05/08/2025
জুলাইয়ের মজলুমদের প্রতি সমর্থন রেখে আজ আফসোসের সাথে স্বীকার করে নিতে হয় যে "জুলাই বিক্রি হয়ে গেছে"! তবুও আমরা আশা রাখি, আবারো সেই নেমে যাওয়া মৃত সাইগুলো আলো হয়ে জ্বলে উঠবে এই শহীদি বাংলায়! মিথ্যে কোন মরীচিকা রূপে নয়, ইনসাফের তৃষ্ণায় এক মৃতপ্রায় জাতির হৃদয়ের স্পন্দন হয়ে।