শূণ্য নয়।

যে পুরুষ সুযোগ থাকার পরও তার কাছের মানুষটির কথা ভেবে, নিজের কামনা ও বাসনাকে নিয়ন্ত্রন করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে, সে কেবল পুরুষ নয়; মহাপুরুষ! তাকে ভালোবেসো!

আসাদুজ্জামান জীবন

13/05/2025


13/05/2025
এক গর্ভবতী নারী তাঁর নিজের ঘরে ছিলেন। বিস্ফোরণের প্রকোপে সেই নারীর পেট ফেটে যায়। গর্ভস্থ সন্তান ছিটকে দূরে গিয়ে পড়ে। একদ...
12/04/2025

এক গর্ভবতী নারী তাঁর নিজের ঘরে ছিলেন। বিস্ফোরণের প্রকোপে সেই নারীর পেট ফেটে যায়। গর্ভস্থ সন্তান ছিটকে দূরে গিয়ে পড়ে।

একদিন আসবে যখন পাথরের জবান খুলে যাবে। পাথরের আড়ালে এই খুনীরা যখন লুকোবে, পাথরও আওয়াজ করে ওদের চিনিয়ে দেবে।

আমাদের মুখ বন্ধ হতে হতে একদিন পাথরেরই বুক ফেটে যাবে।

হায়, পবিত্র ভূমি আমার!💔🥹
হায় গাজা😢 হায় রাফা।। আমরা তোমাদের জন্য কিছুই করতে পারলাম না!! আমরা বেইমান আমরা মুনাফিক!! তোমরা যখন আমাদের নামে বিচার দিবে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব 💔😓

11/03/2025

আজকে পরীক্ষা দিয়ে ইফতারি কিনে বাসায় আসার সময় বর্ণালীর মোড়ে এই জানো*য়ারের বাচ্চা আমার সামনে বসে।হাতে কাপড়ের বড় বস্তা ছিলো।বারবার আমার পায়ে টাচ হচ্ছিল।ভাবলাম এতো বড় ব্যাগ তাই হয়তো সমস্যা হচ্ছে।কিন্তু কিছুক্ষন পর আরোও বেশি সমস্যা হওয়ার পর পা সরাতে বলি।তারপর সে নিজের গোপনাঙ্গ নিয়ে অশোভন আচরণ করে।যখন বুঝতে পারে ভিডিও করতেসি তখনই হাত সরায় নেয়।

রোজা রমজানের মাসেও এদের হেদায়েত হয়না।ভিতরের জানো*য়ার জেগে উঠে মেয়ে দেখলেই।সারাটাদিন রোজা রেখে পরীক্ষা দিয়ে যখন এসব সহ্য করা লাগে তখন আর কিছু বলার থাকেনা আসলে!!!!

be safeee everyone!!

কপি

💔💔💔
06/03/2025

💔💔💔

ক্লান্ত শরীরে বাড়ি ফিরছি।পকেটে ৮ টাকা।হাতে এক কেজি চাল,এক পোয়া ডাল,৫ টাকার তেল।মাথাভর্তি টেনশন।মাসের শেষ।বেতন পাওয়ার এখন...
06/03/2025

ক্লান্ত শরীরে বাড়ি ফিরছি।পকেটে ৮ টাকা।হাতে এক কেজি চাল,এক পোয়া ডাল,৫ টাকার তেল।

মাথাভর্তি টেনশন।মাসের শেষ।বেতন পাওয়ার এখনো ৬ দিন বাকি।কিভাবে সংসার চালাবো?ঘরে নব্য বিবাহিত স্ত্রী।কি খাওয়াবো তাকে?দোকানী বাকি দিবেনা,আগে থেকেই অনেক বাকি পড়ে আছে।

চিন্তায় চোখের সামনে সবটা অন্ধকার হয়ে আসছে।রাস্তার কাজ চলছে,কিসের সাথে যেন পা আটকালো।হুমড়ি খেয়ে রাস্তার উপর পড়ে গেলাম।

পলিথিন ছিঁড়ে চাল,ডাল সব বালুর সাথে মিশে একাকার হয়ে গেলো।ভিষণ হাসি পাচ্ছে,ভাগ্যর উপর কিছুক্ষণ হাসাহাসি করে আবার হাঁটা ধরলাম।

পথশিশুর আকুতি, " ভাইজান,গোলাপ নিবেন? "

" দাম কত? "

" ১০ টাকা "

পকেট থেকে কয়েনগুলো বেড় করে গুনে দেখি ৮ টাকা আছে।বললাম

" ৮ টাকা আছে।চলবে? "

মেয়েটা হেসে বললো " আজ পোরপোস ডে।রাত হইছে,আপনের জন্য ২ টাকা ছাড় "

মেয়েটার কথায় হাসলাম।প্রকৃতি,দারিদ্র্য আমায় ছাড় দিলো না সেখানে পুচকি মেয়েটা আমায় দুইটাকা ছাড় দিচ্ছে!

গোলাপ হাতে ঘরে ফিরলাম।স্ত্রীর চোখমুখ চকচক করে উঠলো।বললো " আপনি আমার জন্য গোলাপ আনছেন! "

গোলাপটা স্ত্রীর কানে গুঁজে দিলাম।লক্ষ্য করলাম স্ত্রী চোখের জল লুকাতে ব্যস্ত।পরীর মতো দেখতে মেয়েটা কি দেখে যে আমায় বিয়ে করলো কে জানে!

শুতে গিয়ে স্ত্রী আমার বু"কে মাথা রেখে বললো " মন খারাপ করিয়েন না তো।সবসময় তো এমন থাকবে না।একদিন সব ঠিক হবে,আমাদের অনেক টাকা হবে।সুদিন আসবেই "

হেসে বললাম " তোমার মতো দায়িত্বশীল,বুঝদার মেয়ে পেয়েছি,এর থেকেও সুদিন আর কি হতে পারে? "

এমন সামাজিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।

26/10/2024

কে শক্তিশালী

26/10/2024

তিমি মাছকে বাচাতে হবে

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Md Nayon Ali Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share