
24/05/2025
নীল সমুদ্র, নীল আকাশ,
ছেলেটি শুয়ে, নিরব সুবাস।
হাতে মোবাইল, মুখে হাসি,
শান্তির ছোঁয়ায় জীবন ভাসি।
ক্লান্তি নেই, নেই কোনো ভয়,
ঢেউয়ের সুরে মিশে যায় জয়।
রোদ মাখা মুখে শান্তির ছবি,
এ যেন স্বপ্ন—নিরব নিবিড় রবি।